বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ- মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর
তোমরা যারা মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ- MCQ প্রশ্ন উত্তর খুঁজে চলেছ, তারা নিচের প্রশ্ন উত্তর গুলো পড়তে পারো।
বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ || মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর||Class 10 Bangali Bohurupi Golpo MCQ
১) হরিদা ছিলেন পেশায় একজন-
ক) চায়ের দোকানদার,
খ) বহুরূপী,
গ) বাইজি,
ঘ) পুলিশ,
উঃ খ) বহুরূপী
২) যাঁর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, তাঁর নাম-
ক) হরিবাবু,
খ) ভবতোষবাবু,
গ) অনাদিবাবু,
ঘ) জগদীশবাবু,
উঃ ঘ) জগদীশবাবু,
৩) সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন-
ক) সাতদিন,
খ) সাত সপ্তাহ,
গ) সাত মাস,
(ঘ) সাত বছর,
উঃ ক) সাতদিন,
৪) সন্ন্যাসী থাকেন-
ক) হিমালয়ের চূড়াতে,
খ) হিমালয়ের গুহাতে,
গ) মরুভূমিতে,
ঘ) বনভূমিতে,
উঃ খ) হিমালয়ের গুহাতে,
৫) সন্ন্যাসীর বয়স-
ক) একশো বছর,
খ) হাজার বছর,
গ) হাজার বছরের বেশি,
(ঘ) একশো বছরের বেশি,
উঃ গ) হাজার বছরের বেশি,
৬) জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তা হল-
ক) সোনার বোল,
খ) সোনার মল,
গ) সোনার আংটি,
(ঘ) সোনার ঘুঙুর,
উঃ ক) সোনার বোল
৭) সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন-
ক) দশ টাকার নোট,
খ) পঞ্চাশ টাকার নোট,
(গ) কুড়ি টাকার নোট,
ঘ) একশো টাকার নোট,
উঃ ঘ) একশো টাকার নোট,
৮) হরিদায় ঘরে যতজন আড্ডা দিত-
ক) পাঁচ জন,
খ) চার জন,
গ) তিন জন,
ঘ) ছয় জন,
উঃ খ) চার জন,
৯) লেখক ও তার বন্ধুরা চায়ের যে যে উপকরণ নিয়ে আসতেন,তা হল-
ক) চিনি,
খ) চা ও দুধ,
গ) চা, চিনি ও দুধ,
ঘ) চা ও চিনি,
উঃ গ) চা, চিনি ও দুধ,
১০) হরিদার কাছে যা অসম্ভব, তা হল-
ক) রোজই ভাত রান্না করা,
খ) রোজ চা তৈরি করা,
গ) রোজ বহুরূপী সাজা,
ঘ) রোজই একটা চাকরির কাজ করে যাওয়া,
উঃ ঘ) রোজই একটা চাকরির কাজ করে যাওয়া,
১১) হরিদার ছোট্ট ঘরটির অবস্থান-
ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে,
খ) জগদীশবাবুর বাড়ির বাগানে,
গ) চকের বাসস্ট্যান্ডের কাছে,
ঘ) দয়ালবাবুর লিচুবাগানে,
উঃ ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে,
১২) হরিদার জীবনে সত্যিই একটা — আছে
ক) ভয়ানক আপত্তি,
খ) নাটকীয় বৈচিত্র্য,
গ) বিচিত্র ছদ্মবেশ,
ঘ) করুণ আবেদন,
উঃ খ) নাটকীয় বৈচিত্র্য,
১৩) মাঝে মাঝে সত্যিই — করেন হরিদা।
ক) রোজগার,
খ) বিস্মিত,
গ) উপোস,
ঘ) সন্দেহ,
উঃ গ) উপোস,
১৪) যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়-
ক) এক আনা,
খ) এক পয়সা,
গ) এক টাকা,
ঘ) এক সিকি,
উঃ ক) এক আনা,
১৫) দুপুরবেলাতে যেখানে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, সেই স্থানটি হল-
ক) শহরের সবচেয়ে সরু গলি,
খ) জগদীশবাবুর বাড়ির বাগান,
গ) দয়ালবাবুর লিচুবাগান,
ঘ) চকের বাসস্ট্যান্ড,
উঃ ঘ) চকের বাসস্ট্যান্ড,
১৬) চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল-
ক) একজন বাইজি,
খ) একটি উন্মাদ পাগল,
গ) একজন সন্ন্যাসী,
ঘ) একজন কাপালিক,
উঃ খ) একটি উন্মাদ পাগল,
১৭) পাগলটা যা হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল, তা হল-
ক) পাথর,
খ) থান ইট,
গ) লাঠি,
ঘ) ঢিল,
উঃ খ) থান ইট,
১৮) বাসের ড্রাইভারের নাম ছিল-
ক) ভবতোষ,
খ) অনাদি,
গ) কাশীনাথ,
ঘ) জগদীশ,
উঃ গ) কাশীনাথ,
১৯) যে প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল, সে হল-
ক) একজন কাপালিক,
খ) একজন সন্ন্যাসী,
গ) একজন বাইজি,
ঘ) একটি পাগল,
উঃ গ) একজন বাইজি,
২০) শহরে যারা নতুন এসেছে, তারা-
ক) বেশ বিরক্ত হয়,
খ) ভয়ে কেঁদে ফেলে,
গ) দুই চোখ বড়ো করে তাকিয়ে থাকে,
ঘ) হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে,
উঃ গ) দুই চোখ বড়ো করে তাকিয়ে থাকে
২১) বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল-
ক) আট টাকা দশ আনা আট আনা,
খ) আট টাকা তিন আনা,
গ) দশ টাকা আট আনা,
ঘ) তিন টাকা,
উঃ ক) আট টাকা দশ আনা আট আনা,
২২) দয়ালবাবুর লিচুবাগানের ভিতরে হরিদা যা সেজে দাঁড়িয়েছিলেন, তা হল-
ক) ফিরিঙ্গি কেরামিন সাহেব,
খ) পুলিশ,
গ) স্কুলের মাস্টারমশাই,
ঘ) বাউল,
উঃ খ) পুলিশ,
২৩) হরিদা পুলিশ সেজে যেখানে দাঁড়িয়েছিলেন-
ক) লিচুবাগানে,
খ) স্কুলে,
গ) দালানে,
ঘ) বাসস্ট্যান্ডে,
উঃ ক) লিচুবাগানে,
২৪) লিচুবাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিলেন, তার সংখ্যা হল-
ক) পাঁচ,
খ) ছয়,
গ) চার,
ঘ) আট,
উঃ গ) চার,
২৫) নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন-
ক) জগদীশবাবুখ,
খ) হরিদাগ,
গ) ড্রাইভার কাশীনাথ,
ঘ) স্কুলের মাস্টারমশাই,
উঃ ঘ) স্কুলের মাস্টারমশাই
২৬) জগদীশবাবুকে ধনী ছাড়াও আর যা বলা যায়, তা হল-
ক) উন্মাদ,
খ) কৃপণ,
গ) বহুরূপী,
ঘ) বাউল,
উঃ খ) কৃপণ,
২৭) বড়ো চমৎকার আজকের এই- চেহারা।
ক) রাতের,
খ ) সকালের,
গ) সন্ধ্যার,
ঘ) ভোরের,
উঃ গ) সন্ধ্যার,
২৮) বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি-
ক) জামা,
খ) পাঞ্জাবি,
গ) শাল,
ঘ) উত্তড়ীয়,
উঃ ঘ) উত্তড়ীয়,
২৯) বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল, তা হল-
ক) গীতা,
খ) কোরান,
গ) মহাভারত,
ঘ) উপনিষদ,
উঃ ক) গীতা,
৩০) জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল-
ক) বারো লক্ষ টাকার,
খ) কুড়ি লক্ষ টাকার,
গ) আঠারো লক্ষ টাকার,
ঘ) এগারো লক্ষ টাকার,
উঃ ঘ) এগারো লক্ষ টাকার,
৩১) রাগ হল একধরনের-
ক) প্রবৃত্তি,
খ) অনুভূতি,
গ) রিপু,
ঘ) আচরণ,
উঃ গ) রিপু,
৩২) লেখকের কানের কাছে ফিশফিশ করে যে বলেছিল-“না না, হরিদা নয়। হতেই পারে না।" তার নাম হল-
ক)অনাদি,
খ) ভবতোষ,
গ) জগদীশ,
ঘ) সুবোধ,
উঃ খ) ভবতোষ,
৩৩) জগদীশবাবু বিরাগীজিকে যত টাকা প্রণামী দিয়েছিলেন-
ক) পঞ্চাশ টাকা,
খ) পঁচিশ টাকা,
গ) একশো টাকা,
ঘ) দেড়শো টাকা,
উঃ গ) একশো টাকা,
৩৪) বিরাগী আসলে ছিলেন-
ক) হরিদা,
খ) জগদীশবাবু,
গ) সন্ন্যাসী,
ঘ) পাগল,
উঃ ক) হরিদা,
৩৫) হরিদার বকশিশ জগদীশবাবু যত দেবেন বলে ভবতোষ ভেবেছিল-
ক) আট আনা বা দশ আনা,
খ) দশ আনা বা বারো আনা,
গ) ছয় আনা বা আট আনা,
(ঘ) পাঁচ আনা,
উঃ ক) আট আনা বা দশ আনা,