Ads Area


ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || 40+ Most Important Geography GK Questions in Bengali

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।

jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 40+ Most Important Geography GK Questions in Bengali. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF.

ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  40+ Most Important Geography GK Questions in Bengali

ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


1) লোখটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : মণিপুর।

2) ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?

উত্তর : বোম্বে হাই।

3) "কথাশিল্পী" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মস্থান কোন গ্রামে? 

উত্তর : দেবানন্দ পুর(হুগলি জেলা)

4) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?

উত্তর : ভাকরা নাঙ্গাল পরিকল্পনা।

5) খেলার ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় কোন পুরষ্কার?

উত্তর : অর্জুন পুরস্কার।

6) ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?

উত্তর : গোয়া।

7) ঝাড়খন্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?

উত্তর : ইউরেনিয়াম।

8) "অপরাজেয় কথাশিল্পী" নামে অধিক পরিচিত ছিলেন কে?

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

9) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উত্তর : আমেদাবাদ।

10) পৃথিবীর বৃহত্তম জলচর প্রাণী কোনটি?

উত্তর : নীল তিমি।

11) কোন সুলতানকে 'দরবেশ সুলতান' বলা হয়?

উত্তর : নাসিরুদ্দিন মামুদ।

12) গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী?

উত্তর : উলুঘ খাঁ।

13) "কাদম্বরী" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : বানভট্ট।

14) মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল?

উত্তর : পিক ফিফটিন।

15) বছরের কোন দিন পৃথিবীর "অনুসুর অবস্থান" হয়?

উত্তর : ৩ রা জানুয়ারি।

16) কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?

উত্তর : বেঙ্গালুরু।

17) "অপুসুর অবস্থান" হয় বছরের কোন সময়ে?

উত্তর : ৪ ঠা জুলাই।

18) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?

উত্তর : লাদাখ।

19) "বুলি" কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর : হকি।

20) সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?

উত্তর : ভিটামিন D ।

21) কোন রাজ্যকে ভারতের আখ রাজ্য বলা হয়?

উত্তর : উত্তর প্রদেশ।

22) কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়?

উত্তর : জাপান।

23) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত?

উত্তর : কোলেরু।

24) ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল?

উত্তর : তামিলনাড়ুর পোর্টনোভা,1830 খ্রীঃ।

25) জারোয়া উপজাতি'র লোক কোথায় বাস করে?

উত্তর : আন্দামান দ্বীপপুঞ্জে।

26) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর : আনাইমুদি।

27) জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা(NTPC) কত খ্রিস্টাব্দে  গঠিত হয়েছে?

উত্তর : 1975 খ্রিস্টাব্দে।

28) ভারতের উচ্চতম সড়ক পথের নাম কি?

উত্তর : খারদুংলা।

29) ভারতের পৌরবসতির নূন্যতম জনসংখ্যা হলো?

উত্তর : 5000 জন।

30) ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি?

উত্তর : ইন্দিরা গান্ধী চ্যানেল বা রাজস্থান খাল।

31) বিশ্বে শ্রমিক দিবস পালন করা হয়?

উত্তর : ১ লা মে।

32) কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়?

উত্তর : পেট্রো রাসায়নিক শিল্প।

33) লাক্ষাদ্বীপের ভাষার নাম কি?

উত্তর : মলয়ালম।

34) দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : ইব্রাহিম লোদী।

35) "পাটলিপুত্র" রাজ্যটি প্রতিষ্ঠা করেন?

উত্তর : অজাতসূত্র।

36) কোন ধানকে আঘ্রাণী ধান বলা হয়?

উত্তর : আমন ধান।

37) "দানসাগর" গ্রন্থটি রচনা করেন কে?

উত্তর : বল্লাল সেন।

38 ) গুজরাটের 'আনন্দ' বিখ্যাত কেন?

উত্তর : দুগ্ধ শিল্প।

39) রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : হিমাচল প্রদেশ।

40) "পদ্মাবৎ" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : মালিক মহ: জায়েসি।

41) ভারতের কোন শহরে প্রথম মেট্রোরেল বা পাতাল রেল চালু হয়?

উত্তর : কলকাতা।

42) "ভারতের ফরেস্ট ম্যান" কাকে বলা হয়?

উত্তর : যাদব পয়াঙ্গ।

43) ভারতে 'সিজদা' ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর : গিয়াসউদ্দিন বলবন।

44) "নকরেক" কোন পাহাড়ের সবোর্চ্চ শৃঙ্গ?

উত্তর : গারো পাহাড়ের।

45) ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ।

উত্তর : লুনী নদী।

46) "তিলপাড়া ব্যারেজ" কোন নদীর উপর নির্মিত?

উত্তর : ময়ূরাক্ষী নদী।

আরও পড়ুন-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area