সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে Food Si WBP MTS Wbcs এর জন্য তরুণ গোয়েল জিকে সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।
জিকে সাধারণ জ্ঞান
1. মোগল যুগের সরকারি ভাষার নাম- ফার্সি
2. মেসেঞ্জার বাঁধ - ময়ূরাক্ষী নদীতে
3. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়- 1781 সালে ওয়ারেন হেস্টিংস
4. মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলার কোন নবাব রাজধানীর স্থানান্তর করেছিল - মীর কাশিম
5. মোপলা বিদ্রোহ হয়েছিল- 1921 সালে
6. আকবর আশিরগড় দুর্গ দখল করেছিল - 1601 সালে
7. বিদারের যুদ্ধ হয়েছিল- 1759 সালে
8. বিশ্ব বেতার বা রেডিও দিবস - 13 ই ফেব্রুয়ারি
9. বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস- 15 মার্চ
10. আন্তর্জাতিক নার্স দিবস- 12 ই মে
11. কমনওয়েলথ দিবস- 24 শে মে
12. ভারতের সর্বপ্রথম কালেক্টর পদ সৃষ্টি করেন - ওয়ারেন হেস্টিংস, তিনি প্রথম পুলিশ বাহিনী চালু করেন ।
13. রাজ্যসভার চেয়ারম্যান হলেন- উপরাষ্ট্রপতি
14. রাজেন্দ্র প্রসাদ কতবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন - তিনবার
15. সাদা ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়- যুদ্ধবিরতি
16. ভারতের মূল সংবিধানে 395 টি ধারা এবং 8 টি তফসিল ছিল ।
17. ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় - পাঞ্জাব
18. ভারতীয় সংবিধানের নাগরিকদের বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি - 11 টি
19. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে- 356
20. লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশন আহবান করেন - রাষ্ট্রপতি
21. ক্ষমতা বন্টনের তালিকা নেওয়া হয়েছে- কানাডা থেকে
22. ভারতীয় সংবিধানের সংশোধন রয়েছে- 368 নম্বর ধারাতে
23. পঞ্চায়েতিরাজ প্রথম চালু হয়- রাজস্থানে
24. গ্রিন ব্রেঞ্চ কত সালে প্রতিষ্ঠা হয় - 1986 সালে কলকাতা হাইকোর্ট গঠন করে পরিবেশ বিষয়ক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য।
25. হলুদ বা পীত বিপ্লব - তৈলবিজ উৎপাদনের সঙ্গে জড়িত।
27. উকাই ও কাকড়া পার বাদ রয়েছে - তাপ্তি নদীতে
27. ডিহং দিবং ও লোহিত নদীর সমন্বয়ে আসামে- ব্রহ্মপুত্র নদী তৈরি হয়েছে
28. নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে - চিরগোধূলির অরণ্য বলা হয়।
29. হামবোল্ড স্রোত দেখা যায়- প্রশান্ত মহাসাগরে
30. শৈবাল সাগর দেখা যায় - আটলান্টিক মহাসাগরে
31. ভারতের দীর্ঘতম সেচ খাল - ইন্দিরা গান্ধী খাল রাজস্থান
32. বাণিজ্যিকভাবে শাক সবজি চাষকে বলা হয়- ওলেরিকালচার
33. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরো প্রতিষ্ঠিত হয় -1962 সালে
34. বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝখানে প্রবাহিত নদী - নর্মদা
35. নর্মদা নদীর জমজ নদী - তাপ্তি নদী
36. গঙ্গা নদীর মোট দৈর্ঘ্যের কত কিমি ভারতে প্রবাহিত- 2071 কিমি
37. গোদাবরী নদীর ডান দিকের একমাত্র উল্লেখযোগ্য নদীর নাম- মঞ্জিরা
38. পাঞ্জাব হরিয়ানার রাজধানী চন্ডিগড়
39. সবরমতি নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে - আরাবল্লী পর্বত
40. মাহি নদী উৎপত্তি লাভ করেছে - বিন্ধ পর্বত থেকে
41. গোমাই কোন নদীর উপনদী- তাপ্তি
42. মানালি ও লুধিয়ানা শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে- বিপাশা ও শতদ্রু
43. কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ন- দ্বারকেশ্বর এবং শিলাবতী
44. ভারতের জীবন রেখা বলা হয় - রেলপথ কে
45. পাঞ্চেত বাঁধ রয়েছে - দামোদর নদে
46. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী বাঁধ মুকুটমণিপুর
47. হীরক চতুর্ভুজ রেল প্রকল্প অনুযায়ী রেলের গতিপথ - 320 কিমি প্রতি ঘন্টা
48. পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি নদীর বাঁধ দেখা যায় বাঁকুড়া জেলা
49. ভীমা বা উজ্জয়িনী বাঁধ দেখা যায় মহারাষ্ট্রের ভীমা বা চন্দ্রভাগা নদীতে।
50. সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম- নাথুলা
51. দক্ষিণ ভারতের শস্য ভান্ডার- থাঞ্জাভুর
52. বনভূমির পরিমাণ বেশি - মধ্যপ্রদেশে
53. হিরাকুদ বাঁধ- মহানদীতে
54. জলাশের মাধ্যমে সেচ কাজ বেশি করা হয় - দক্ষিণ ভারতে
55. দক্ষিণ ভারতের একটি বাগিচা ফসল - রবার
56. বিঘা প্রতি গম উৎপাদনে এগিয়ে রয়েছে- পাঞ্জাব
57. ভারতের প্রাচীনতম সেচ খাল - পশ্চিম যমুনা খাল
58. ব্রহ্মপুত্র নদীর উৎস তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ু়ং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই নদ পূর্বদিকে প্রবাহিত হয়েছে।
59. তিব্বতে এটি সাংপো নামে পরিচিত। নদীটি ডিহং নামে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে।
60.অসমের সাদিয়ার কাছে ডিহং নদীটি ডিবং ও লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে ধুবড়ি পর্যন্ত প্রবাহিত হয়েছে।
61. ধুবড়ির পর এই নদী বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করে গোয়ালন্দের কাছে পদ্মার সঙ্গে মিশেছে এবং এই দুই নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ।
62. রামগঙ্গা প্রকল্প দেখা যায়- উত্তরাখণ্ডে
63. কেরালায় মুসলিমদের বলা হয় - মোপলা
64. হেক্টর প্রতি পাট উৎপাদনে প্রথম- ওডিশা
65. পাট উৎপাদনে প্রথম ভারতের মধ্যে- পশ্চিমবঙ্গ
66. ভারতের কোন রাজ্যে উপকূল ভাগ সবচেয়ে বেশি- গুজরাট
67. কাবেরী নদী কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে- কর্ণাটক
68. ভারতের কোন রাজ্যের যোগ জলপ্রপাত দেখা যায়- কর্ণাটক
69. এলাহাবাদের নিকট কোন নদী গঙ্গা সঙ্গে মিলিত হয় - যমুনা
70. চম্বল নদী কোন জেলা থেকে উৎপত্তি লাভ করেছে - ইন্দোর
71. নর্মদা নদী অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে কোন রাজ্যে- মধ্যপ্রদেশ
72. ভারতের 28 তম রাজ্য কোনটা- ঝাড়খন্ড 15 ই নভেম্বর 2000 সালে বিহার পুনর্গঠন আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়
73. মিজোরামের সঙ্গে বাংলাদেশের বর্ডার শেয়ার করেছে, কিন্তু মনিপুরের সঙ্গে নয়
74. লেপচা উপজাতি দেখা যায় - সিকিমে
75. ভারতের কোন রাজ্যে রেলপথ নেই- অরুণাচল প্রদেশ
76. আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম স্থান নিয়েছে- ত্রয়োদশ
77. খারিফ ফসলের সময়কাল - জুন থেকে সেপ্টেম্বর
78. তিনটি গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- বি আর আম্বেদকর
79. হিন্দু মুসলিম একই মাটিতে গড়া কথা বলেছেন - কবীর
80. বঙ্গভঙ্গ রদ করা হয় -1911 সালে
81. সর্বভারতীয় যুব কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন - মতিলাল নেহেরু
82. UNO প্রতিষ্ঠিত হয় - 1945 সালে
83. ইলোরার কৈলাসনাথের মন্দির কোন রাজাদের কীর্তি- রাষ্ট্রকূট
84.1837 সালে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেছেন - জেমস প্রিন্সেপ
85. আসাম কেশরী নামে পরিচিত- অম্বিকা গিরি
86. নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা করেছেন - ভগৎ সিং
87. তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল- 1944 (প্রতিষ্ঠিত 1942 সতীশ চন্দ্র সামন্ত)
88. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা ছিল- নানা সাহেব
89. উন্নত গুণমানের বার্লি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতায় - বানওয়ালী
90. খাজা মইনুদ্দিন চিশতির দরগা অবস্থিত- আজমীরে
91. কোন নদীর মোহনায় বদ্বীপ নেই - নর্মদা নদী
92. যক্ষা যে ধরনের রোগ- বায়ুবাহিত
আরও পড়ুন-