(দশম অধ্যায়) আফ্রিকা মহাদেশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণীর ভূগোল || আফ্রিকা মহাদেশ (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Aphrika Mahadesera Questions and Answers
1) কোন্ প্রণালী দ্বারা আফ্রিকা ইউরোেপ থেকে বিচ্ছিন্ন?
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী দ্বারা।
2) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কী? এটি আফ্রিকার কোন্ দিকে অবস্থিত?
উত্তরঃ দ্য গ্রেট রিফট্ ভ্যালি। এটি পূর্বদিকে অবস্থিত।
3) আফ্রিকা কোন্ গোলার্ধে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা মহাদেশ একসঙ্গে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম গোলার্ধে অবস্থিত।
4) আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট কিলিমাঞ্জারো (5895 মিটার)।
5) আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কী?
উত্তর: সাহারা মরুভূমি।
6) অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ মাউন্ট তৌবকল (উচ্চতা 4165 মিটার)।
7) আফ্রিকার দক্ষিণ অংশের প্রধান নদীর নাম কী?
এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ জাম্বেসি; দৈর্ঘ্য প্রায় 2700 কিমি।
8) সাভানা তৃণভূমিতে কী জাতীয় গাছ জন্মায়?
উত্তরঃ অ্যাকাসিয়া, বাওয়াব জাতীয় এবং এলিফান্টা ঘাস দেখা যায়।
9) দক্ষিণ আফ্রিকায় অবস্থিত মরুভূমির নাম কী?
উত্তরঃ কালাহারি মরুভূমি।
10) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ নীলনদ (দৈর্ঘ্য প্রায় 6,650 কিমি)।
11) নাইজার নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ গিনি উপসাগরে।
12) ব্লু নীল কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ টানা হ্রদ থেকে।
13) আফ্রিকা মহাদেশের সীমানা নির্দেশ করো।
উত্তরঃ আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে লোহিতসাগর ও ভারত মহাসাগর; পশ্চিমে আটলান্টিক মহাসাগর; উত্তরে ভূমধ্যসাগর; দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত। আফ্রিকার উত্তর-পূর্বে এশিয়া মহাদেশ এবং দক্ষিণ-পূর্বে অস্ট্রেলিয়া অবস্থিত।
14) আফ্রিকা মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন বলা হত?
উত্তরঃ প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উয়-আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তু-জানোয়ারের ভয় প্রভৃতির জন্য বহুদিন আফ্রিকা মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছোতে পারেনি। এই মহাদেশের অধিকাংশ অংশেই কালাহারি, সাহারার মতো মরুভূমির অবস্থান রয়েছে। এছাড়াও পূর্বে সড়কপথ, রেলপথ, জলপথ অত্যন্ত অনুন্নত হওয়ায় বেশিরভাগ জায়গা মানুষের কাছে অধরাই থেকে গেছে। সেজন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত।
15) আফ্রিকার নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য
লেখো।
উত্তরঃ রচনাধর্মী চনং প্রশ্নের ১নং পয়েন্ট দেখো
16) আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ রচনাধর্মী চনং প্রশ্নের ওনং পয়েন্ট লেখো।
17) আর্গ কী?
উত্তরঃ বায়ুর অপসারণ কাজের ফলে বালি দিয়ে ঢাকা ছোটো ছোটো যে ভূমির সৃষ্টি হয়, তাকে আর্গ বলে।
18) ওয়াদি কী?
উত্তরঃ মরু অঞ্চলে বালুকারাশির মধ্যে হঠাৎ বন্যার জল তার প্রবাহপথে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু তার প্রবাহপথের চিহ্নস্বরূপ শুল্ক খাতটি পড়ে থাকে। এরূপ শুষ্ক খাতকে বলে ওয়াদি।
19) খামসিন কী?
উত্তরঃ গ্রীষ্মকালে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে একপ্রকার উয়, শুষ্ক ও ধূলিপূর্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়, তাকে খামসিন বলে।
20) সাইমুম কী?
উত্তরঃ সাহারা মরুভূমিতে গ্রীষ্মকালে মাঝে মাঝে দিনের বেলায় প্রবল বালির ঝড় দেখা যায়, তাকে সাইমুম বলে।
21) ভেল্ড কাকে বলে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের উপকূলবর্তী সমভূমি অঞ্চলে ছোটো ছোটো, খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে বলে ভেল্ড।
22) গ্রেট রিফট্ ভ্যালির পরিচয় দাও।
উত্তরঃ সৃষ্টি: প্রবল ভূ-আলোড়নের ফলে ভূত্বকের শিলাস্তরে ফাটলের সৃষ্টি হলে ফাটল বরাবর মাঝের অংশ উঠে গিয়ে তার দু-পাশ বা মধ্যবর্তী অংশ বসে গিয়ে গ্রেট রিফট্ ভ্যালি সৃষ্টি হয়েছে।
বৈশিষ্ট্যঃ এটি একটি সংকীর্ণ উপত্যকা। উত্তর-দক্ষিণে 6400 কিমি দীর্ঘ।
23) ইজিপসিয়ান কটন কাকে বলে?
উত্তরঃ নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়, যা সারা বিশ্বে ইজিপসিয়ান কটন নামে পরিচিত।
আরও পড়ো-