SSKMH Recruitment: পশ্চিমবঙ্গ তথা কলকাতার এসএসকেএম হাসপাতালের অধীন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট SSKMH Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। SSKMH Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
SSKMH Recruitment 2023 SSKMH Vacancies 2023 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (07-09-2023 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] আপনার বয়স জানতে- এখানে ক্লিক করুন |
|
যোগ্যতা বিএসসি/ ইন্টারমিডিয়েট সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা অথবা হাই স্কুল পাশ সঙ্গে ৫ বছরের ল্যাবে কাজের অভিজ্ঞতা।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
ল্যাব টেকনোলজিস্ট |
2 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে |
|
দরখাস্তের বয়ান |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
ক্লিক করুন |
এসএসকেএম হাসপাতালে চাকরির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?
- এই মুহূর্তে তিন মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।
এসএসকেএম হাসপাতালে চাকরির ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা
- ইন্টারভিউ হবে 16 সেপ্টেম্বর 2023 তারিখ বেলা 12টা থেকে।
ঠিকানা- Conference room, UCM Building, 5th Floor, Dept of Microbiology
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]