( নবম অধ্যায় ) আজকের ভারত : সরকার,গণতন্ত্র ও স্বায়ত্তশাসন প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণীর ইতিহাস || আজকের ভারত : সরকার,গণতন্ত্র ও স্বায়ত্তশাসন ( নবম অধ্যায় ) প্রশ্ন ও উত্তর || West Bengal Class -7 History Question And Answer
1) 'সরকার' শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে?
উত্তর: 'সরকার' শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।
2) 'Govern' শব্দটি অর্থ কী?
উত্তর: 'Govern' শব্দটির অর্থ শাসন করা।
3) মধ্যযুগে ভারতে 'সরকার' শব্দটির মানে কী বোঝাত?
উত্তরঃ মধ্যযুগে ভারতে 'সরকার' শব্দটির মানে শাসনকর্তা বা শাসনব্যবস্থা-দুটিই বোঝাত।
4 )পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো সংবিধান কোন্ দেশের?
উত্তরঃ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো সংবিধান ভারতের।
5) ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তর: ড. বি. আর. আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের প্রধান রূপকার।
6) ভারতীয় সংবিধান অনুযায়ী কত বছর অন্তর নির্বাচনের মাধ্যমে দেশের সরকার বেছে নেওয়া হয়?
উত্তর: ভারতীয় সংবিধান অনুযায়ী পাঁচ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে দেশের সরকার বেছে নেওয়া হয়।
7) ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়।
8) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়।
9) সংবিধান কী?
উত্তরঃ প্রত্যেক দেশই কিছু নিয়মকানুনের দ্বারা পরিচালিত হয়। এই নিয়মকানুন গুলিই সংবিধান হিসেবে পরিচিত।
10) 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি'-র কথা কে প্রথম বলেছিলেন?
উত্তরঃ 'ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি'-র কথা প্রথম বলেছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু।
11) কোন্ দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়?
উত্তর: 26 জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়।
12) সংস্কৃত 'পুর' শব্দের অর্থ কী?
উত্তরঃ সংস্কৃত 'পুর' শব্দের অর্থ হল নগর।
13) শহর বা নগরের স্বায়ত্তশাসন সংস্থাকে কী বলে?
উত্তরঃ শহর বা নগরের স্বায়ত্তশাসন সংস্থাকে পৌরসভা বলে।
14) গ্রামের স্বায়ত্তশাসনমূলক সংস্থা কী নামে পরিচিত?
উত্তর: গ্রামের স্বায়ত্তশাসনমূলক সংস্থা পঞ্চায়েত নামে পরিচিত।
15) অনেকগুলি গ্রাম নিয়ে কী গঠিত হয়?
উত্তর: অনেকগুলি গ্রাম নিয়ে ব্লক গঠিত হয়।
16) কয়েকটি ব্লক নিয়ে কী গঠিত হয়?
উত্তরঃ কয়েকটি ব্লক নিয়ে জেলা গঠিত হয়।
17) ড. বি. আর. আম্বেদকর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: 1891 খ্রিস্টাব্দে ড. বি. আর. আম্বেদকর জন্মগ্রহণ করেন।
18) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে?
অথবা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কী?
উত্তর: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে বোঝায়-যে শাসনব্যবস্থায় কেন্দ্রীয় এবং রাজ্য দুই প্রকার সরকারের ক্ষমতাকেই স্বীকার করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলে।
19) সরকারের একটি কাজের উল্লেখ করো।
উত্তর: সরকারের একটি কাজ হল দেশের শাসনব্যবস্থাকে পরিচালনা করা।
20) পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন সাধারণত কী রূপে দেখা যায়?
উত্তর: পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন সাধারণত দুই ভাবে দেখতে পাওয়া যায়। শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা এবং গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত।
সপ্তম শ্রেণীর ইতিহাসের আরও অধ্যায় থেকে প্রশ্ন ও উত্তর-