Ads Area


উদ্ভিদজগতের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Important Questions Answered Botany

 উদ্ভিদজগতের প্রশ্ন ও উত্তর

আজ আমরা উদ্ভিদজগৎ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম, যা তোমরা ভালো করে পড়তে পারো এবং জানতে পারবে। উদ্ভিদজগৎ সম্পর্কে কিছু তথ্য পেতে পারো।

উদ্ভিদজগতের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Important Questions Answered Botany


উদ্ভিদজগতের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || Important Questions Answered Botany


১। উদ্ভিদ কাকে বলে?

উঃ বীজ, মূল বা কান্ড থেকে বেরিয়ে যা মাটি ভেদ করে উপরে আলোর দিকে বেড়ে ওঠে তাকে উদ্ভিদ বলে।

২। পৃথিবীতে কত প্রকারের উদ্ভিদ আছে?

উঃ প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার।

৩। উদ্ভিদ ক-প্রকারের ও কী কী?

উঃ উদ্ভিদ দুই প্রকারের-সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ।

৪। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

উঃ যে সব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন-আম, জাম, ধান, সিম গাছ প্রভৃতি।

৫। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

উঃ যেসব উদ্ভিদের ফুল ও ফল কিছুই হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন- ব্যাঙের ছাতা, শ্যাওলা, পান গাছ প্রভৃতি।

৬। গাছ মানুষের কী উপকার করে?

 উঃ গাছ ভূমিক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, অক্সিজেন সরবরাহ করে ও দূষিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে।

৭। গাছের ক-টি অংশ?

উঃ গাছের পাঁচটি অংশ যথা-মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল।

৮। গাছ কীভাবে শ্বাস গ্রহণ করে?

উঃ গাছের পাতায় অংসংখ্য ছিদ্র আছে, তারই সাহায্যে গাছ শ্বাস গ্রহণ করে থাকে।

৯। কোন্ পদ্ধতিতে গাছ তার খাদ্য প্রস্তুত করে?

উঃ সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছ তার খাদ্য প্রস্তুত করে।

১০। সালোক সংশ্লেষ কোন্ সময় হয়?

উঃ দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ হয়ে থাকে।

১১। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কী বর্জন করে?

উঃ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ অক্সিজেন বর্জন করে।

১২। ক্লোরোফিল কী?

উঃ গাছের দেহের সবুজ অংশকে ক্লোরোফিল বলে।

১৩। গাছের রান্নাঘর কাকে বলে?

উঃ পাতাকে গাছের রান্নাঘর বলে।

১৪। কোন গাছের পাতা সবথেকে বড়ো?

উঃ 'ভিক্টোরিয়া' নামক জলজ লিলির পাতা সবথেকে বড়ো। এই পাতা প্রায় বারো মিটার পর্যন্ত লম্বা হয়।

১৫। কোন গাছ সব থেকে বেশি দিন বাঁচে? 

উঃ ক্যালিফোর্নিয়ার জঙ্গলে কিংক্লোন নামক গাছ সব থেকে বেশিদিন বাঁচে।

১৬। সবচেয়ে বড়ো ফুল কী?

উঃ র‍্যাফলেসিয়া আরনল্ডি সবচেয়ে বড়ো ফুল।

১৭। সবচেয়ে ছোটো ফুল কী?

উঃ সবচেয়ে ছোটো ফুল উলফিয়া।

১৮। কোন গাছে শ্বাসমূল আছে?

উঃ সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছের শ্বাসমূল আছে। ১৯। কয়েকটি জীবনদায়ী ভেষজ উদ্ভিদের নাম লেখো?

উঃ সিঙ্কোনা, বেলেডোনা, সর্পগন্ধা, বাসক, তুলসী ও কালমেঘ।

২০। বাঁশ কী?

উঃ তৃণ অর্থাৎ ঘাস জাতীয় এক প্রকার উদ্ভিদ হল বাঁশ।

২১। পোস্ত কী?

উঃ আফিং গাছের ফলের ভিতরের দানাকে পোস্ত বলে।

২২। ধুনো কী?

উঃ পাইন জাতীয় এক রকম গাছের কষ শুকিয়ে ধুনো তৈরি হয়।

২৩। লবঙ্গ কী?

উঃ এক জাতীয় গাছের শুকনো ফল।

২৪। কিশমিশ কী?

উঃ আঙুরকে শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়।

২৫। কোন গাছ পোকামাকড় খায়?

উঃ কলশ উদ্ভিদ, সানভিউ প্রভৃতি গাছ পোকামাকড় খায়।

২৬। কোন গাছ বছরে সবচেয়ে বেশি ফল দেয়?

উঃ আখরোট গাছ (বছরে প্রায় ১ লক্ষ ফল দেয়)

২৭। দারুচিনি কী?

উঃ এক প্রকার গাছের ছালকে দারুচিনি বলে।

২৮। কফি কী?

উঃ এক জাতীয় গাছের ফলের গুঁড়ো

২৯। ব্যাঙের ছাতা কী?

উঃ এক জাতীয় উদ্ভিদের নাম।

৩০। রবার কী?

উঃ রবার এক রকম গাছের আঠা।

৩১। ওষধি গাছ কাকে বলে? উদাহরণ দাও।

উঃ যে গাছে একবার মাত্র ফল হয় এবং ফল পাকলেই গাছ মরে যায় তাকে ওষধি গাছ বলে। যথা-ধান, গম, কলাগাছ ইত্যাদি।

৩২। কোন গাছের ফল থেকে ফুল হয়?

উঃ চালতা গাছের ফল থেকে ফুল হয়।

৩৩। কোন গাছে একটি মাত্র ফুল হয়?

উঃ কলা গাছে একটি মাত্র ফুল হয়। মোচা হল কলা গাছের ফুল ।

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area