(সপ্তম অধ্যায়) মুঘল সাম্রাজ্যের সংকটের প্রশ্ন ও উত্তর
আজ আমি তোমাদের জন্যে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস - মুঘল সাম্রাজ্যের সংকট (সপ্তম অধ্যায়) কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে নিচের প্রশ্ন উত্তর গুলি ভালো করে দেখে নাও। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সপ্তম শ্রেণী প্রশ্ন ও উত্তর।
সপ্তম শ্রেণী ইতিহাস || মুঘল সাম্রাজ্য সংকট (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || west Bengal Class 7 History
1) শিবাজির পিতার নাম কী?
উত্তরঃ শিবাজির পিতার নাম শাহজি ভোঁসলে।
2) শিবাজির মায়ের নাম কী?
উত্তরঃ শিবাজির মায়ের নাম জিজাবাই।
3) শিবাজি আফজল খানকে কোন্ অস্ত্র দিয়ে হত্যা করেন?
উত্তরঃ শিবাজি আফজল খানকে বাঘনখ নামক অস্ত্র দিয়ে হত্যা করেন।
4) শিবাজি কতবার বন্দরনগরী সুরাট আক্রমণ করেন?
উত্তরঃ শিবাজি দুবার বন্দরনগরী সুরাট আক্রমণ করেন।
5) কত খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
6) পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজি মোগলদের কয়টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন?
উত্তরঃ পুরন্দরের চুক্তি অনুযায়ী শিবাজি মোগলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন।
7) অষ্টপ্রধান কাদের বলা হত?
উত্তরঃ শিবাজির আটজন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হত।
৪) শিবাজির আটজন মন্ত্রীর মধ্যে প্রধান কে ছিলেন?
উত্তরঃ শিবাজির আটজন মন্ত্রীর মধ্যে প্রধান ছিলেন পেশোয়া।
9) মারাঠারা নিজেদের রাজ্যকে কী বলত?
উত্তরঃ মারাঠারা নিজেদের রাজ্যকে স্বরাজ্য বলত।
10) যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের কী বলা হত?
উত্তর: যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বর্গি বলা হত।
11) শিখদের চতুর্থ গুরু কে ছিলেন?
উত্তরঃ শিখদের চতুর্থ গুরু ছিলেন রামদাস।
12) খালসা কে গঠন করেন?
উত্তরঃ দশম শিখ গুরু গোবিন্দ সিংহ খালসা গঠন করেন।
13) কত খ্রিস্টাব্দে খালসা সংগঠনটি তৈরি হয়েছিল?
উত্তর: 1699 খ্রিস্টাব্দে খালসা সংগঠনটি তৈরি হয়েছিল।
14) কোন্ শিখগুরু শিখদের 'পন্থ' বা পথ ঠিক করে দেন?
উত্তরঃ দশম শিখ গুরু গোবিন্দ সিংহ শিখদের 'পন্থ' বা পথ ঠিক করে দেন।
15) আফজল খানকে শিবাজি কোন্ অস্ত্র দিয়ে হত্যা করেন?
উত্তরঃ আফজল খানকে শিবাজি বাঘনখ নামক অস্ত্র দিয়ে হত্যা করেন।
16) কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ জয়সিংহ ও শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।
17) 'হিন্দুপাদপাদশাহি' কাকে বলা হয়?
উত্তরঃ পেশোয়া প্রথম বাজিরাও-এর হিন্দু রাজ্য গঠনের আদর্শকে 'হিন্দুপাদ পাদশাহি' বলা হয়।
18) পঞ্চ 'ক' কী?
উত্তরঃ গুরু গোবিন্দ সিংহ শিখদের পাঁচটি জিনিস সবসময় কাছে রাখতে বলেন। সেগুলি হল কেশ (চুল), কঙ্খা (চিরুনি), কচ্ছা (চোস্তা পাজামা), কৃপাণ (তরবারি) এবং কড়া (লোহার বালা)। এগুলি পঞ্চ 'ক' নামে পরিচিত।
19) শিখদের নবম গুরুর নাম কী?
উত্তরঃ তেগবাহাদুর শিখদের নবম গুরুর নাম।
20) কত খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়?
উত্তর: 1674 খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়।
21) কোন্ শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন?
উত্তরঃ ঔরঙ্গজেব শিখ গুরু তেগবাহাদুরকে হত্যা করেন।
22) কোন্ শিখ গুরু একসঙ্গে দুটি তলোয়ার রাখতেন?
উত্তরঃ শিখ গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার রাখতেন।
সপ্তম শ্রেণীর ইতিহাসের আরও অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর-