ছোটোদের জানার জন্য ক্যুইজ প্রশ্ন ও উত্তর
ছোটোদের সাধারন জ্ঞান-এর ভাণ্ডার সমৃদ্ধ করে তুলতে হলে আপনাদের প্রথম থেকেই ছোটোদের সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর ছোটোদের জানা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন ও উত্তর গুলি জেনে রাখতে হবে। আর সময় অপচয় না করে প্রশ্ন ও উত্তর গুলি মুখস্ত করো।
ছোটোদের জন্য ক্যুইজ প্রশ্ন ও উত্তর || Quiz Questions Answers Kids
১। বিজ্ঞানের সর্বাধুনিক যান্ত্রিক অবদান কী?
উঃ কম্পিউটার
২। অল্প কিছু দিন আগে আকাশে যে নতুন জ্যোতিষ্কটির আবির্ভাব হয়েছিল তার নাম কী?
উঃ হ্যালির ধূমকেতু।
৩। জলের দুটি উপাদান কী কী?
উঃ বরফ ও বাষ্প।
৪। উদ্ভিদের অঙ্কুরোদগমের জন্য কয়টি জিনিসের ৩ প্রয়োজন হয়?
উঃ ৩টি যথা-(১) জল (২) বাতাস (৩) আলো।
৫। উচ্চতায় সবচেয়ে দীর্ঘ একটি তৃণভোজী প্রাণীর নাম বল?
উঃ জিরাফ।
৬। এমন দুটি মেরুদণ্ডী প্রাণীর নাম বল যাদের পা থাকা সত্ত্বেও বুকে হেঁটে চলাফেরা করে?
উঃ (১) গিরগিটি (২) কুমীর।
৭। মাটির সঙ্গে সংযোগহীন দুটি সজীব উদ্ভিদের নাম বল?
উঃ (১) হায়াসিন্ধ (২) শৈবাল।
৮। একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
উঃ বাদুড়।
৯। কোন দেশ কত খ্রিস্টাব্দে প্রথম কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠায়?
উঃ রাশিয়া, ১৯৫৭ খ্রিস্টাব্দে।
১০।প্রাণীর উপর নির্ভরশীল এমন তিনটি পরজীব প্রাণীর নাম বল?
উঃ (১) গোলকৃমি (২) উকুন (৩) ফিতাকৃমি।
১১। পৃথিবীর সবচেয়ে ভারী ধাতুর নাম কী?
উঃ ইউরেনিয়াম।
১২। পৃথিবীর ক্ষুদ্রতম বস্তু কী?
উঃ পজিট্রোন।
১৩। পৃথিবীর হালকা বস্তু কী?
উঃ হাইড্রোজেন গ্যাস।
১৪। বিশ্বের বর্তমান জনসংখ্যা কত?
উঃ প্রায় ৭০০ কোটি। (২০১১ সাল)
১৫। কোথায় বৃহত্তম জল প্রকল্প গড়ে উঠেছে?
উঃ আন্দামানে।
১৬। এমন দুটি প্রাণীর নাম লেখো যাদের প্রত্যেকের পায়ের সংখ্যা দুয়ের বেশি?
উঃ (১) মাকড়সা, (২) কাঁকড়া বিছা।
১৭। লোহার থেকে ভারী এমন একটি তরল পদার্থের নাম বল?
উঃ পারদ।
১৮। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে যাঁর পিতা ও মাতা উভয়েই প্রধানমন্ত্রী ছিলেন?
উঃ শ্রীলঙ্কার চন্দ্রিকা বন্দর নায়েক কুমারাতুঙ্গা।
১৯। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কোন মহিলা?
উঃ ইতালির রেজনা ডেলাবার্চ, ৬২ বছর বয়সে।
২০। তিনটি গাছের নাম বল, যাদের প্রত্যেকের যৌগিক পাতা আছে?
উঃ (১) তেঁতুল (২) গোলাপ (৩) কৃচূড়া।
২১। বিশ্বের বৃহত্তম ফুলের নাম কী?
উঃ র্যাফলেসিয়া। যার ওজন কয়েক কিলোগ্রাম। দশ বছরে একবার ফোটে।
২২।সারা বছরে কোন দুটি তারিখে দিন ও রাত্রি সমান। হয়?
উঃ ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর।
২৩। পৃথিবীর দীর্ঘজীবি মানুষ কে?
উঃ জাপানের শিগেচিও ইজুমি। ১২০ বছরের ওপর বেঁচেছিলেন।
২৪। সবচেয়ে দ্রুতগামী স্থলচর ও জলচর প্রাণীর নান বল?
উঃ (১) দ্রুতগামী স্থলচর প্রাণী চিতাবাঘ (২) জলচ্যা প্রাণী তালোয়ার মাছ।
২৫। ১৯৯৪ খ্রিস্টাব্দের ম্যাগাসেটি পুরস্কার কাকে দেওয়া হয়েছে?
উঃ কিরণ বেদীকে।
২৬। কোথায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়?
উঃ লাক্ষাদ্বীপে।
২৭।কোন প্রাণীর খাদ্য নালীটি ঘড়ির স্প্রীং-এর মত?
উঃ ব্যাঙাচি।
২৮। কাকে বাংলার নানা সাহেব বলা হত?
উঃ রামরতন মল্লিককে।
২৯। 'বাংলার মিলটন' কাকে বলা হত?
উঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৩০। পৃথিবীতে কে সর্বপ্রথম হাসপাতাল স্থাপন করেন?
উঃ খ্রিস্টান ধর্মগুরু সেন্ট বেসল ৩২১ খ্রিস্টাব্দে ইতালিতে প্রথম হাসপাতাল স্থাপন করেন।
৩১। সত্যজিৎ রায়ের কোন ছবি রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন ?
উঃ ১৯৯২ খ্রিস্টাব্দে 'আগন্তুক' ছবি রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করে।
৩২। এরোপ্লেনের খোল তৈরির জন্য কোন ধাতুটি ব্যবহার করা হয়?
উঃ অ্যালুমিনিয়াম ধাতু।
৩৩। শাহজাহানের ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন?
উঃ শিল্পী বেবাদল খাঁ।
৩৪।কত খ্রিস্টাব্দে রঙিন টিভি চালু হয়?
উঃ ১৯৮২ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট।
৩৫। ভারতের সুপ্রীম কোর্টের প্রথম বিচারপতি কে?
উঃ শ্রী হরিলাল জে, কনিয়া-(১৯৪৮-৫১)।
৩৬। পঞ্চেন্দ্রিয় কী?
উঃ চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক।
৩৭। ডি. ডি. টি. তৈরি হয় কী দিয়ে?
উঃ কয়লা দিয়ে।
৩৮। কোন্ দেশে রেল লাইন নেই?
উঃ আইসল্যান্ডে।
৩৯।কোন্ ধাতু সবচেয়ে মূল্যবান?
উঃ প্ল্যাটিনাম।
৪০। কার মোটর গাড়িতে নম্বর থাকে না?
উঃ রাজ্যপালের।
৪১। U. N. O. কথাটির অর্থ কী?
উঃ রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস্ অরগানাইজেশন। ৪২। জাপানের কোন্ কোন্ শহর আণবিক বোমায় ধ্বংস হয়?
উঃ হিরোশিমা ও নাগাসাকি।
৪৩। বিশ্বের সিনেমা শিল্পের শ্রেষ্ঠ পুরস্কার কী?
উঃ অস্কার।
৪৪। সত্যজিৎ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ ১৯২১ খ্রিস্টাব্দের ২রা মে কলকাতার গড়পারে।
৪৫। রাতে রামধনু কোথায় দেখা যায়?
উঃ হাওয়াই দ্বীপে।
৪৬। সর্বপ্রথম বেতার কেন্দ্র কোথায় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
উঃ ১৯২৪ খ্রিস্টাব্দের মে মাসে মাদ্রাজে স্থাপিত হয়।
৪৭। কোন্ সম্রাট সর্বপ্রথম নোট চালু করেন?
উঃ মধ্যযুগের চিন-সম্রাট কুবলাই খাঁ।
৪৮।ছোটোদের জন্য প্রচলিত প্রথম দৈনিক পত্রিকার নাম কী?
উঃ খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত 'কিশোর'।
৪৯। মুদ্রা হিসাবে কে সর্বপ্রথম সোনা প্রচলন করেন?
উঃ লিবিয়ার রাজা ক্রিসাম।
৫০। আদম সুমারি কী?
উঃ লোক গণনাকে বলা হয়।
৫১। কোন জাতির লোকেরা শকুন দিয়ে মৃত দেহ সৎকার করেন?
উঃ পারসিকরা।
৫২। সংখ্যা গণনা ও গণিত বিদ্যা সংখ্যাগত প্রথম কোথায় চালু হয়?
উঃ ভারতে।
৫৩। চাঁদে মানুষ পদার্পণ করে কবে?
উঃ ১৯৬১ খ্রিস্টাব্দে ২১শে জুলাই।
৫৪। কোথায় প্রথম ট্রাম লাইন স্থাপিত হয়েছিল?
উঃ নিউইয়র্কে।
৫৫। 'এপ্রিল ফুল' প্রথাটি কোন দেশে প্রথম চালু হয়?
উঃ ফ্রান্সে।
৫৬। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম কী?
উঃ নেপাল।
৫৭।পৃথিবীতে প্রথম পাতাল রেল চালু হয় কোথায়?
উঃ লন্ডনে।
৫৮। ভারতের প্রধান বিচারালয়ের নাম কী?
উঃ সুপ্রিম কোর্ট।
৫৯। পি. টি. আই. এর অর্থ কী?
উঃ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, ভারতে সংবাদ সরবরাহ প্রতিষ্ঠান।
৬০। শ্রমিক দিবস কবে?
উঃ ১লা মে।
আরও পড়ুন-