দশম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায়- বর্জ্য ব্যবস্থাপনা
প্রিয় মাধ্যমিক শিক্ষাথীর্র,
আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দশম শ্রেণী ভূগোলের চতুর্থ অধ্যায় থেকে পরিবেশের কঠিন বর্জ্যের ধারণা দাও। তো বন্ধুরা এটি পরিবেশ সম্পর্কিত একটি প্রশ্ন। যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে।
পরিবেশের কঠিন বর্জ্যের ধারণা দাও || দশম শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় || বর্জ্য ব্যবস্থাপনা
পরিবেশের কঠিন বর্জ্যের ধারণা দাও।
উত্তরঃ দৈনন্দিন কাজকর্মের ফলে উৎপন্ন আপাত অপ্রয়োজনীয় ও ব্যবহারের অযোগ্য কঠিন পদার্থসমূহকে বলা হয় কঠিন বর্জ্য। আমাদের বাড়ি, অফিস, কলকারখানা, স্কুল, সর্বত্র থেকে কঠিন বর্জ্য উৎপাদিত হয়ে চলেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
1) গৃহস্থালির কঠিন বর্জ্য:
রান্নাঘরে সবজির খোসা, খাবারের বাতিল অংশ, প্লাস্টিকের প্যাকেট, বাতিল হওয়া লেপ-কাঁথার অংশ, বাসি ফুল, ছেঁড়া কাপড়, পুরোনো ক্যালেন্ডার, ভাঙা কাপ-প্লেট, কাচের টুকরো, হতে পারে। যথা-
১) গৃহস্থালির দৈনন্দিন কাজের মাধ্যমে সৃষ্ট গৃহস্থালির বর্জ্য।
২) শিল্প কারখানা থেকে সৃষ্ট শিল্পজাত বর্জ্য।
৩) কৃষিকাজের মাধ্যমে সৃষ্ট কৃষিজ বর্জ্য।
৪) পৌরসভার কার্যকলাপের দ্বারা সৃষ্ট পৌর বর্জ্য। এগুলি ছাড়াও বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সৃষ্টি হয় চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য এবং পারমাণবিক শিল্প থেকে সৃষ্টি হয় তেজস্ক্রিয় বর্জ্য প্রভৃতি। যদিও অনেকক্ষেত্রে চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যকে পৌর বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্যকে শিল্পজাত বর্জ্যের অন্তর্ভুক্ত করা হয়। পুরোনো জুতো, খবরের কাগজ, ব্যবহৃত চা পাতা প্রভৃতি গৃহস্থালির কঠিন বর্জ্যের অন্তর্গত।
2) কলকারখানার কঠিন বর্জ্য:
কারখানার বাতিল যন্ত্রপাতি, ধাতুর টুকরো, ব্যবহার করা প্লাস্টিক, শ্রমিকের খাবারের বাতিল অংশ, টায়ার, টিউব, ফ্লাই অ্যাশ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ইত্যাদি কলকারখানার কঠিন বর্জ্যের মধ্যে পড়ে।
3) কৃষিক্ষেত্রের কঠিন বর্জ্য:
ধানের খোসা, আখের ছিবড়ে, খড়, কাঠের গুঁড়ো, পাটকাঠি, প্রাণীজ বর্জ্য, গোবর ইত্যাদি কৃষিক্ষেত্র থেকে উৎপাদিত বর্জ্য।
4) প্যাথোলজিক্যাল বর্জ্য:
সূচ, সিরিঞ্জ, কাঁচি, ছুরি, কাপড়, ব্যান্ডেজ, গজ, তুলো ইত্যাদি এর অন্তর্গত।