Ads Area


সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর || Answers Questions Related Solar System Earth

সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

আজ সৌরজগৎ ও পৃথিবীর সম্পর্কিত প্রশ্ন উত্তর দিচ্ছি, যেটি আমাদের সৌরজগৎ ও পৃথিবীর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা ভাবে বাংলা ভাষায় দেওয়া হল আপনাদের সুবিধার্থে জন্য।

সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ।। Answers Questions Related Solar System Earth

সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর || গ্রহ রূপে পৃথিবী প্রশ্ন উত্তর || Answers Questions Related Solar System Earth


১। সৌরজগৎ কী?

উঃ সূর্য এবং সূর্যের চারপাশে যেসব গ্রহ, উপগ্রহ ও অন্যন্য জ্যোতিষ্ক অনবরত ঘুরে চলেছে, তাদের সকলকে নিয়ে হয় সৌরজগৎ।

২। সূর্য কী?

উঃ সূর্য অতি উজ্জ্বল আগুনের একটি পিন্ড। সূর্যের আলোর সঙ্গে প্রচণ্ড তাপও আছে।সূর্যই পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র। 

৩। সূর্য কী কী নিয়ে গঠিত?

উঃ সূর্যের দেহে শতকরা ৭১ ভাগ হাইড্রোজেন গ্যাস, ২৬.৫ ভাগ হিলিয়াম গ্যাস ও ২.৫ ভাগ অন্যান্য পদার্থ আছে।

৪। সূর্যের আয়তন, ওজন ও ব্যাস কত?

উঃ আয়তনে সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়ো। ওজন পৃথিবীর থেকে ৩ লক্ষ ৩৩ হাজার গুণ ভারী। সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার।

৫। গ্রহ কী?

উঃ সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে যারা ঘোরে তাদেরই বলা হয় গ্রহ। পৃথিবী সূর্যের একটি গ্রহ।সূর্যের আলোতেই গ্রহগুলি আলোকিত হয়।

৬। নক্ষত্র কী?

উঃ রাতের আকাশে যে কোটি কোটি আলোর বিন্দু মিটমিট করে জ্বলে তাদের বলা হয় নক্ষত্র বা তারা ।নক্ষত্রদের নিজস্ব আলো আছে।

৭। মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে?

উঃ পৃথিবী তার উপরিভাগের সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে সবসময় আকর্ষণ করছে। পৃথিবীর এই আকর্ষণ করার ক্ষমতাকেই মাধ্যাকর্ষণ শক্তি বলে।

৮। সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র কী?

উঃ প্রক্সিমা সেন্টাউরি।

৯। আলোকবর্ষ কাকে বলে?

উঃ সূর্যের আলো এক বছরে যে পথ অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

১০। সূর্যগ্রহণ কাকে বলে?

উঃ চাঁদ ও পৃথিবী ঘুরতে ঘুরতে যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন পৃথিবীতে সূর্যের আলো আসতে বাধা পায়। একে সূর্যগ্রহণ বলে। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়।

১১। চন্দ্রগ্রহণ কাকে বলে?

উঃ যখন পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝে এসে পড়ে, তখন চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। একে চন্দ্রগ্রহণ বলে। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়।

১২। এই শতাব্দীর দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে হয়?

উঃ ২০১১ সালের ১৫ জুন। (রাত ১২টায় শুরু হয়ে ১০০ মিনিট ধরে এই গ্রহণ চলে।)

১৩। পূর্ণিমা কাকে বলে?

উঃ যে রাতে পূর্ণ চাঁদকে দেখা যায়, তাকে পূর্ণিমা বলে।

১৪। অমাবস্যার কতদিন পরে পূর্ণিমা হয়?

উঃ ১৫ দিন পরে।

১৫। সূর্যের ক-টি গ্রহ ও কী কী?

উঃ সূর্যের আটটি গ্রহ। যথা-বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 

১৬। সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি?

উঃ সূর্যের সবচেয়ে দূরের গ্রহ (বামন গ্রহ) প্লুটো।

১৭। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

উঃ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ।

১৮। পৃথিবী কী?

উঃ পৃথিবী সূর্যের একটি গ্রহ।

১৯। পৃথিবী কীভাবে সৃষ্টি হল?

উঃ বিজ্ঞানীদের ধারণা কোটি কোটি বছর পূর্বে প্রচণ্ড বিস্ফোরণের ফলে সূর্যের কিছু অংশ খন্ড খন্ড  হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। সূর্যের আকর্ষণে তারা সূর্যের চারদিকেই ঘুরতে থাকে। এই খন্ডগুলিই  হল এক একটি গ্রহ। আমাদের পৃথিবীও এমনই একটি গ্রহ।

২০। পৃথিবী যে গোল একথা কে প্রথম বলেছিলেন?

উঃ পৃথিবী গোল একথা প্রথম বলেছিলেন ভারতীয় বিজ্ঞানী ভাস্করাচার্য।

২১। পৃথিবীর বয়স কত?

উঃ পৃথিবীর বয়স আনুমানিক ৫০০ কোটি বছর।

২২। পৃথিবীর আয়তন কত?

উঃ পৃথিবীর আয়তন ৫১ কোটি ১ লক্ষ ৫০০ বর্গকিলোমিটার।

২৩। পৃথিবীর ক্ষেত্রফল কত?

উঃ পৃথিবীর ক্ষেত্রফল ৫১ কোটি ২০ লক্ষ বর্গকিলোমিটার।

২৪। পৃথিবীর ব্যাস কত?

উঃ পৃথিবীর ব্যাস উত্তর-দক্ষিণে ১২ হাজার ৬৪০ কিলোমিটার ও পূর্ব-পশ্চিমে ১২ হাজার ৭৫৪ কিলোমিটার।

২৫। পৃথিবীর পরিধি কত?

উঃ পৃথিবীর পরিধি উত্তর-দক্ষিণে ৪০ হাজার কিলোমিটার।

২৬। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যের চারদিকে ঘুরছে?।

উঃ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারদিকে ঘুরছে। 

২৭। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

উঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৪ কোটি ৯৫ লক্ষ কিলোমিটার।

২৮। চাঁদ কী?

উঃ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। 

২৯। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

উঃ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪ শত কিলোমিটার।

৩০। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 

উঃ সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।

৩১। চাঁদের আলো পৃথিবীতে এসে পৌঁছোতে কত সময় লাগে?

উঃ চাঁদের আলো পৃথিবীতে এসে পৌঁছোতে সময় লাগে ১৯ সেকেন্ড।

৩২। সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 

উঃ সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা বা এক বছর।

৩৩। নিজের মেরুদণ্ডের চারিদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে?

উঃ নিজের মেরুদন্ডের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘণ্টা বা একদিন।

৩৪। পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে? 

উঃ পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে ২৭ দিন ৭ ঘণ্টা ১১.৫ সেকেন্ড।

৩৫। অমাবস্যা কাকে বলে?

উঃ যে রাতে পূর্ণ চাঁদকে একেবারেই দেখা যায় না, তাকে অমাবস্যা বলে।

আরও পড়ুন-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area