Ads Area


লুসেন্ট জিকে বাংলায় || Lucent GK Bengali Version 2023 PDF Download

 সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে লুসেন্ট জিকে বাংলায় || Lucent GK Bengali Version 2023 PDF Download সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।

লুসেন্ট জিকে বাংলায় || Lucent GK Bengali Version 2023 PDF Download

Lucent GK Bengali Version 2023 PDF Download

1. কোন বিদেশি শাসকরা ভারতের প্রথম আক্রমণ করেছিল - পারস্যের শাসক

2. সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে- 1922 সালে।

3. আইহোল প্রশস্তির রচয়িতা কে- রবি কীর্তি

4. কনিষ্কের রাজধানীর নাম কি - পেশোয়ার

5. কোন মোগল সম্রাট কে রঙ্গিলা নামে আখ্যা দেওয়া হয়েছে - মহম্মদ শাহ।

6. ময়ূর সিংহাসন নির্মাণ করেছেন - সম্রাট শাহজাহান এবং তার শিল্পীর নাম - বেবাদল খাঁ

7. আকবর কবে জিজিয়া কর তুলে নেন - 1564 সালে, এটি ছিল হিন্দুদের উপর একটি তীর্থ কর

8. পাঞ্জাবের ফতেবাদের মসজিদ নির্মাণ করেছেন- হুমায়ুন

9. প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত- শাহজাহান

10. ভারতের নেপোলিয়ন বলা হয় - সমুদ্র গুপ্তকে

11. মাদুরাই কোন রাজ্যের রাজধানী- পান্ডুয়া রাজ্যের

12. নাদির শাহ ভারতের আক্রমণ করেছিল- 1739 সালে

13. আলবিরুনী রচনা বইয়ের নাম - তহকিক ই হিন্দ এবং কিতাব উল হিন্দ

14. প্রথম বাংলার সার্বভৌম রাজার নাম - শশাঙ্ক

15. খানুয়ার যুদ্ধ (1527) হয়েছিল- বাবর এবং রানা সংঘের সঙ্গে সঙ্গে।

16. কাকে স্থাপত্যের রাজপুত বলা হয় - শাহজাহান

17. পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা- উদয়ী

18. আবুল ফজল রচনা করেন - আইন ই আকবরী তিনি আকবরের সভাসদ তথা মন্ত্রী

19. আলেকজান্ডারের গৃহ শিক্ষকের নাম - অ্যারিস্টোটল

20. বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা - অশ্ব ঘোষ 

21. যে মোগল সম্রাট অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জমি দান করেছেন- আকবর

22. সিন্ধু সভ্যতায় মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না- লোহা

23. মহীশূর রাজ্যটি কোন রাজ্যের অন্তর্গত - বিজয়নগর রাজ্যের

24. মুর্শিদাবাদের প্রথম ইতিহাস লেখক কে - ইউসুফ আলী খাঁ

25. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা- সিমুক

26. বৈদিক যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রার নাম- নিস্ক

27. গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম- অসিত এবং দ্বিতীয় গুরুর নাম - অর্ধ কালাম

28. কত খ্রিস্টাব্দে বাহমনী সাম্রাজ্যের পতন হয় - 1527 সালে

29. বক্সারের যুদ্ধের সময় দিল্লির সম্রাট ছিলেন - দ্বিতীয় শাহ আলম

30. চৈতন্য দেবের আমলে বাংলার নবাব ছিলেন- হোসেন শাহ

31. বাবর নিজে রচনা করে নিজের আত্মজীবন - বাবরনামা তুর্কি ভাষায়

22. ওদন্তপুরি মহাবিহার প্রতিষ্ঠা করেছেন- ধর্মপাল

32. আকবরের শেষ যুদ্ধ জয় হল- কালিঞ্জর দুর্গ অবরোধ 

33. দুর্জন সিংহ, গোবর্ধন দিকপতী, রানী শিরোমনি তারা জড়িত- চুয়াড় বিদ্রোহের সঙ্গে যা প্রথম পর্যায়ে হয়েছিল 1768 সালে এবং দ্বিতীয় পর্যায়ে হয়েছিল 1798 সালে

34. নন্দ বংশের প্রতিষ্ঠাতা - মহাপদ্মানন্দ

35. শাহজাহানের রাজত্বকাল ছিল - 1628-1858 সাল পর্যন্ত

36. আগ্রায় শীশ মহল নির্মাণ করেছেন- শাজাহান

37. অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা - সাদাত খা

38. গুরুমুখী ভাষা প্রচলন করেন- অর্জুনদেব

39. ঋকবেদে শ্লোকের সংখ্যা- 1028 টি 

40. ভারতের সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম চালু করেছেন- সেন্ট থমাস

41. পদ্মপুরাণের রচয়িতা- বিজয় গুপ্ত

42. ভক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন - রামানুজ

43. গদর শব্দের অর্থ- বিপ্লব

44. গোলকুণ্ডা রাজ্য কে প্রতিষ্ঠা করে- কুলি কুতুশাহ

45. গোলকুণ্ডা দুর্গ অবস্থিত- হায়দ্রাবাদে 

46. পল্লব বংশের শেষ রাজা- অপরাজিত

47. বাতাপি কাদের রাজধানী- চালুক্য

48. তৈমুর লং ভারতে আক্রমণ করেন- 1398 সালে

49. মগধের রাজধানীর নাম- গিরিব্রজ

50. সুরোজ গড়ের যুদ্ধ হয়েছিল- 1534 সালে, এই যুদ্ধের শেরশাহ বাংলা এবং বিহারের শাসককে একসঙ্গে পরাস্ত করেন

51. বৌদ্ধ ইতিহাসের দ্বিতীয় অশোক নামে পরিচিত - কনিষ্ক

52. মত্ত বিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা মহেন্দ্র বর্মন

53. মহাভাষ্যের রচয়িতা- পতঞ্জলি

54. কথাসরিত সাগর গ্রন্থের রচয়িতা - সোমদেব

55. সি ইউ কি রচনা করেন - হিউয়েন সাং

56. নাট্যশস্ত্রের রচয়িতা- ভরতমনি

57. জৈন কল্পসূত্র গ্রন্থের রচয়িতা- ভদ্রবাহু

58. শাহনামা গ্রন্থের রচয়িতা - ফিরদৌসী

59. মহাবীর চরিত এবং উত্তর রামচরিতের রচয়িতা- ভবভূতি

60. ফো-কোয়ো-কিং গ্রন্থের রচয়িতা - ফা হিয়েন

61. সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থের রচয়িতা - ভাস্করাচার্য

62. বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থের রচয়িতা- বিলহন

63. দশকুমারচরিত গ্রন্থের রচয়িতা- দন্ডী

64. চরক সংহিতা গ্রন্থের রচয়িতা - চরক

65. রামচরিতের রচয়িতা - সন্ধ্যাকর নন্দী

66. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা - মেগাস্থিনিস

67. দায়ভাগ গ্রন্থের রচয়িতা- জিমুতবাহন

68. মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা বিজ্ঞানেশ্বর

69. নাট্যশাস্ত্রের রচয়িতা- ভরত মুনি

70. কিরতাজুনিয়ম গ্রন্থের রচয়িতা - ভারতী

71. ইবনবাতুতার - রেহলা, কিতাবুল রেহেলা বা সফরনামা

72. কথাসরিত সাগর গ্রন্থের রচয়িতা - সোমদেব

73. মুদ্রা রাক্ষসের রচয়িতা- বিশাখা দত্ত

74. হর্ষচরিতের রচয়িতা- বানভট্ট

75. অষ্টাধ্যায়ী রচয়িতা - পানিনি

76. কামসূত্রের রচয়িতা- বাৎসায়ন

77. রত্নাবলী গ্রন্থের রচয়িতা- হর্ষবর্ধন

78. পবনদূত গ্রন্থের রচয়িতা- ধোয়ী

79. সূর্যসিদ্ধান্তের রচয়িতা- আর্যভট্ট

80. হর্ষচরিত কাদম্বরী রচয়িতা- বানভট্ট

81. পঞ্চসিদ্ধান্তের রচয়িতা- বরাহমিহির

82. গৌরবাহের রচয়িতা- বাঘপতি

83. রাস মালার রচয়িতা- সোমেশ্বর

84. রাজতরঙ্গিনী রচয়িতা কলহন

85. মহাভাষ্যের রচয়িতা- পতঞ্জলি

86. স্বপ্নবাসব দত্ত রচনা করেছেন- ভাস

87. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা- বিম কদফিসিস, শ্রেষ্ঠ সম্রাট- কনিষ্ক

88. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা - শিমুক শ্রেষ্ঠ সম্রাট - গৌতম বুদ্ধের সাতকর্ণী

89. শিশুনাগ বংশের শেষ সম্রাট - কালাশোক

90. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা - বিম্বিসার, শ্রেষ্ঠ সম্রাট - আজাদ শত্রু এবং শেষ সম্রাট - নাগদশক

91. দাস, খলজি, তুঘলক ( 1320-1414), সৈয়দ, লোদী - এই বংশগুলো পর পর ছিল।

92. চালুক্য বংশের প্রতিষ্ঠাতা - প্রথম পুলকেশী শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী এবং শেষ সম্রাট কীর্তি বর্মন 

93. হিদাসপিসের যুদ্ধ হয়- 326 খ্রিস্টপূর্বাব্দে 

94. বিদারের যুদ্ধ হয় - 1760 সালে ইংরেজ এবং ডাচ কোম্পানির মধ্যে

95. সাঁওতাল বিদ্রোহ হয়েছিল- 1855 সালে

96. পূর্ণস্বরাজ দিবস পালিত হয়- 26 শে জানুয়ারি 1930 সালে

97. ভারতীয় হোমরুল সমাজের প্রতিষ্ঠাতা - অ্যানি বেশান্ত 

98. 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসেবে পরিচিত - অরুনা আসফ আলি

99. তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে

100. রাজেন্দ্র সাথে রচনা একটি বইয়ের নাম - ইন্ডিয়া ডিভাইডেড 

101. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ - মঙ্গল পান্ডে

102.চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালে 18 ই এপ্রিল

103. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন - মদন মোহন মালব্য ভারতীয় 

104. বিপ্লববাদের জননী বলা হয়- মাদাম কামাকে

105. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন - লর্ড লিটন

106. ভারতের প্রথম ভাইসরয়- লর্ড ক্যানিং

107. ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা - মুজাফফর আহমেদ

108. বঙ্গভঙ্গ রদ করেছেন - লর্ড হার্ডিঞ্জ

109. দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম - গন্ধর্ব নারায়ন মিত্র

110. সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান কৃষ্ণ কুমার মিত্রের- সঞ্জীবনী পত্রিকা 1905

111. মহাত্মা গান্ধী কবে ভারতের স্বাধীনতা সংগ্রামের যোগদান করে- 1915

112. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন - 1920 সালে

113. কোন বইকে আধুনিক বাঙালীর দেশপ্রেমের বাইবেল বলা হয় - আনন্দমঠ

114. ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা - বালগঙ্গাধর তিলক

115. বিবেকানন্দকে স্বামীজি উপাধি দিয়েছেন - মহারাজা অজিত সিং

116. নীল দর্পণ নাটকের নাট্যকার ছিলেন - হরিশচন্দ্র মুখোপাধ্যায়

117. সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেন- জার্মানিতে

118. সর্বদয় আন্দোলন শুরু করেন- মহাত্মা গান্ধী

119.দ্বৈত শাসন তুলে নেন - ওয়ারেন হেস্টিংস

120. কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় - কানপুরে

121. আলিপুর বোমা মামলার প্রধান আসামির নাম- অরবিন্দ ঘোষ

122. আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দের সরস্বতী

123. হিন্দু মেলার প্রবর্তন করেন- রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্র 

124. দিল্লি ষড়যন্ত্র মামলা বা লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1912 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লীতে স্থানান্তর করার অনুষ্ঠানে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল

125. বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণের নেতা ছিলেন রাসবিহারী বসু। বসন্ত বিশ্বাস বোমা নিক্ষেপ করে

126. আজাদ হিন্দ ফৌজের মহিলা বিগ্রেডের প্রধান ছিলেন- ক্যাপ্টেন লক্ষ্মী শেহগল

127. মিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল- শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে

128. মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়েছিল  - 1934 সালে 12 জানুয়ারি

129. মহাত্মা গান্ধীকে মিকি মাউস আখ্যা দিয়েছেন - চার্চিল

130. প্রাচ্য পাশ্চাত্য নামে গ্রন্থের রচয়িতা- স্বামী বিবেকানন্দ

131. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছেন - লর্ড কর্নওয়ালিস 

132. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা - জয় প্রকাশ নারায়ণ

133. ভূদান আন্দোলন শুরু করেছেন - আচার্য বিনোবা ভাবে

134. কানপুরের সিপাহী বিদ্রোহের নেতার নাম - নানা সাহেব

135. 1905 সালে ভারত সেবক সভা প্রতিষ্ঠা করেন - গোপালকৃষ্ণ গোখলে

136. অনুশীলন সমিতির প্রথম সভাপতি - প্রমথনাথ মিত্র

137. আধুনিক ভারতের ইরাসমাস নামে পরিচিত - রাজা রামমোহন রায়

138. প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন- দাদাভাই নৌরোজি

139. ভারতের স্বাধীনতা লাভের সময় কংগ্রেসের সভাপতি ছিলেন - জে বি কৃপালিনী

140. হিন্দ স্বরাজ বইটির রচয়িতা- মহাত্মা গান্ধী

141. দুর্গেশনন্দিনী, বঙ্গদর্শন, আনন্দমঠ গ্রন্থের রচয়িতা-  বঙ্কিমচন্দ্র

142. ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা - জহরলাল নেহেরু

143. গীতা রহস্য বইয়ের রচয়িতা- বালগঙ্গাধর তিলক

144. তরুণী স্বপ্ন এবং দ্যা ইন্ডিয়ান স্টাগল বইয়ের রচয়িতা- সুভাষচন্দ্র বসু

145. ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রচনা করেছেন - রামেশ চন্দ্র দত্ত

146. প্রবলেম অফ দা ইস্ট রচনা করেছেন - লর্ড কার্জন

147. পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

148. ইন্ডিয়া উইনস ফ্রিডম  - আবুল কালাম আজাদ

149. নীল দর্পণ দীনবন্ধু মিত্র, যে গ্রন্থে প্রথম নীল বিদ্রোহের কথা তুলে ধরা হয়

150. শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় 1792 সালে - টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে

151. ইয়ান্দাবুর সঙ্গে 1826 সালে ব্রহ্মদেশ এবং ইংরেজ 

152. লখনৌ চুক্তি 1916 সালে - কংগ্রেস এবং মুসলিম লীগ 

153. গন্ড মার্কের সন্ধি 1879 সালে আফগান এবং ইংরেজ

154. কে ভারতের প্রথম বাণিজ্য এবং শিল্প বিভাগ স্থাপন করেছেন- লর্ড কার্জন

155. বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ কবে রচনা হয় - 1882 সালে।

156. ভারতের রেলওয়ে এবং টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছেন- লর্ড ডালহৌসি

158. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছেন - মধুসূদন দত্ত

159. হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় - 1817 সালে

160. নরমপন্থীরা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথর কে বলেছিল - লালা লাজপত রায়

161. ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে - তলোয়ার নামক জাহাজে।

162. বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে- আমিনি কমিশন গঠন করেন পাঁচশালা বন্দোবস্তের ত্রুটি দূর করতে

163. নাওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা করেন- ভগৎ সিং

164. রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছেন সম্রাট -দ্বিতীয় আকবর শাহ

165. তত্ত্ববোধিনী সভার প্রকাশক - দেবেন্দ্রনাথ ঠাকুর

166. ফ্রী ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন - বাঘাযতীন

167. প্রথম গণ আন্দোলন বলা হয়- অসহযোগ আন্দোলনকে (1920)

168. অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়- 1809 সালে

169. অযোধ্যায় শেষ নবাব -ওয়াজেদ আলী শাহ

170. লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931 সালে, প্রথম 1931, তৃতীয়  1932

171. মহাত্মা গান্ধী - দ্বিতীয় গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন

172. তিনটি গোলটেবিল বৈঠকে অবস্থিত ছিলেন - ডাক্তার বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু

173. মোপলা বিদ্রোহ হয়েছিল- কেরলে

174. গান্ধীজিকে মহাত্মা নামে নামটি দিয়েছেন - রবীন্দ্রনাথ ঠাকুর

175. বারদৌলি সত্যাগ্রহের নেতার নাম- সরদার বল্লভ ভাই প্যাটেল

176. রেশমি রুমাল ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত - কাবুল

177. বন্দেমাতরম পত্রিকার সম্পাদনা করেন - অরবিন্দ ঘোষ

178. কোন বিপ্লবী সবথেকে বেশি দিন কারারুদ্ধ ছিল-  গণেশ ঘোষ

179. দেব সমাজের প্রতিষ্ঠাতা - শিব নারায়ন অগ্নিহোত্রী

180. আলীগড় আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ খান

181. সন্ন্যাসী বিদ্রোহ 1776 সালে, নীল বিদ্রোহ 1859, 

182. পাইক বিদ্রোহ 1817 নেতার নাম - দুর্জন সিং 

183. সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন - নবাব সালিম উল্লাহ

184. কসাই কাজী নামে বিখ্যাত - লর্ড হার্ডিঞ্জ

185. দ্বিতীয় আলেকজান্ডার বলে দাবি করতেন যে ব্যক্তি - আলাউদ্দিন খলজী  

186. তাতিয়া টোপির আসল নাম - রামচন্দ্র পান্ডুরঙ্গ

187. ইলবার্ট বিলের পরিকল্পনা করেছেন-  লর্ড রিপন- 1883

188. ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এর প্রতিষ্ঠাতা - রাজবিহারী বসু

189. ভারতীয় সিভিল সার্ভিস কার সময় চালু হয় - লর্ড কর্নওয়ালিস

190. জাতীয় কংগ্রেস বিভক্ত হয় - সুরাট অধিবেশনে- 1907 সালে 

191. দ্বৈত শাসনের প্রবর্তন করেন - লর্ড ক্লাইভ

192. বিদেশের মাটিতে শহীদ হয়েছেন- মদন লাল ধিংড়া,

193. নিখিল ভারতীয় কৃষক সভা স্থাপিত হয় - 1936 সালে

194. ভারতীয় কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ হয় - কানপুরে

195. 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় প্রতিষ্ঠা হয় সিঙ্গাপুরে ক্যাপ্টেন জেনারেল - মোহন সিং গঠন করেন

196. নাসিক ষড়যন্ত্র মামলায় কার ফাঁসি হয়  - মহারাষ্ট্রের বিপ্লবী নেতা অনন্ত লক্ষ্মন কানহেরী

197. সতীদাহ প্রথা রদ হয় কার আমলে - লর্ড উইলিয়াম বেন্টিং

198. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে - 1835 সালে লর্ড বেন্টিং

199. ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন- ক্লিমেন্ট এটলি

200. 1946 সালে অন্তর্বর্তী মন্ত্রিপরিষদের নেতৃত্ব দিয়েছেন- জহরলাল নেহেরু

201. খেরওয়ারি হুল কথার অর্থ- সাঁওতাল বিদ্রোহ

লুসেন্ট জিকে বাংলায় পিডিএফ ডাউনলোড

File Details::
File Name- Lucent GK Bengali Version 2023 PDF Download [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 810 kb
File page- 2
File Location- Google Drive

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area