সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে প্রাইমারি টেট বাংলা MCQ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।
প্রাইমারি টেট বাংলা MCQ
১। 'পুংলিঙ্গ' বলতে কী বোঝো?
(ক) পুরুষ জাতীয় কোনো ব্যক্তিকে বোঝায়
(খ) স্ত্রী জাতীয় কোনো ব্যক্তিকে বোঝার
(গ) পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না
(ঘ) পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়
উত্তর- (ক) পুরুষ জাতীয় কোনো ব্যক্তিকে বোঝায়
২। বিপরীত শব্দ লেখো : 'দক্ষিণ'
(ক) পশ্চিম
(খ) পূর্ব
(গ) উত্তর
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (গ) উত্তর
৩। লিঙ্গ পরিবর্তন করো : 'জেঠা'
(ক) মাসি
(খ) জেঠি
(গ) পিসি
(ঘ) দিদি
উত্তর- (খ) জেঠি
৪। পদ পরিবর্তন করো : 'সৌন্দর্য'
(ক) সুন্দরতা
(খ) সুন্দরময়
(গ) সুন্দর
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (গ) সুন্দর
৫। ‘বান' শব্দটির অর্থ লেখো।
(ক) তীর
(খ) কুল
(গ) বন্যা
(ঘ) বর্ষা
উত্তর- (গ) বন্যা
৬। ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ হল :
(ক) দল
(খ) গমন
(গ) শয়ন
(ঘ) (খ) ও (গ) উভয়ই
উত্তর- (ঘ) (খ) ও (গ) উভয়ই
৭। এক কথায় লেখো : 'পথ দেখান যিনি’
(ক) দেবদূত
(খ) অগ্রদূত
(গ) বিদ্যুৎ
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (খ) অগ্রদূত
৮। 'স্বদেশ' কবিতায় কবি কী বিতরণের জন্য বলেছেন?
(ক) বিদ্যা
(খ) অর্থ
(গ) জ্ঞান
(ঘ) সম্পত্তি
উত্তর- (খ) অর্থ
৯। 'অদৃশ্য শত্রুর সঙ্গে সংগ্রাম' গদ্যাংশে মানুষের দেহে নিয়তই কী চলেছে?
(ক) গড়া
(খ) ভাঙাগড়া
(গ) কাটাকাটি
(ঘ) মারামারি
উত্তর- (খ) ভাঙাগড়া
১০। ‘গম্ভীর'-এর বিশেষ্য পদটি চিহ্নিত করো।
(ক) গভীর
(খ) গাম্ভীর্য
(গ) গাম্ভীর্যতা
(ঘ) গম্ভীরতা
উত্তর- (খ) গাম্ভীর্য
১১। লিঙ্গ পরিবর্তন করো : 'মাতা'
(ক) দাদু
(খ) কাকা
(গ) পিতা
(ঘ) জেঠু
উত্তর- (গ) পিতা
১২। সাদৃশ্যসূচক শব্দে বোঝায় :
(ক) উপমা
(খ) তুলনা
(গ) পার্থক্য
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (খ) তুলনা
১৩। কামরূপী উপভাষার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে :
(ক) রাঢ়ির
(খ) বরেন্দ্রীর
(গ) বঙ্গালির
(ঘ) ঝাড়খণ্ডির
উত্তর- (খ) বরেন্দ্রীর
১৪। “আমি স্বয়ং গিয়েছিলাম”-এখানে 'আমি' পদটি :
(ক) আত্মবাচক সর্বনাম
(খ) নির্দেশক সর্বনাম
(গ) সমষ্টিবাচক সর্বনাম
(ঘ) অনির্দেশক সর্বনাম
উত্তর- (ক) আত্মবাচক সর্বনাম
১৫। 'আমাদের কান্না গদ্যাংশে মানিকের মেজদার নাম ছিল :
(ক) সুজয়
(খ) বিজয়
(গ) সঞ্জয়
(ঘ) অজয়
উত্তর- (গ) সঞ্জয়
১৬। 'আমি কবি' কবিতায় কবি যেসব মানুষদের পাশে দাঁড়াতে চান তাঁরা হলেন :
(ক) শ্রমজীবী
(খ) কৃষিজীবী
(গ) অলস
(ঘ) ভবঘুরে
উত্তর- (ক) শ্রমজীবী
১৭। বাক্যের মধ্যে থাকা দুটি অংশ হল :
(ক) প্রত্যয় ও বিভক্তি
(খ) উদ্দেশ্য ও বিধেয়
(গ) সকর্মক ও অকর্মক
(ঘ) উপসর্গ ও অনুসর্গ
উত্তর- (খ) উদ্দেশ্য ও বিধেয়
১৮। আলংকারিক শব্দ সাধারণত ব্যবহার করা হয় :
(ক) পাদপূরণে
(খ) বিশেষণের ক্ষেত্রে
(গ) শব্দার্থ সংকোচে
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (ক) পাদপূরণে
১৯। সমাসের অর্থকে বোঝাবার জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয় তার নাম :
(ক) কেন্দ্রীয় বাক্য
(খ) ব্যাসার্ধ বাক্য
(গ) ব্যাসবাক্য
(ঘ) বৃত্তাকার বাক্য
উত্তর- (গ) ব্যাসবাক্য
২০। 'সমাজ'-এর বিশেষ্য পদ হল :
(ক) সংবাচক
(খ) শ্রেণিবাচক
(গ) ভাববাচক
(ঘ) সমষ্টিবাচক
উত্তর- (ঘ) সমষ্টিবাচক
২১। সঠিক প্রত্যয়ে ঠিক চিহ্ন দাও : 'শখ্ + তি
(ক) শাতি
(খ) শাংতি
(গ) শান্তি
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (গ) শান্তি
২২। এক কথায় লেখো : 'অনুচিকীর্ষা'
(ক) উপকার করার ইচ্ছা
(খ) অপকার করার ইচ্ছা
(গ) অনুসন্ধান করার ইচ্ছা
(ঘ) অনুকরণ করার ইচ্ছা
উত্তর- (ঘ) অনুকরণ করার ইচ্ছা
২৩। শুদ্ধ ভাষাটিতে ঠিক চিহ্ন দাও।
(ক) পনের
(খ) পোনের
(গ) পনেরো
(ঘ) পনোর
উত্তর- (গ) পনেরো
২৪। 'মাস্টারদা' গদ্যাংশে মায়াবী বিপ্লবী ছিলেন :
(ক) ভগৎ সিং
(খ) ক্ষুদিরাম বোস
(গ) সূর্য সেন
(ঘ) বিনয়
উত্তর- (গ) সূর্য সেন
২৫। “গ্রাম নেই, লোক নেই, তবু নেই, তৃণ নেই”- এটি কোন্ গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে?
(ক) মাস্টারদা
(খ) আমার কান্না
(গ) ছিন্নপত্রাবলী
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর- (গ) ছিন্নপত্রাবলী
২৬। "আমারে দিয়েছে ছুটি বৈতরণি নদী” -উক্তিটি কার লেখা?
(ক) সুকুমার রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মধুসুদন দত্ত
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তর- (ঘ) জীবনানন্দ দাশ