ছোটোদের জন্য গোরুর রচনা
আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য গোরুর রচনা শেয়ার করলাম। যা ছোটোদের জন্য গুরুত্বপূর্ণ একটি রচনা। তাই সময় অপচয় না করে নিচের রচনাটি দেখে নিন। ছোটদের গরুর রচনা
গোরুর বাংলা রচনা
সূচনা:
গোরু গৃহপালিত পশু। গোরু মানুষের নানারকম উপকার করে। গৃহপালিত প্রাণীদের মধ্যে গোরুকেই মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে।
আকৃতি:
গোরুর দুটি শিং, একটি লেজ আছে। ওদের গলায় ঝুলানো লম্বা একটি মাংসের থলির মতো থাকে। তাকে বলে গলকম্বল। গোরু-সাদা, কালো খয়েরি অথবা মিশ্র রঙেরও হয়।
প্রকৃতি:
গোরু খুব শান্ত এবং সন্তানবৎসল প্রাণী।
খাদ্য:
গোরু খড় ও বিচালি খায়। এছাড়া খৈল, ভূষি, ভাতের ফেন প্রভৃতি খায়। মাঠে কচি ঘাস খেতে গোরু খুব ভালোবাসে। প্রথমে ওরা খাবার না চিবিয়ে গিলে ফেলে, তারপর অবসর মতো সেগুলো উগরে নিয়ে পুনরায় চিবোয়। একে বলে রোমন্থন বা জাবর কাটা।
উপকারিতা:
গোরুর দুধ মানুষের প্রিয় ও পুষ্টিকর খাদ্য। দুধ থেকে দই, ছানা, মাখন প্রভৃতি নানা রকমের খাবার তৈরি হয়। (ষাঁড়) গোরু গাড়ি টানে। কৃষকেরা বলদ ও ষাঁড় দিয়ে জমিতে লাঙ্গল দেয়। গোরুর চামড়া ও শিং দিয়ে মানুষের দরকারী অনেক জিনিসপত্র তৈরি করা হয়।