Ads Area


এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর ভূগোল || Esiya Mahadesera Questions and Answers

(নবম অধ্যায়) এশিয়া মহাদেশর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 

আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের (নবম অধ্যায়) এশিয়া মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা তোমরা খুঁজে চলেছো,তাই আর সময় অপচয় না করে নিচের প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও।

সপ্তম শ্রেণীর ভূগোল || এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Esiya mahadesera Questions and Answers

সপ্তম শ্রেণীর ভূগোল || এশিয়া মহাদেশ (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Esiya mahadesera Questions and Answers

1) এশিয়া ও ইউরোপের সীমানায় কোন্ পর্বত অবস্থিত?

 উত্তরঃ ইউরাল পর্বত।

2) পৃথিবীর বৃহত্তম ও জনবহুল মহাদেশ কোন্‌ন্টি?

উত্তরঃ এশিয়া।

3) পৃথিবীর ছাদ কাকে বলে?

উত্তরঃ পামির মালভূমিকে।

4) পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম কী? 

উত্তরঃ সাফানিয়া।

5) এশিয়ায় পর্বতগ্রন্থির সংখ্যা ক-টি?

উত্তরঃ দুটি।

6) পৃথিবীর কোন্ মহাদেশকে 'চরম বৈশিষ্ট্যের মহাদেশ' বলে?

উত্তরঃ এশিয়া মহাদেশকে।

7) এশিয়ায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট।

8) একটি যুগ্ম নদীর নাম লেখো।

উত্তরঃ সাত-এল-আরব (টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী)।

9) ব্রহ্মপুত্র নদের উৎসস্থলের নাম কী? 

উত্তরঃ চেমায়ুং দুং হিমবাহ।

10) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?

উত্তরঃ ইয়াংসি-কিয়াং (দৈর্ঘ্য 5,530 কিমি)।

11) ল্যাভেন্ডার ও রোজমেরি জাতীয় উদ্ভিদ কোন জলবায়ুতে জন্মায়?

উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে।

12) চিন সভ্যতার আঁতুড়ঘর কাকে বলে?

উত্তরঃ হোয়াং-হো নদী উপত্যকাকে।

13) পীত নদী কাকে বলে?

উত্তরঃ হোয়াংহো নদীকে।

14) সরলবর্গীয় অরণ্যের অপর নাম কী?

 অথবা, এশিয়ার বৃহত্তম বনভূমির নাম কী?

উত্তরঃ তৈগা বনভূমি।

15) পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনাগার কোন্টি?

উত্তরঃ আবাদান।

16) পারস্য উপসাগরের মহীসোপানে কোন্ তৈলক্ষেত্র অবস্থিত?

উত্তরঃ সাফানিয়া তৈলক্ষেত্র।

17) এশিয়া মহাদেশের অবস্থান ও আয়তন লেখো।

উত্তরঃ এশিয়া মহাদেশের অবস্থান : পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্বদিকে অবস্থিত। এশিয়া মহাদেশ 1°16' দক্ষিণ অক্ষাংশ থেকে 77°44' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 170° পশ্চিম দ্রাঘিমা থেকে 26° পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।আয়তনঃ এশিয়া মহাদেশের আয়তন 44,579,000 বর্গকিমি। 

18) এশিয়া মহাদেশের সীমা উল্লেখ করো।

উত্তরঃ এশিয়া মহাদেশের পূর্বে প্রশান্ত মহাসাগর ও বেরিং প্রণালী; উত্তরে সুমেরু মহাসাগর; পশ্চিমে ইউরোপ, আফ্রিকা, কৃষ্ণসাগর, ভূমধ্যসাগর, লোহিতসাগর, এডেন উপসাগর; দক্ষিণে ভারতমহাসাগর অবস্থান করেছে।

19) এশিয়া মহাদেশকে 'চরম বৈশিষ্ট্যের মহাদেশ' কেন বলে?

উত্তরঃ এশিয়া মহাদেশের সুউচ্চ পর্বতশ্রেণি, বিরাট

মালভূমি, বিস্তীর্ণ সমভূমি, উর্বর নদী উপত্যকা অবস্থান করায় অন্যান্য মহাদেশের তুলনায় এশিয়া স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত মহাদেশে পরিণত হয়েছে। অর্থাৎ এশিয়া মহাদেশের মতো বৈচিত্র্য অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে 'চরম বৈশিষ্ট্যের মহাদেশ' বলা হয়।

20) পামির গ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণিগুলি কী কী?

 উত্তরঃ পামির গ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণিগুলি হল- 

(i) তিয়েনশান পর্বত, 

(ii) আলতিনতাগ নানশান, 

(iii) কুয়েনলুন পর্বতশ্রেণি, 

(iv) কারাকোরাম পর্বতশ্রেণি, 

(iv) হিমালয় পর্বতশ্রেণি, 

(v) সুলেমান পর্বতশ্রেণি, 

(vi) হিন্দুকুশ পর্বতশ্রেণি। 

21) আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণিগুলি কী কী?

উত্তরঃ আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণিগুলি হল- 

(i) পন্টিক, (ii) টরাস, (iii) এলবুর্জ, (iv) জাগ্রোস।

22) এশিয়ার দক্ষিণের প্রাচীন মালভূমির নাম লেখো। 

উত্তরঃ আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি ও ইন্দোচিন মালভূমি।

23) রেড বেসিন কাকে বলে?

উত্তরঃ ইয়াংসি-কিয়াং নদীর উৎস অঞ্চলে চারটি উপনদীর সঞ্চয়কাজের ফলে গঠিত সেজুয়ান অববাহিকা লাল রঙের বেলেপাথর দিয়ে গঠিত বলে একে রেড বেসিন বলে।

24) চিনের ধানের গোলা কাকে ও কেন বলা হয়? 

উত্তরঃ ইচাং থেকে হুনান পর্যন্ত মধ্য ইয়াংসি অববাহিকার উর্বর সমতলভূমিটি নবীন পলিমাটি দ্বারা গঠিত হওয়ায় কৃষিকাজ খুব ভালো হয় এবং এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। তাই হুনানকে চিনের ধানের গোলা বলা হয়।

25) কাকে এবং কেন 'চিনের শস্যভাণ্ডার' বলা হয়?

উত্তরঃ ইয়াংসি-কিয়াং-এর মধ্য অববাহিকাকে চিনের শস্যভাণ্ডার বলা হয় কারণ এই অঞ্চলে ধান, গম, কার্পাস, আখ, তৈলবীজ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে চাষ করা হয়। তাই ইয়াংসি-কিয়াং-এর মধ্য অববাহিকাকে 'চিনের শস্যভাণ্ডার' বলা হয়।

26) কাকে এবং কেন 'এশিয়ার হল্যান্ড' বা 'চিনের হল্যান্ড' বলা হয়?

উত্তরঃ হুনান থেকে চিনসাগরের মোহানা পর্যন্ত বিস্তৃত ইয়াংসি-কিয়াং-এর মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলে ইউরোপের হল্যান্ডের মতো বহু জলাভূমি, খাল ও সমুদ্র থেকে উদ্ধার করা জমি বা পোল্ডারভূমি দেখা যায়। তাই এই অঞ্চলকে 'এশিয়ার হল্যান্ড' বা 'চিনের হল্যান্ড' বলা হয়।

27) দক্ষিণ-পশ্চিম এশিয়ার কোন কোন অঞ্চলে তৈল উৎপাদন হয়?

 উত্তরঃ দক্ষিণ-পশ্চিম এশিয়ার সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরিন ইত্যাদি দেশে পৃথিবীর মোট খনিজ তেলের প্রায় 30% খনিজ তেল উত্তোলিত হয়।

28) OPEC কী?

 উত্তরঃ OPEC-এর পুরো কথাটি হল 'Organisation of Petroleum Exporting Countries', 1960 খ্রিস্টাব্দে চটি তেল উত্তোলক রাষ্ট্র নিয়ে OPEC-এর জন্ম হয়। এর সদর দফতর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

29) OAPEC কী?

উত্তরঃ OAPEC-এর পুরো নাম হল 'Organisation of Arab Petroleum Exporting Countries', 1968 খ্রিস্টাব্দে এই বাণিজ্যিক সংস্থাটি গঠিত হয়। এর সদর দফতর কুয়েত সিটিতে অবস্থিত।

30) মরুসাগর (Dead Sea) কী?

 উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 390 মিটার নীচে অবস্থিত মরুসাগর পৃথিবীর নিম্নতম হ্রদ। জর্ডনে অবস্থিত এই সাগরের জলে লবণতা অনেক বেশি এবং এখানে কোনো উদ্ভিদ বা প্রাণীর অস্তিত্ব নেই। তাই একে মরুসাগর বলা হয়।

31) সৌদি আরব ও ইরাকের খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ সৌদি আরব: ঘাওয়ার, সাফানিয়া, ধাহরান, দরিয়া, আইনদার ইত্যাদি।

ইরাক : কিরকুম, মাসুল, উমর, সাইদা, নাফতকানে ইত্যাদি।

আরও পড়ো-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area