WB Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে একাধিক পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশা / ASHA কর্মী পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। WB Panchayat Recruitment 2024 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
WB Panchayat Recruitment (আশা / ASHA কর্মী) 2024 WB Panchayat Vacancies 2024 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
|
|
বয়স সীমা (01-01-2024 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] আপনার বয়স জানতে- এখানে ক্লিক করুন |
|
যোগ্যতা মাধ্যমিক পাস মহিলারা
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
আশা / ASHA কর্মী |
09 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে |
|
আবেদনের ফর্ম |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
WB Panchayat Recruitment 2024 চাকরির জন্য অফলাইনে কিভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন [জন্ম তারিখ/পরিচয়/যোগ্যতা/জাতিগত প্রমাণ/ছবি/মোবাইল নং ইত্যাদি]।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
- বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
- মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- অভিজ্ঞতার সার্টিফিকেট,(যদি থাকে)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]