Ads Area


বায়ুচাপ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর ভূগোল || বায়ুচাপ Class 7 Question Answer

(তৃতীয় অধ্যায়) বায়ুচাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 

আজ আমার শেয়ার করবো সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বায়ুচাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা তোমারে পরীক্ষা জন্য একদমি গুরুত্বপূর্ণ, তাই সময় নষ্ট না করে নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ে নাও।


সপ্তম শ্রেণীর ভূগোল || বায়ুচাপ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর || বায়ুচাপ Class 7 Question Answer

1) একই বায়ুচাপযুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা। দিয়ে যোগ করে যে রেখা সৃষ্টি হয় তার নাম কী?

 উত্তরঃ সমচাপ রেখা।

2) বায়ুচাপ অঞ্চল বলয় আকারে অবস্থান করলে তাকে কী বলে?

উত্তরঃ চাপবলয়।

3) পৃথিবীপৃষ্ঠে কোনো নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রের ওপরে বায়ুস্তরের যে ওজন বর্তমান তাকে কী বলে?

উত্তরঃ বায়ুচাপ।

4) 986 মিলিবারের কম চাপযুক্ত বায়ুকে কী বলে?

উত্তরঃ নিম্নচাপ।

5) বাতাস বিধ্বংসী রূপ নিলে যে ঝড় সৃষ্টি হয় তাকে কী বলে?

উত্তরঃ সাইক্লোন।

6) বায়ুচাপের ঢাল ও আবর্তন বল সমান হলে সেই বায়ুপ্রবাহকে কী বলে?

উত্তরঃ জিওস্ট্রফিক বায়ু।

7) বায়ুচাপ মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?

উত্তরঃ ফোর্টিনস্ ব্যারোমিটার।

8) 1943 খ্রিস্টাব্দে কোন্ বিজ্ঞানী ব্যারোমিটার আবিষ্কার করেন?

উত্তরঃ টরিসেলি।

9) এপ্রিল-মে মাসে সংগঠিত ঘূর্ণিঝড়কে পশ্চিমবঙ্গে কী বলে?

উত্তরঃ কালবৈশাখী।

10) বায়ুর চাপ কাকে বলে? বায়ুর স্বাভাবিক চাপ কত? 

উত্তরঃ বায়ু তার চারিদিকে যে বল প্রয়োগ করে তাকেই বায়ুর চাপ বলে। অর্থাৎ, পৃথিবীপৃষ্ঠে কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রতি বর্গফুট বা সেমি বা ইঞ্চিতে বায়ুস্তরের যে চাপ, তাকে বায়ুর চাপ বলে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 14.7 পাউন্ড বা 1013.25 মিলিবার।

11) বায়ুপ্রবাহ কাকে বলে?

উত্তরঃ ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল বা অনুভূমিকভাবে বায়ুর একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর বা চলাচলকে বায়ুপ্রবাহ বলে।

12) উচ্চচাপের বায়ু ও নিম্নচাপের বায়ু কাকে বলে?

উত্তরঃ নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী এলাকার বায়ুর চাপের থেকে বেশি হলে, সেই বায়ুকে উচ্চচাপের বায়ু বলে। সাধারণত পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে উচ্চচাপ বিরাজ করে। যেমন-উঁচু পার্বত্য উ অঞ্চল, শীতল মেরু অঞ্চল।

নিম্নচাপের বায়ু: কোনো নির্দিষ্ট এলাকার বায়ুর চাপ পাশের এলাকার বায়ুর চাপের থেকে কম হলে সেই বায়ুকে নিম্নচাপের বায়ু বলে। যেমন-নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায়।

13) বায়ুচাপের ঢাল কাকে বলে?

উত্তরঃ সমচাপরেখার সঙ্গে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে নির্দিষ্ট দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য ঘটে তাকে বায়ুচাপের ঢাল বলে। বায়ুচাপের ঢাল সমচাপ রেখাগুলির পারস্পরিক দূরত্বের ওপর অবস্থান করে। বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর গতিবেগ বাড়ে, ঢাল কমলে বায়ুর গতিবেগ কমে।

14) ঘূর্ণবাত কাকে বলে?

 উত্তরঃ স্বল্প পরিসর স্থানে হঠাৎ কোনো নিম্নচাপের সৃষ্টি হলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে ওই নিম্নচাপের দিকে ছুটে আসে। এর ফলে সৃষ্ট অশান্ত বায়ুপ্রবাহকে বলে ঘূর্ণবাত।

15) সমচাপ রেখা কাকে বলে? 

উত্তরঃ বছরের নির্দিষ্ট সময়ে (জানুয়ারি ও জুলাই) ভূপৃষ্ঠের একই বায়ুর চাপবিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে।

বৈশিষ্ট্যঃ (i) সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব-পশ্চিমে অক্ষরেখার সমান্তরালে অবস্থিত।

(ii) সমচাপ রেখাগুলির মাঝের দূরত্ব বেশি হলে শান্ত আবহাওয়া বিরাজ করে, চক্রাকারে কাছাকাছি অবস্থিত হলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকে।

(iii) সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়।

(iv) সমচাপ রেখাগুলি পরস্পরকে অতিক্রম করে না।

আরও পড়ো-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area