সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উক্তি শেয়ার করলাম। যেটিতে স্বাধীনতা দিবস নিয়ে উক্তি বা বাণী দেওয়া আছে। সুতরাং দেরী না করে এখনি পড়ে নিন।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উক্তি
“তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব।”
-নেতাজী সুভাষচন্দ্র বসু
“স্বরাজ আমার জন্মগত অধিকার
এবং
আমি তা অর্জন করবই”
-বাল গঙ্গাধর তিলক
“স্বাধীনতা মানুষের মনের একটি খোলা জানালা,
যেদিক দিয়ে
মানুষের আত্বা ও মানব মর্যাদার আলো প্রবেশ করে”
-হার্বার্ট হুভার
“স্বাধীনতা মানুষের প্রথম
এবং
মহান একটি অধিকার”
-মিল্টন
“স্বাধীনতা কেউ দেয় না,
অর্জন করে নিতে হয়”
-নেতাজী সুভাষচন্দ্র বসু
“নিজের ইচ্ছামত বাঁচা ছাড়া
স্বাধীনতার অর্থ আর কিইবা হতে পারে”
-অ্যাপিকটিটাস
“করেঙ্গে ইয়া মরেঙ্গে”
-মহাত্মা গান্ধি
“স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়।
কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন।
তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত।”
-মহাত্মা গান্ধি
“আমি স্বাধীন ছিলাম,
স্বাধীন আছি
এবং থাকবো”
-চন্দ্রশেখর আজাদ
“ইনকিলাব জিন্দাবাদ”
-ভগৎ সিং
“সারফারোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়”
-রামপ্রসাদ বিসমিল
“দেশপ্রেমিকের রক্ত হচ্ছে
স্বাধীনতা নামক বৃক্ষের বীজ”
-থমাস ক্যাম্পবেল
“স্বাধীনতা পাওয়া মূল্যবান নয়,
যদি না ভুল করার স্বাধীনতা তার অন্তর্ভুক্ত থাকে”
-মহাত্মা গান্ধি
“বন্দেমাতরম”
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
“মারো ফিরিঙ্গি কো”
-মঙ্গল পাণ্ডে
“সত্যমেব জয়তে”
-মদন মোহন মালব্য
“সব লাল হো জায়গা”
-রঞ্জিত সিং
“নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,
তাহলে আমি অপরাধী”
-অরবিন্দ ঘোষ
“স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায় ?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়।”
-রঙ্গলাল বন্দোপাধ্যায়
“যেখানে জাতির চিন্তা ও পদক্ষেপ স্বাধীনতার দিকে- হে বিধাতা,
আমার দেশকে জেগে থাকতে দিন।”
-রবীন্দ্রনাথ ঠাকুর
আরও পড়ুন-