Ads Area


মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Ministry of Communication Recruitment 2023

Top Post Ad

মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Ministry of Communication Recruitment 2023

মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Ministry of Communication Recruitment 2023


মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (Ministry of Communication Recruitment 2023)। জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অফিসার, প্রাইভেট সেক্রেটারি সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:


মিনিস্ট্রি অফ কমিউনিকেশন (Ministry of Communication Recruitment 2023) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:


জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অফিসার, প্রাইভেট সেক্রেটারি সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট 200 টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

মাসিক বেতন:


নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 35,000/- টাকা।

আবেদনকারীর বয়সসীমা:


এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।


কী ভাবে আবেদন করা যাবে?


প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Under Secretary (Admn.II), Department of Telecommunications, Room No. 416, Sanchar Bhawan, 20-Ashoka Road, New Delhi-110001.’। আবেদনপত্রের একটি কপি এই মেল আইডিতে arvindk.jha2g@gov.in পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:


29.08.2023


Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.