Ads Area


জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মোগল যুগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর ইতিহাস || Sulatani Mughal Empire Questions and Answers Class 7

(অষ্টম অধ্যায়) জীবন ও সংস্কৃতি: সুলতানি ও মোগল যুগ প্রশ্ন ও উত্তর

আজ আমরা শেয়ার করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস (অষ্টম অধ্যায়) থেকে জীবন ও সংস্কৃতি: সুলতানি ও মোগল যুগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা আগত টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের সাহায্য করবে।


সপ্তম শ্রেণীর ইতিহাস || জীবনযাত্রা ও সংস্কৃতি: সুলতানি ও মোগল যুগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Sulatani and mogala yuga prasna uttara


সপ্তম শ্রেণীর ইতিহাস || জীবনযাত্রা ও সংস্কৃতি: সুলতানি ও মোগল যুগ (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Sulatani and Mogala Juge Prasna Uttara

1) ভক্তিবাদের মূল কথা কী ছিল?

উত্তরঃ ঈশ্বরের প্রতি ভক্তি।

2) শিখদের ধর্মগ্রন্থের নাম কী? 

উত্তরঃ শিখদের ধর্মগ্রন্থের নাম গুরুগ্রন্থসাহিব।

3) দোঁহা কী?

উত্তরঃ কবিরের লেখা দুই লাইনের হিন্দি কবিতা হল দোঁহা।

4) সুফিবাদের 'সুফ' শব্দের অর্থ আরবিতে কী হয়?

উত্তরঃ সুফিবাদের 'সুফ' শব্দের অর্থ আরবিতে হয়-পশম বা উল।

5) নায়নাররা কোন্ ভাষায় ধর্মপ্রচার করত?

উত্তরঃ নায়নাররা তামিল ভাষায় ধর্মপ্রচার করত।

6) দিন-ই-ইলাহির মূল কথা কী ছিল?

উত্তরঃ দীন-ই-ইলাহির মূল কথা ছিল সুল-ই-কুল বা পরধর্মসহিষুতা।

7)'চৈতন্যচরিতামৃত' কে রচনা করেন?

উত্তরঃ কৃম্নদাস কবিরাজ 'চৈতন্যচরিতামৃত' রচনা করেন।

8) কুতুবমিনারের নির্মাণ কাজ কে শেষ করেন?

উত্তরঃ কুতুবমিনারের নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিস। 

9) 'চাহারবাগ' কী? 

উত্তরঃ 'চাহারবাগ' হল চার ভাগে ভাগ করা সাজানো বাগান।

10) আকবর বুলন্দ দরওয়াজা কেন নির্মাণ করেছিলেন?

উত্তরঃ গুজরাট জয়কে স্মরণীয় করার জন্য আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন।

11) দাক্ষিণাত্যে ঔরঙ্গজেব নির্মিত একটি স্থাপত্যের নাম লেখো।

উত্তরঃ দাক্ষিণাত্যে ঔরঙ্গজেব নির্মিত একটি স্থাপত্যের নাম হল 'বিবি-কা-মকবারা'।

12) চারমিনার কোথায় অবস্থিত? 

উত্তরঃ চারমিনার হায়দরাবাদে অবস্থিত। 

 13) দুটি সুফি গোষ্ঠীর নাম লেখো। 

উত্তরঃ দুটি সুফি গোষ্ঠীর নাম হল-চিশতি এবং সুহরাবঙ্গি।

14) ক্যালিগ্রাফি (Calligraphy) কী?

উত্তরঃ ক্যালিগ্রাফি হল হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি।

15) সমা গান কী?

উত্তরঃ সমা গান হল সুফি পিরদের গান।

16) রামায়ণের বাংলা অনুবাদ কে করেন?

 উত্তরঃ রামায়ণের বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা।

17) মহাভারতের বাংলা অনুবাদ কে করেন?

উত্তরঃ মহাভারতের বাংলা অনুবাদ করেন কাশীরাম দাস।

18) শিবায়ন কী?

উত্তরঃ শিবকে নিয়ে লেখা সাহিত্য হল শিবায়ন।

19) পদ্মাবতী কাব্যের লেখক কে?

উত্তরঃ পদ্মাবতী কাব্যের লেখক হলেন সৈয়দ আলাওল।

20) 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি কার লেখা?

উত্তরঃ 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি অলবিরুনির লেখা।

সপ্তম শ্রেণীর ইতিহাসের আরও অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area