সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে এসএসসি জিডি কনস্টেবল 20 ফেব্রুয়ারি 1st Shift পরীক্ষায় আসা সমস্ত জিকে প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে পর্যালোচনা করছি। যাদের পরে পরীক্ষা আছে তারা এই টপিক গুলি ভালো করে দেখেনাও, আশাকরি এই টপিক গুলি থেকেই এই ধরনের প্রশ্ন আসবে। আর যাদের পরীক্ষা এই Shift এ হলো তারা উত্তর গুলো দেখে নাও।
20 February 1st Shift GK এর সমস্ত প্রশ্নোত্তোর
1. নিম্নের কে সঙ্গীতে সর্বপ্রথম ভারতরত্ন পুরষ্কার প্রাপক?
উত্তর- M.S. সুবুলক্ষ্মী। (1998 সালে) (কর্ণাটকী শাস্ত্রীয় সংগীত)
2. নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- গুজরাট।
3. বক্সারের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর- 1764 সালে।
4. বিরজু মহারাজ কোন ঘরানার সাথে মুক্ত?
উত্তর- লক্ষ্ণৌত ঘরানার।
5. সর্বোচ্চ শৃঙ্খ ______?
(গারো পাহারের - নন্দা দেবী - সাতপুরা - ধূপগড়)
6. মেজর ধ্যাচাদ পুরষ্কার _____?
7. ওড়িশি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত?
উত্তর- উড়িষ্যা।
8. মেন্ডেলিপ পর্যায় সারনি ____?
9. নীতি আয়োগ নিম্নের কোনটির পরিবর্তে গঠন করা হয়?
উত্তর- যোজনা আয়োগ
10. কত্থক কোন রাজ্যের সাথে যুক্ত?
উত্তর- উত্তরপ্রদেশ
11. রঙঙ্গস্বামী কোন কোন খেলার সাথে যুক্ত?
উত্তর- হকি।
12. কংগ্রেসের প্রথম অধিবেশন-এ কত জন অংশগ্রহন করেছিল?
উত্তর- 76
13. গুরু গোবিন্দ সিং ____?
14. 86 তম সংবিধান সংশোধন কোনটির সাথে যুক্ত?
উত্তর- 6-14 শিশুদের শিক্ষার।
15. রাজ্য নীতির নির্দেশমূলক নীতি (DPSP) সংবিধানের কোন ভাগের মধ্যে পরে?
উত্তর- ভাগ - IV (ধারা 36-51)
16. অলোকনন্দা ও ভাগিরথী স্পেন স্থানে মিলিত হয়?
উত্তর- দেবপ্রয়াগ।
17. 'হাম্পি' নিম্নের কোন রাজের অন্তর্গত?
উত্তর- কর্নাটক।
18. ভাষা ___?
19. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উমর অবস্থিত?
উত্তর- শতদ্রু।
20. নিম্নের কোন ব্যাক্তি সানাই-এর সঙ্গে যুক্ত?
উত্তর- বিসমিল্লা খান।
এসএসসি জিডি কনস্টেবল 20 ফেব্রুয়ারি 1st Shift পরীক্ষায় আসা জিকে যে সমস্ত প্রশ্ন গুলো দেয়া হয়েছে এগুলি পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করে তুলে ধরা হয়েছে। কোন প্রশ্ন যদি ভুল থাকে বা উত্তর ভুল থাকে তাহলে ক্ষমা প্রার্থী।