বিভিন্ন দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন দেশের সম্পর্কে প্রশ্ন উত্তর। যেখানে আমরা বিভিন্ন দেশের সম্পর্কে জানতে পারি। তাই নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়তে পারেন।
বিভিন্ন দেশের সম্পর্কে প্রশ্ন উত্তর || সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর || Answer Questions Different Countries
১। প্রাসাদনগরী কাকে বলে?
উঃ নিউইয়র্ক শহরকে।
২। ইউরোপের ককপিট কোন দেশ?
উঃ বেলজিয়াম।
৩। কোন দেশকে 'পান্নার দ্বীপ' বলা হয়?
উঃ আয়ারল্যান্ডকে।
৪। নীলনদের দান বা পিরামিডের দেশ কোনটি?
উঃ মিশর।
৫। পৃথিবীর চিনির পাত্র কোন দেশ?
উঃ কিউবা।
৬। কোন্ দেশকে নিষিদ্ধ নগরী বলা হয়?
উঃ লাসা।
৭। সূর্যোদয়ের দেশ কোনটি?
উঃ জাপান।
৮। শ্বেত হস্তীর দেশ কোনটি?
উঃ থাইল্যান্ড।
৯। নিশীথ সূর্যের দেশ কোনটি?
উঃ নরওয়ে।
১০। ম্যাল বৃক্ষের দেশ কোনটি?
উঃ কানাডা।
১১। কোন্ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?
উঃ আফ্রিকাকে।
১২। পবিত্র ভূমি কোন্ দেশ?
উঃ প্যালেস্টাইন।
১৩। কোন অঞ্চল ইংল্যান্ডের উদ্যান?
উঃ কেন্ট, ইংল্যান্ড।
১৪। কোন দ্বীপকে লবঙ্গ দ্বীপ বলা হয়?
উঃ মাদাগাস্কার।
১৫। কোন্ দেশ নদীমাতৃক?
উঃ বাংলাদেশ।
১৬। হীরক নগরী কোন দেশ?
উঃ কিম্বারলি।
১৭। কোন দেশকে ইউরোপের ক্রীড়াভূমি বলা হয়?
উঃ সুইতজারল্যান্ডকে।
১৮। কোন্ দ্বীপকে মুক্তোর দ্বীপ বলা হয়?
উঃ বাহরিন দ্বীপকে।
১৯। চিনের দুঃখ কোন নদী?
উঃ হোয়াং-হো।
২০। কোন্ নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়?
উঃ ইয়াংসি-কিয়াংকে।
২১। ভূমধ্যসাগরের চাবি কোনটি?
উঃ জিব্রাল্টার।
২২। পৃথিবীর কসাইখানা কোন অঞ্চল?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের চিকাগো শহর।
২৩। সাত পাহাড়ের দেশ কোনটি?
উঃ ইটালির রোম।
২৪। কোন্ অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
উঃ রাশিয়ার প্রেইরি অঞ্চলকে।
২৫। বজ্রপতনের দেশ কোনটি?
উঃ হাওয়াই দ্বীপপুঞ্জ।
২৬। প্রাচ্যের লিভারপুল কোন্ দেশ?
উঃ সিঙ্গাপুর।
২৭। কোন্ শহরকে শ্বেতশহর বলা হয়?
উঃ বেলগ্রেডকে।
২৮। হাজার হ্রদের দেশ কোনটি?
উঃ ফিনল্যান্ড।
২৯। অড্রিয়াটেকের রানি কোন দেশ?
উঃ ভেনিস।
৩০। কোন্ অঞ্চলকে জাপানের ম্যাঞ্চেস্টার বলা হয়?
উঃ ওসাকা।
৩১। প্রাচ্যের ব্রিটেন কোন দেশ?
উঃ জাপান।
৩২। রামধনুর দেশ কোন অঞ্চল?
উঃ হাওয়াই দ্বীপ।
৩৩। কোন্ দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়?
উঃ নিউজিল্যান্ডকে।
৩৪। সোনার প্যাগোডার দেশ কোনটি?
উঃ মায়ানমার।
৩৫। কোন্ শহরকে ভারতের তালাচাবির শহর বলা হয়?
উঃ আলিগড়কে।
৩৬। কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলে?
উঃ নবদ্বীপ।
৩৭। কোন্ শহরকে ভারতের ম্যানচেস্টার বলে?
উঃ আমেদাবাদ।
৩৮। কোন্ শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?
উঃ মাদুরাই।
আরও পড়ুন-