দশম শ্রেণী ভূগোল ষষ্ঠ অধ্যায় - ভারত অর্থনৈতিক পরিবেশ
প্রিয় মাধ্যমিক শিক্ষাথীর্র,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভূগোল ষষ্ঠ অধ্যায় - ভারত অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো বন্ধুরা আশা করি এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে।
ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো || দশম শ্রেণী ভূগোল ষষ্ঠ অধ্যায় || ভারতের অর্থনৈতিক পরিবেশ
ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
উত্তরঃ ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যসমূহ
ভারতের কৃষি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্যগুলি হল-
1) জীবিকাসত্তাভিত্তিক কৃষি:
ভারতীয় কৃষকরা তাদের নিজস্ব প্রয়োজন মেটাবার জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে। তাই এই কৃষিকাজ জীবিকাসত্তাভিত্তিক। উৎপাদিত শস্যের বেশিরভাগটাই কৃষকদের নিজেদের প্রয়োজনে লাগে বলে বিক্রয়যোগ্য বা রপ্তানিযোগ্য উদ্বৃত্ত বিশেষ থাকে না।
2) কৃষিতে পশুশক্তির প্রাধান্য:
ভারতের কৃষিতে এখনও সেভাবে যান্ত্রিকীকরণ হয়নি। বলদ গোরু, মহিষ ও অন্যান্য পশুশক্তির ব্যবহার ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। বিদেশে যেখানে ট্র্যাক্টর, হারভেস্টার, হেলিকপ্টার ও অন্যান্য যন্ত্র ব্যবহৃত হয়, ভারতে এখনও প্রাচীন পশুশক্তির ব্যবহার হয়ে চলেছে।
3) মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীলতা:
ভারতের কৃষিকাজ মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। মৌসুমি বায়ু প্রভাবিত দেশে খরা, বন্যা, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। এর ফলে প্রচুর পরিমাণ ফসল প্রতিবছর নষ্ট হয়। স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে জলের সরবরাহ বজায় রাখার জন্য বিভিন্ন নদী উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হলেও তা সীমিত অঞ্চলে প্রভাব বিস্তার করেছে। মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর করে বর্ষাকালে খরিফ শস্য ও শীতকালে জলসেচের মাধ্যমে রবি শস্য চাষ করা হয়।
4) জলসেচের প্রসার:
বর্তমানে ভারতের মোট বপিত জমির প্রায় 48 শতাংশ জলসেচের আওতায় এসেছে। শুষ্ক সময়ে স্থানীয় জলের (নদী, জলাশয়, ভৌমজল) ওপর নির্ভর করে জলসেচ করা হয়।
5) ক্ষুদ্রাকৃতি কৃষিজোত:
এদেশে কৃষিজমিগুলির আয়তন খুব ছোটো ছোটো। মূলত একান্নবর্তী পরিবারগুলিতে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা হস্তান্তরের জন্য কৃষিজোতগুলির আয়তন ক্রমাগত ছোটো হচ্ছে। এই ধরনের ক্ষুদ্রাকৃতি কৃষিজোতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। এর ফলে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণও কম হয়।
6) খাদ্যশস্যের প্রাধান্য:
ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। এই বিপুল জনসংখ্যার খাদ্যের জোগান সুনিশ্চিত করতে ভারতের মোট বপিত জমির তিন-চতুর্থাংশেরও বেশি জমিতে ধান, গম, ভুট্টা, মিলেট প্রভৃতি খাদ্যশস্যের চাষ করা হয়।
7) বহু ধরনের শস্যের উৎপাদন:
ভারতীয় কৃষি একটি বহুফসলি কৃষিব্যবস্থা। এখানে ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ইক্ষু, তামাক, পাট, চা, কফি, তুলো, রবার, তৈলবীজসহ বহু ধরনের শস্য উৎপাদন করা হয়।
8) নিবিড় প্রথায় চাষ :
ভারতে বপিত জমিগুলি বছরে একাধিকবার ফসল উৎপাদনে ব্যবহার করা হয়। তবে ভারতের বহুফসলি জমির পরিমাণ বপিত জমির আয়তনের 28 শতাংশ মাত্র।