Ads Area


SSC GD PYQ GK PDF In Bengali || এসএসসি জিডি কনস্টেবল জিকে 10 Jan 2023 Shift আগের বছরের প্রশ্ন

SSC GD PYQ GK PDF In Bengali


সুপ্রিয় পাঠকগন আপনি কি এসএসসি জিডি কনস্টেবল (2023-24) পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং সেই পরিক্ষার জন্য জিকে বা জিএস নিয়ে চিন্তিত, তাহলে আর চিন্তার কোন কারণ নেই। এই পোস্টের মধ্যে দিয়ে জানতে পড়বেন আগের বছরে কী ধরনের বা কোন টপিক থেকে কী কী প্রশ্ন এসেছে।

এখানে বিগত বছরের 10 Jan 2023 first Shift এ আসা 20 টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। যেগুলি 2024 ফেব্রুয়ারি 20 তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তোমরা অবশ্যই প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং ভালো ভাবে উক্ত টপিক গুলো পড়ে কমপ্লিট করে তোমার ফৌজি হবার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।

SSC GD PYQ GK PDF In Bengali || এসএসসি জিডি কনস্টেবল জিকে 10 Jan 2023 Shift আগের বছরের প্রশ্ন

এসএসসি জিডি কনস্টেবল জিকে 10 Jan 2023 Shift আগের বছরের প্রশ্ন



1. জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী?

A. সাত্রিয়া

B. কথক

C. মণিপুরী

D. ওড়িশি

উত্তর- C. মণিপুরী

মণিপুরী নৃত্যের প্রাথমিক রূপ হল- জাগোই, চোলোম, থাং-তা এবং রাস লীলা

2. জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন-

A. দহন প্রক্রিয়ার তাপমাত্রা কমিয়ে

B. দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে

C. কার্বন অণুর সংখ্যা বৃদ্ধি করে

D. সুপ্ত তাপ হ্রাস করে

উত্তর- B. দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে

3. তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জিতেছেন?

A. কুচিপুড়ি

B. ছৌ

C. সাত্রিয়া

D. ওড়িশি

উত্তর- B. ছৌ

ছৌ হল একটি ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্য যা পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় উদ্ভূত হয়েছে। এই প্রাণবন্ত নৃত্যটি তার মার্শাল আর্টের মতো চলাফেরা এবং বিস্তৃত মুখোশের জন্য পরিচিত

4. কে প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ক্যালেন্ডার বছরে পাঁচটি মহাদেশের সমুদ্র সাঁতার কাটার একমাত্র ব্যক্তি ছিলেন?

A. মিহির সেন

B. রামানাথন কৃষ্ণান

C. অজিত প্যাটেল

D. খাশাবা যাদব

উত্তর- A. মিহির সেন

5. মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের 2000 টাকা ব্যাঙ্কনোটের পিছনে ________ মোটিভ রয়েছে।

A. রানী কি ভাভ

B. মঙ্গলযান

C. সূর্য মন্দির, কোনার্ক 

D. লাল কেল্লা

উত্তর- B. মঙ্গলযান

6. 2022 সালের সেপ্টেম্বরে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী INS বিক্রান্ত কে কমিশন করেছিলেন?

A. রাজনাথ সিং

B. অমিত শাহ

C. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

D. নরেন্দ্র মোদি

উত্তর- D. নরেন্দ্র মোদি

7. কোন অক্ষাংশ রেখাটি ভারতের মধ্য দিয়ে গিয়ে দেশের জলবায়ু প্রভাবিত করে?

A. বিষুবরেখা

B. মকরক্রান্তি রেখা

C. কর্কটক্রান্তি রেখা

D. অ্যান্টার্কটিক সার্কেল

উত্তর- C. কর্কটক্রান্তি রেখা

8. নিচের কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল?

A. বিন্দুসার

B. অশোক

C. চন্দ্রগুপ্ত

D. দশরথ

উত্তর- B. অশোক

কলিঙ্গ যুদ্ধের সময় রাজা অনন্ত পদ্মনাভ ছিলেন কলিঙ্গের রাজা। যুদ্ধটি মগধের মৌর্য সাম্রাজ্য এবং স্বাধীন রাজ্য কলিঙ্গের (ওড়িশা) মধ্যে সংঘটিত হয়েছিল। যুদ্ধটি 261 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছি। দয়া নদীর তীরে ধৌলির কাছে যুদ্ধ হয়। রক এডিক্ট XIII কলিঙ্গের পরাজয়ের উল্লেখ করেছে।

9. ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল?

A. 1882

B. 1880

C. 1887

D. 1881

উত্তর- D. 1881

10. 2022 সালের আগস্টে উত্তরাখন্ড সরকারের "স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসাডর" হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. দীনেশ কার্তিক

B. ঋষভ পন্ত

C. অক্ষয় কুমার

D. রোহিত শেঠি

উত্তর- B. ঋষভ পন্ত

11. ভারতের রাষ্ট্রপতি ________ দ্বারা নির্বাচিত হন।

A. শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যরা

B. শুধুমাত্র সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ

C. ধুমাত্র রাজ্যের কাউন্সিলের সদস্য

D. সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্য।

উত্তর- D. সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্য।

সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে: "রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন যার মধ্যে রয়েছে:

(a) সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং

(b) রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরা (সংবিধান 70 তম সংশোধনী আইন, 1992 এর মাধ্যমে দিল্লির জাতীয় রাজধানী শাসিত অঞ্চল এবং পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল সহ)।"

12. নিচের কোনটি মহারাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উৎসব, যেখানে ষাঁড়ে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়?

A. মকর সংক্রান্তি

B. পোলা উৎসব

C. গুড়ি পাড়ওয়া

D. কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল

উত্তর- B. পোলা উৎসব

13. ভারতীয় সংবিধানের মূল পাঠে ______ অনুচ্ছেদ রয়েছে।

A.  376

B. 395

C. 386

D. 440

উত্তর- B. 395

14. নিচের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল?

A. পরিকাঠামো বৃদ্ধি

B. খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি

C. দারিদ্র্য দূরীকরণ

D. জীবনযাত্রার মান উন্নত করা

উত্তর- B. খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি

ভারতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (1985-1990) নিম্নলিখিত উদ্দেশ্য ছিল:

অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি
খাদ্যশস্য উৎপাদন বাড়ান
কর্মসংস্থান সৃষ্টি করুন
ক্ষমতার ব্যবহার উন্নত করুন
শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার উন্নয়ন

15. মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে?

A.শৈবাল

B. জিমনোস্পার্মস

C. টেরিডোফাইটস

D. ব্রায়োফাইটস

উত্তর- D. ব্রায়োফাইটস

16. রাজস্ব প্রাপ্তিগুলি হল ______ কারণ সেগুলি সরকারের উপর কোনো দায়বদ্ধতা তৈরি করে না। (revenue receipts are ________ as they do not lead to a claim on the government.)

A. capital receipts

B. reinforceable

C. Redeemable

D. Non-redeemable

উত্তর- D. Non-redeemable

17. জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না?

A. অনুচ্ছেদ 14-15

B. অনুচ্ছেদ 20-21

C. অনুচ্ছেদ 18-19

D. অনুচ্ছেদ 16-17

উত্তর- B. অনুচ্ছেদ 20-21

18. নিচের কোন রাজ্যে, ভারতে আরবিকা কফি জন্মে?

A. আসাম

B. উত্তরাখণ্ড

C. পশ্চিমবঙ্গ

D. কর্ণাটক

উত্তর- D. কর্ণাটক

19. _______ বস্ত্র মন্ত্রণালয়ের (Ministry of textiles) অধীনে পড়ে।

A. Samarth Scheme

B. Ambekar Social Innovation & Incubation Mission

C. MPLADS (Members of Parliament Local Area Development Scheme)

D. Merchandise Export From India Scheme

উত্তর- A. Samarth Scheme

20. কোন রাজ্য 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে?

A. উত্তর প্রদেশ

B. কেরালা

C. মহারাষ্ট্র

D. কর্ণাটক

উত্তর- D. কর্ণাটক
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area