Ads Area


One Liner GK in Bengali PDF || Kiran One Liner Approach General Knowledge in Bengali

One Liner GK in Bengali PDF || Kiran One Liner Approach General Knowledge in Bengali

One Liner GK in Bengali PDF || Kiran One Liner Approach General Knowledge in Bengali

কিরণ ওয়ান লাইনার এপ্রোচ সাধারণ জ্ঞান বাংলায় - এই প্রশ্ন ও উত্তর গুলো আসন্ন সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলো আর সময় নষ্ট না করে দেখে নাও।

বাংলা পিডিএফে ওয়ান লাইনার জিকে

1. উইনস অফ ফায়ার বইটির রচয়িতা - এপিজে আব্দুল কালাম

2. মাই Early life বইটির রচয়িতা- উইন্সটন চার্চিল

3. Playing it my way বইটির রচয়িতা- শচীন টেন্ডুলকর

4. টাইগার অব দ্য স্নো আত্মজীবনী রচয়িতা - তেনজী নোরগে

5. দিলওয়ারা মন্দির রাজস্থানের- মাউন্ট আবুতে অবস্থিত

6. মীনাক্ষী মন্দির তামিলনাড়ুর মাদুরাইতে- অবস্থিত

7. সাঁচি স্তুপ - মধ্যপ্রদেশে অবস্থিত

8. তৃতীয় বৌদ্ধ সংগীতের আহ্বান করেছেন সম্রাট অশোক

9. চতুর্থ বৌদ্ধ সংগীতের আহ্বান করেছেন কনিষ্ক কাশ্মীরে

10. ত্রিকোণমিতির জনক- হিপাকার্স

11. জ্যামিতির জনক - ইউক্লিড 

12. জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট- ডব্লিউ সি ব্যানার্জি

13. প্রথম মহিলা প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত

14. প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদর উদ্দিন তৈয়াবজি

15. 1929 সালের লাহোর অধিবেশনের সভাপতি হয়েছেন - জহরলাল নেহেরু

16. 1938 সালে হরিপুরা অধিবেশনের সভাপতি হয়েছেন - সুভাষচন্দ্র বসু

17. প্রাক স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন - জে বি কৃপালিনী।

18. 1940 সালের রামগড় অধিবেশনের সভাপতি হন- মৌলানা আবুল কালাম আজাদ

19. গণপতি উৎসব হয়েছিল 1893 সালে শিবাজী উৎসব 1896 সালে চালু করেছেন- বালগঙ্গাধর তিলক

20. মিত্র মেলা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সভারকর 1899 সালে

21. লর্ড কার্জনকে হত্যা করেছেন মদন লাল ধিংড়া লন্ডনে 1909 সালে ।

22. স্যান্ড্রাস কে হত্যা করা হয়েছিল 1928 সালে লাহোরে হত্যা করেছেন ভগৎ সিং ।

23. মাইকেল ও ডায়ার কে হত্যা করেছেন উধম সিং 1940 এর লন্ডনে ।

24. অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম- নীহারিকা দেবী

25. অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম- অমিয়া দেবী

26. কাজী নজরুল ইসলামের ছদ্মনাম- ব্যাঙাচি

27. বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি 

28. অশোক গুপ্তের ছদ্মনাম - বিক্রমাদিত্য 

29. প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর নাম - নার্গিস দত্ত

30. গ্রেমি পুরস্কার দেওয়া হয় সংগীতে 1959 সাল থেকে

31. সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যে 1991 সাল থেকে।

32. অর্জুন পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে 1961 সাল থেকে।

33. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞানে 1958 সাল থেকে

34. ব্যাস সম্মান হিন্দি সাহিত্যে 1991 সাল থেকে।

35. নউটঙ্কি, কাজরী, রাসলীলা নিত্য দেখা যায় - উত্তর প্রদেশে

36. ডান্ডিয়া, গরবা লোকনৃত্য রয়েছে - গুজরাটে

37. গিদ্দা, ভাঙরা লোকনৃত্য রয়েছে - পাঞ্জাবে

38. ওস্তাদ আল্লারাখা খান, ওস্তাদ জাকির হোসেন লতিফ খান জড়িত - তবলার সঙ্গে

39. ইহুদিদের পবিত্র স্থান - জেরুজালেম

40. অমিত্রাক্ষর ছদ্মনামের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত

41. আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান- সরোদের সঙ্গে জড়িত

42. মুকুন্দ দাস-  চারণ কবি

আরও পড়ুন -

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area