Ads Area


পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর || Environmental Science MCQ Questions Answers

পরিবেশ বিজ্ঞান থেকে MCQ প্রশ্ন ও উত্তর

আজ আমরা পরিবেশ বিজ্ঞান থেকে বাছাই করা 40 MCQ প্রশ্ন উত্তর দিলাম, যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞান থেকে প্রশ্ন আসে। তাই দেরি না করে নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে দেখে নিন।

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর    Environmental Science MCQ Questions Answers

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর    ||Environmental Science MCQ Questions Answers


১। মানুষের মত আরও দু'টি প্রাণির নাম লেখ।

(ক) ব্যাঙ, সাপ,

(খ) শিম্পাঞ্জি, গরিলা,      

(গ) টিকটিকি, গরিলা,

 (ঘ) কোনটিই না।

 উঃ (খ) শিম্পাঞ্জি, গরিলা,

২। আমরা ইচ্ছেমতো মুখ ঘোরাতে পারি কিসের সাহায্যে?

 (ক) ঘাড়ের সাহায্যে,

 (খ) মাথার সাহায্যে,           

  (গ) কাঁধের সাহায্যে,

  (ঘ) কোনটিই না।

  উঃ (ক) ঘাড়ের সাহায্যে,

৩। খাবারের স্বাদ আমরা কিসের মাধ্যমে পাই?

(ক) জিভ,

(খ) ত্বক,                    

(গ) মাথা,

(ঘ) কোনটিই না।

 উঃ (ক) জিভ,

৪। আমরা স্থান পরিবর্তন কোন অঙ্গের দ্বারা করতে পারি?

(ক) পা-এর,

(খ) কোমরের,                

(গ) হাত-এর,

(ঘ) কোনটিই না।

উঃ (ক) পা-এর,

৫। লালা কোন কাজে লাগে?

(ক) খাবার টুকরো করতে,

(খ) খাবার হজম করাতে,      

(গ) খাবার সুস্বাদু করতে,

(ঘ) কোনটিই না।              

উঃ (খ) খাবার হজম করাতে, 

৬। যারা চোখে দেখতে পায় না, তারা শরীরে কোন অঙ্গকে কাজে লাগায়?

(ক) নাককে,

(খ) কানকে,                        

(গ) মাথাকে,

(ঘ) কোনটিই না।

উঃ (খ) কানকে,

৭। শালিক পাখির প্রধান খাবার কী?

(ক) ভাত,

(খ) দুধ,                

(গ) কেঁচো ও পোকা-মাকড়,

(ঘ) কোনটিই না।

উঃ (গ) কেঁচো ও পোকা-মাকড়,

৮।'রক্তাল্পতা' কী?

(ক) রক্ত বেড়ে যাওয়া,

(খ) লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া,

(গ) শ্বেতকণিকা কমে যাওয়া,

(ঘ) কোনটিই না।

উঃ (খ) লোহিত কণিকার পরিমাণ কমে যাওয়া

৯। উড়তে পারে না এমন একটি পাদ্রি নাম লেখ। 

(ক) চড়াই পাখি, 

(খ) উটপাখি,                

(গ) সারস পাখি,

(ঘ) কোনটিই না।

উঃ (খ) উটপাখি,

১০। মানুষের শরীরের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে কে?

(ক) মাথা,

(খ) গলা,                    

(গ) কান,

(ঘ) কোনটিই না।

 উঃ (ক) মাথা,

১১। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ক'টি দাঁত থাকে?

(ক) ৩২টি,

(খ) ৩০টি,            

(গ) ৩১টি,

(ঘ) কোনটিই না।

 উঃ (ক) ৩২টি,

১২। পিটি করার সময় কী করতে হয়?

(ক) কোমর ভাঙতে হয়,

(খ) দুইহাত নাচাতে হয়,          

(গ) দুই হাত ওঠাতে হয়,

(ঘ) সবই করতে হয়।

উঃ(ঘ) সবই করতে হয়,

১৩। পিটি করার ফলে কী উপকার হয়?

(ক) শরীর দুর্বল হয়ে যায়,

(খ) শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ কাজ করতে পারে,

(গ) গায়ে-হাতে ব্যাথা হয় ,

(ঘ) কোনটিই না।          

 উঃ (খ) শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ কাজ করতে পারে,

১৪। 'পঞ্চেন্দ্রিয়' কি কি?

(ক) হাত, পা, মাথা, আঙুল, হাঁটু,

(খ) চোখ, কান, নাক, জিভ, চামড়া,

(গ) চোখ, হাত, পা, চামড়া, কান,

(ঘ) কোনটিই না।          

 উঃ (খ) চোখ, কান, নাক, জিভ, চামড়া

১৫। আমাদের 'স্পর্শ' অনুভব করতে সাহায্য করে কে?

(ক) হাত,

(খ) ত্বক,                        

(গ) মাথা,

(ঘ) কোনটিই না।

 উঃ (খ) ত্বক,

১৬। মানুষের শ্রবণেন্দ্রিয় কোনটি?

(ক) নাক,

(খ) হাত,                             

(গ) কান,

(ঘ) কোনটিই না।

 উঃ (গ) কান,

১৭। মানুষেরা কিসের সাহায্যে কোন জিনিসকে ধরতে পারে ও লিখতে পারে?

(ক) কব্জি,

(খ) পায়ের আঙ্গুল,              

(গ) হাতের আঙুল,

(ঘ) কোনটিই না।

 উঃ (গ) হাতের আঙুল,

১৮। গন্ধ শুঁকে কোন বস্তুকে আমরা কিসের দ্বারা চিহ্নিত করতে পারি?

(ক) কানের দ্বারা,

(খ) নাকের দ্বারা,                

(গ) মুখের দ্বারা,

(ঘ) কোনটিই না।

উঃ (খ) নাকের দ্বারা,

১৯। 'স্বাদকোরক' কোথায় থাকে?

 (ক) জিভের উপরিতলে,

 (খ) চোখে,   

 (গ) জিভের নিম্নতলে,             

 (ঘ) কোনটিই না।                         

উঃ (ক) জিভের উপরিতলে,

২০। 'ব্রংকাইটিস' রোগের লক্ষণ কী?

 (ক) বুকেব্যাথা,

 (খ) বমি হওয়া,                  

 (গ) শ্বাসকষ্ট,

 (ঘ) কোনটিই না।

উঃ (গ) শ্বাসকষ্ট,

২১। 'হাম'-এই রোগের লক্ষণ কী?

(ক) ত্বকের ওপর গুটি গুটি হয়,

(খ) মাথার যন্ত্রণা হয়,

(গ) পেটের যন্ত্রণা, ব্যাথা হয় ও জ্বালা করে,

(ঘ) কোনটিই নয় ।          

উঃ  (ক) ত্বকের ওপর গুটি গুটি হয়,

২২। আমাদের চোখে হঠাৎ আলো লাগলে কী হয়?

(ক) চোখ লাল হয়ে যায়,

(খ) চোখ বুজে যায়,

(গ) চোখ দিয়ে জল পড়ে,       

(ঘ) কোনটিই না।

উঃ(খ) চোখ বুজে যায়,

২৩। ইন্দ্রিয় সজাগ আছে কীভাবে বোঝা যাবে?

(ক) নিজের গায়ে চিমটি কেটে,

(খ) নিজের গায়ে বরফ ঘসে,    

(গ) নিজের গায়ে আঘাত করে,

(ঘ) সব কয়টি ঠিক।

 উঃ (ঘ) সব কয়টি ঠিক,

২৪। দূরের জিনিস স্পষ্ট দেখতে না পাবার কারণ কী?

(ক) মাথার ব্যথা, 

(খ) চোখের দৃষ্টিশক্তির অভাব,

(গ) কানের ব্যথা,             

(ঘ) কোনটিই না।        

উঃ (খ) চোখের দৃষ্টিশক্তির অভাব,

২৫। আঙুলে ছ্যাঁকা লাগলে কী হয়? 

(ক) ফোঁসকা পড়ে ও জ্বালা করে,

(খ) রক্তক্ষরণ হয়,

(গ) জল পড়ে,                       

(ঘ) কোনটিই না।      

 উঃ (ক) ফোঁসকা পড়ে ও জ্বালা করে,

২৬। পা ও, হাতের জোড়ের ব্যয়াম হয় কীসের মাধ্যমে?

(ক) বল করার মাধ্যমে,

(খ) কবাডি খেলার মাধ্যমে,

(গ) ফুটবল খেলার মাধ্যমে,

(ঘ) কোনটিই না।            

 উঃ (গ) ফুটবল খেলার মাধ্যমে,

২৭। মানুষের একটি অখাদ্যের নাম লেখ।

 (ক) ভাত,

 (খ) খড়,

 (গ) আম,                     

(ঘ) কোনটিই না।

  উঃ (খ) খড়,

২৮। নীচের কোন প্রাণিটির ডানা আছে? 

(ক) বিড়াল,

(খ) পাখি,           

(গ) মাছ,

(ঘ) কোনটিই না।

 উঃ (খ) পাখি,

২৯। খাদ্য হজম না হলে কী হয়?

(ক) পেট খারাপ, বমি, পায়খানা হয়,

(খ) শরীর সুস্থ থাকে,

 (গ) শরীরের ওজন বৃদ্ধি পায়,

(ঘ) কোনটিই না।              

উঃ (ক) পেট খারাপ, বমি,পায়খানা হয়,

৩০। সাঁতার কাটার সময় কী করতে হয়?

(ক) শ্বাস নিতে হয়,

(খ) লম্বা শ্বাস নিতে হয়,

(গ) ছোট শ্বাস নিতে হয়,

(ঘ) কোনটিই না।   

 উঃ (খ) লম্বা শ্বাস নিতে হয়

৩১। দু'টি ভালো জাতের খাবারের নাম বলো। 

(ক) বাসি মাংস,

(খ) বাসি রুটি,                       

(গ) দুধ এবং ফল,

(ঘ) কোনটিই না।

উঃ (গ) দুধ এবং ফল,

৩২। ধানের বীজটি আসলে কী?

(ক) চাল, 

(খ) মুড়ি,

(গ) খই,                       

(ঘ) কোনটিই না।

উঃ (ক) চাল,

৩৩। সমস্ত শরীরের ব্যয়াম কোন খেলার মাধ্যমে হয়?

(ক) কবাডি,

(খ) সাঁতার,                

(গ) হা-ডু-ডু,

(ঘ) কোনটিই না।

 উঃ (খ) সাঁতার,

৩৪। প্রধানত আমাদের কী ধরণের খাবার খাওয়া উচিত?

(ক) বাসি খাবার,

(খ) টাটকা খাবার,

(গ) পচা খাবার,

(ঘ) কোনটিই না।

 উঃ (খ) টাটকা খাবার,

৩৫। একটি কুখাদ্যের নাম বলো।

(ক) পচা ভাত,

(খ) ভাত,                           

(গ) জল ঢালা ভাত,

(ঘ) কোনটিই না।

 উঃ (ক) পচা ভাত,

৩৬। নীচের কোন খেলায় লম্বা শ্বাস নিতে হয় না?

(ক) কবাডি,

(খ) দাবা,                      

(গ) সাঁতার,

(ঘ) কোনটিই না।

উঃ (খ) দাবা,

৩৭। গিরগিটির স্বভাব কেমন?

(ক) গাছে গাছে ঘোরে এবং রং বদলায়,

(খ) জলে থাকে এবং রং বদলায়,

(গ) আকাশে উড়ে বেড়ায়,

(ঘ) কোনটিই না।              

উঃ (ক) গাছে গাছে ঘোরে এবং রং বদলায়,

৩৮। কাঠবিড়ালি কোন্ ফল খেতে ভালোবাসে?

(ক) আপেল,

(খ) পেয়ারা,

(গ) কলা,                          

(ঘ) কোনটিই না।

 উঃ (খ) পেয়ারা,

৩৯। কোন প্রাণি মানুষের মতো খাড়া হয়ে দাঁড়ায়?

(ক) হনুমান, 

(খ) ভাল্লুক

(গ) শিম্পাঞ্জি, 

(ঘ) কোনটিই না।

 উঃ (গ) শিম্পাঞ্জি,

৪০। নীচের কোনটি খাবারের স্বাদ-এর মধ্যে পড়ে?

(ক) রসগোল্লা,

(খ) মাছ,                             

(গ) তেতো,

(ঘ) কোনটিই না।

 উঃ (গ) তেতো

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area