Ads Area


সাধারণ জ্ঞান সকল প্রতিযোগিতা পরীক্ষার প্রশ্ন 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের টেস্ট সিরিজ || Important GK in Bengali

 Important GK in Bengali

সাধারণ জ্ঞান সকল প্রতিযোগিতা পরীক্ষার প্রশ্ন 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের টেস্ট সিরিজ

এই প্রশ্ন ও উত্তর গুলো আসন্ন সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলো আর সময় নষ্ট না করে দেখে নাও।

সাধারণ জ্ঞান সকল প্রতিযোগিতা পরীক্ষার প্রশ্ন 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের টেস্ট সিরিজ


১. সৌরজগতের বয়স কত?

উত্তর - 4.6 বিলিয়ন বছর


২. 76 বছর পর কোন ধূমকেতুর আবির্ভাব হয়?

উত্তর - হ্যালির ধূমকেতু


৩. শিবাজী কবে দুবার সুরত লুণ্ঠন করেন?

উত্তর - 1664 খ্রিস্টাব্দ এবং 1970 খ্রিস্টাব্দ


৪. কোন চোল শাসক চেরা শাসককে পরাজিত করে নৌবাহিনীকে ধ্বংস করেছিলেন?

উত্তর - রাজারাজা আই


৫. জৌনপুর শৈলীর সেরা কাজ কোনটি?

উত্তর - আতলা দেবী মসজিদ


৬. মোহাম্মদ খান বঙ্গেশের বিরুদ্ধে আমি বাজিরাও কাকে সাহায্য করেছি?

উত্তর - চম্পাত্রয়


৭. মুঘল আমলে কাকে জায়গির দেওয়া হয়নি?

উত্তর - ধার্মিক লোকজন


৮. খালসা এলাকা থেকে ভূমি রাজস্ব আদায়কারী অফিসার কে ছিলেন?

উত্তর - আমিল


৯. বার্নির মতে, 'শিক' নামক প্রশাসনিক ইউনিট কে প্রতিষ্ঠা করেন?

উত্তর -বলবান


১০. কোন শাসক গবাদি পশু কর আরোপ করেন?

উত্তর -আলাউদ্দিন খিলজি


১১. কোন ভবনটি সম্পূর্ণরূপে হিন্দু ইটের তৈরি?

উত্তর - নাসিরুদ্দিনের সমাধি


১২. পগ সৈন্যদের ক্ষুদ্রতম ইউনিটে কতজন সৈন্য ছিল?

উত্তর - 40


১৩. টমেটো সসে পাওয়া যায়

উত্তর - অ্যাসিটিক অ্যাসিড


১৪. ভারতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন যিনি জমির প্রকৃত আয়ের উপর রাজস্ব নির্ধারণ করেছিলেন?

উত্তর - ইলতুৎমিশ


১৫. ন্যায়পরায়ণতা ও তাকওয়ার কারণে কে ওয়ালী বা সাধক হিসেবে বিখ্যাত ছিলেন?

উত্তর - শিহাবুদ্দিন আহমেদ আই


১৬. সুলতানি আমলে আর্থিক নীতি কিসের ভিত্তিতে ছিল?

উত্তর - হানাফী


১৭. মাহমুদ গজনভীর বিজয় অভিযানে ভবিষ্যতে কে সাহায্য পেয়েছিলেন?

উত্তর - মোহাম্মদ ঘোরি


১৮. মারাঠা প্রশাসনে দুর্গের অফিসারকে কী বলা হতো?

উঃ। - দুর্গপাল


১৯. অমুসলিমদের কোন কর দিতে হতো না?

উত্তর - যাকাত


২০. কার শাসনামলে সাদাহ আমিরদের বিদ্রোহ সংঘটিত হয়েছিল?

উত্তর - মোহাম্মদ বিন তুঘলক


২১. কার রাজত্বকালে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল?

 উত্তর - শাহজাহান


২২. শিবাজীর প্রশাসনে মোকরা পদ্ধতি কী ছিল?

উত্তর - কর্মকর্তাদের জায়গির প্রদান


২৩. মুঘল চিত্রকলার প্রধান বিষয় কী ছিল?

উত্তর - আদালত জীবন এবং প্রাকৃতিক জীবন


২৪. কোন সালতানাতের শাসক প্রথম সেচ কর আরোপ করেন যা উৎপাদনের এক-পঞ্চমাংশ ছিল?

উত্তর - ফিরোজ তুঘলক


২৫. 'ইসলাম বিপদে' কে বলেছে?

উত্তর - গাজী মালিক


২৬. মীর সৈয়দ আলী ও খাজা আবদুস সামাদকে মুঘল দরবারে ডাকা হয়েছিল কোন গ্রন্থের উদাহরণ দিতে?

উত্তর - দাস্তান-ই-আমির হামজা


২৭. মারাঠা প্রধান গ্রাম প্রশাসনিক কর্মকর্তা কে ছিলেন?

উত্তর - প্যাটেল


২৮. কার শাসনামলে আকতা ব্যবস্থায় কেন্দ্রীয় আমলাতন্ত্রের হস্তক্ষেপ সবচেয়ে বেশি বেড়েছিল?

উত্তর - আলাউদ্দিন খিলজি


২৯. রাজারাজা শ্রীলঙ্কা জয়ের লক্ষ্যে পোলানারুয়াতে কোন দেবতার মন্দির নির্মাণ করেছিলেন?

উত্তর - শিব


৩০. আগা রাজা, ফারুক বেগ, দশবন্ত ও বাসাওয়ান এদের মধ্যে কে আকবরের দরবারে চিত্রকর ছিলেন না?

উত্তর - আগা রাজা


৩১. দিওয়ান-ই-ওয়াকুফ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর - বলবন


৩২. শিবাজী ভূমি রাজস্ব হিসাবে কত শতাংশ পণ্য সংগ্রহ করেছিলেন?

উত্তর - 30 শতাংশ


৩৩. মোপলা আন্দোলন কখন এবং কোথায় সংঘটিত হয়?

উত্তর - 1921, মালাবার, কেরালা


৩৪. নীল গ্রহকে কী বলা হয়?

উত্তর - পৃথিবী


৩৫. সূর্যের মধ্যে সবচেয়ে বেশি গ্যাস কোনটি?

উত্তর - হাইড্রোজেন


৩৬. পৃথিবী থেকে দৃশ্যমান উজ্জ্বল গ্রহ কোনটি?

উত্তর - ভেসপার


৩৭. একজন ব্যক্তি দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায়, কিন্তু কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে অসুবিধা অনুভব করে। তার চোখে কি দোষ?

উত্তর - হাইপারমেট্রোপিয়া

 

৩৮.কুন্দপুর ও কারওয়ার ম্যানগ্রোভ সাইটগুলি অবস্থিত?

উত্তর – কর্ণাটক রাজ্যে

 

৩৯. 'ভারত নাট্যমের বিজ্ঞান' বইটি কে লিখেছেন?

উত্তর - সরোজা বৈদ্যনাথন


৪০. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

উত্তর – বিজয় লক্ষ্মী পন্ডিত


৪১. ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি?

উত্তর - তারাপুর পারমাণবিক কেন্দ্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area