WB Municipality HHW Job Recruitment 2024: পশ্চিমবঙ্গ পৌরসভায় HHW পদে আবারও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। WB Municipality HHW Job Recruitment 2024 এর জন্য লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে পৌরসভায় HHW পদে পদে নিয়োগ করা হবে। নারী-পুরুষ নির্বিশেষে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হলেই এখানে চাকরি করতে পারবেন। Municipality Recruitment 2024: West Bengal এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
WB Municipality HHW Job Recruitment 2024 WB Municipality HHW Job Vacancies 2024 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (01-01-2024 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] আপনার বয়স জানতে- এখানে ক্লিক করুন |
|
যোগ্যতা মাধ্যমিক পাস
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
HHW |
19 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে |
|
আবেদনের লিঙ্ক |
ক্লিক করুন |
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
WB Municipality HHW Job Recruitment 2024 চাকরির জন্য অফলাইনে কিভাবে আবেদন করবেন?
- বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অফলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে।
- তার জন্য সর্বপ্রথম নোটিফিকেশন এর সাথে দেওয়া আবেদন পত্রটির এক কপি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- আবেদনপত্রটি সঠিক তথ্য অনুসারে অর্থাৎ নাম, ঠিকানা, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে।
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুদ্ধ করতে হবে।
- সাথে প্রার্থী নিজের সিগনেচার করতে হবে।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি প্রার্থীর সেল্ফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে।
- এরপর সম্পূর্ণ আবেদন পত্রটি একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
পশ্চিমবঙ্গ পৌরসভায় HHW আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড।
- বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড। এছাড়াও মন্ত্রী, বিধায়ক, ডিএম, এডিএম, এসডিও, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ইত্যাদির কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার তারিখের পরের যেকোনো নিজস্ব বাসস্থানের প্রমাণপত্র (যেকোনো একজনের কাছ থেকে)।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- জাতিগত প্রমাণ পত্র। আপনি যদি ST,SC,OBC ইত্যাদি জাতির প্রার্থী হলে তার জাতিগত সার্টিফিকেট।
- দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করতে হবে। একটি ফটো আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। অপরটি খামের মধ্যে নিতে হবে।
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]