Ads Area


ভূমিরূপ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর ভূগোল || Bhumirupa Questions And Answers

(চতুর্থ অধ্যায়) ভুমিরূপের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী,

সপ্তম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর - আজ আমরা তোমরা জন্য ভূগোলের চতুর্থ অধ্যায় ভুমিরুপ থেকে প্রশ্ন ও উত্তর দিতে চলেছি, যা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না নিচের প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নাও।
সপ্তম শ্রেণীর ভূগোল || ভূমিরূপ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর ||  Bhumirupa Questions And Answers

সপ্তম শ্রেণীর ভূগোল || ভূমিরূপ (চতুর্থ অধ্যায়) প্রশ্ন ও উত্তর ||  Bhumirupa Questions And Answers


1) নদীর মোহানা অঞ্চলে পলল সঞ্চয়ের ফলে ডেল্টার মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে কী বলে?

উত্তর: বদ্বীপ সমভূমি।

2) ফ্রান্সের ভোজ কোন্ শ্রেণির পর্বত?

উত্তর: স্তূপ পর্বত।

3) স্তূপ পর্বত সৃষ্টির সময় পার্শ্ববর্তী অঞ্চলে কোন

ভূমিরূপ সৃষ্টি হয়?

উত্তর: গ্রস্ত উপত্যকা।

4) সুউচ্চ শৃঙ্গবিশিষ্ট বহুদূর পর্যন্ত বিস্তৃত শিলাস্তূপকে কী বলে?

উত্তর: পর্বত।

5) একাধিক পর্বত যে স্থান থেকে উৎপন্ন হয় তাকে কী বলে?

উত্তর: পর্বতগ্রন্থি।

6) পামির গ্রন্থি থেকে পশ্চিম দিকে নির্গত একটি পর্বতের নাম লেখো।

উত্তর: হিন্দুকুশ / সুলেমান।

7) ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো।

উত্তর: ব্যারেন ও নারকোনডাম।

8) ভারতের তথা পৃথিবীর একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।

উত্তর: আরাবল্লি পর্বত।

9) বিভিন্ন প্রকার ভাঁজ কোন্ প্রকার পর্বতে দেখা যায়?

 উত্তর: ভঙ্গিল পর্বতে।

10) গভীর উপত্যকা, গিরিখাত, খাড়া ঢাল কোন্ ভূমিরূপের বৈশিষ্ট্য?

উত্তর: পর্বত।

11) হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে কোন্ মালভূমি অবস্থিত?

উত্তর: তিব্বত মালভূমি।

12) ভারতের দাক্ষিণাত্য মালভূমি কীরূপ মালভূমি?

উত্তর: লাভা মালভূমি।

13) পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোন্টি?

উত্তর: তিব্বত মালভূমি (উচ্চতা প্রায় 5000 মিটার)। 

14) কোন্ মালভূমিকে পৃথিবীর ছাদ বলে?

উত্তর: পামির মালভূমি।

15) ভূমিরূপ কাকে বলে?

উত্তরঃ পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের ভূমির আকৃতি, গঠন, উচ্চতা, বন্ধুরতা, ভূমিঢাল-এর তারতম্যের ভিত্তিতে গড়ে ভরা ভূপৃষ্ঠের বিভিন্ন জ্যামিতিক রূপকে বলে ভূমিরূপ। কিমিৰূপকে তিনটি ভাগে ভাগ করা যায়-পর্বত, মালভূমি, সমভূমি।

16) ডেকানট্র্যাপ কী?

 উত্তর: মহারাষ্ট্রের লাভা গঠিত মালভূমিটি ডেকানট্র্যাপ মামে পরিচিত। এটি প্রাচীন গন্ডোয়ানাল্যান্ডের অংশবিশেষ। উৎপত্তি: আজ থেকে প্রায় 6-7 কোটি বছর আগে ভূত্বকের ফাটল দিয়ে তরল ম্যাগমা বেরিয়ে এসে অঞ্চলটিকে চাদরের মতো ঢেকে দেয়। পরবর্তীকালে বায়ু, বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে লাভাস্তরের পার্শ্বদেশগুলি সিড়ির মতো ধাপ সৃষ্টি করে। তাই এই কারণে একে ডেকানট্র্যাপ বলা হয়।

17) পৃথিবী ও ভারতের উচ্চ মালভূমির নাম লেখো।

উত্তর: পৃথিবীর উচ্চ মালভূমিটি হল তিব্বত মালভূমি। এর উচ্চতা প্রায় 5000 মিটার বা 16,000 ফুট। ভারতের উচ্চ মালভূমিটির নাম হল লাদাখ।

18) পর্বত কাকে বলে?

উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটারের বেশি উঁচু, বহুদূর পর্যন্ত বিস্তৃত, শৃঙ্গযুক্ত, শঙ্কু আকৃতির, খুব খাড়া, অধিক তালযুক্ত শিলাস্তূপ পর্বত নামে পরিচিত। উদাহরণ: হিমালয়, রকি, আন্দিজ, আল্পস।

19) মালভূমি কাকে বলে?

উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে গড়ে 300 মিটার উঁচুতে অবস্থিত মৃদু ঢালযুক্ত, শৃঙ্গবিহীন, উপরিভাগ তরঙ্গায়িত টেবিলাকৃতির শিলাস্তূপকে মালভূমি বলে। উদাহরণ: তিব্বত মালভূমি, ছোটোনাগপুর মালভূমি।

20) সমভূমি কাকে বলে?

উত্তর: সমুদ্রপৃষ্ঠের প্রায় সমতলে (100-300 মিটার উচ্চতাযুক্ত) মৃদু ঢালযুক্ত, উর্বর, পলিসমৃদ্ধ, নরম প্রকৃতির বিস্তীর্ণ ভূমিরূপকে সমভূমি বলে। উদাহরণ: লোয়েস সমভূমি, পলিগঠিত সমভূমি।

21) স্তূপ পর্বত কাকে বলে? 

উত্তর: ভূ-আলোড়নের ফলে সৃষ্ট দুটি চ্যুতির মাঝের অংশ উল্লম্ব ও তির্যকভাবে পাশের অংশ থেকে ওপরে উঠে গিয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে।উদাহরণ: ভারতের সাতপুরা, জার্মানির ব্ল‍্যাক ফরেস্ট।

বৈশিষ্ট্য: (i) স্তূপ পর্বতের চারপাশের ঢাল খুব খাড়া হয়।

(ii) স্তূপ পর্বতের সন্নিহিত ভূমিরূপ হল গ্রস্ত উপত্যকা।

22) মালভূমিকে টেবিলল্যান্ড কেন বলে?

উত্তর: শুষ্ক অঞ্চলে মালভূমি যখন সংকীর্ণ নদী উপত্যকা, গিরিখাত দ্বারা বিচ্ছিন্ন হয় তখন মালভূমির ওপরের অংশ একটি টেবিলের মতো সমতল আকার ধারণ করে। তার পাশের অংশ টেবিলের পায়ের মতো নীচে নেমে যায় একে অধিত্যকা বলে। তাই মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয়।

23) গ্রাবেন কী? গ্রস্ত উপত্যকা কাকে বলে?

 উত্তরঃ গ্রস্ত উপত্যকার জার্মান নাম গ্র্যাবেন। গ্রাবেন শব্দটির অর্থ 'Ditch' বা খাত সদৃশ একপ্রকার অবনমন। দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ দু-পাশের অংশ থেকে নীচে বসে গিয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে। উদাহরণ : ভারতের সাতপুরা পর্বতের দু-পাশে নর্মদা ও তাপ্তী নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা অবস্থিত।

24) পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে?

 উত্তরঃ ভঙ্গিল পর্বত বা স্তূপ পর্বত যখন চারদিক থেকে কোনো মালভূমিকে ঘিরে রাখে তখন সেই মালভূমিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। উদাহরণ: ভারতের উত্তরে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে তিব্বত মালভূমি, তুরস্কের পন্টিক ও টরাসের মাঝে আনাতোলিয়া মালভূমি।

বৈশিষ্ট্য: (i) এটি একপ্রকার ভূ-আন্দোলনজাত মালভূমি।

(ii) এই মালভূমির চারপাশে পর্বতগুলি গ্যালারির ন্যায় অবস্থান করে।

(iii) পর্বতবেষ্টিত মালভূমির উচ্চতা অনেক বেশি হয়।

25) ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে?

উত্তরঃ কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত উঁচু মালভূমির ন কোমল অংশ বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হলে কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে উঁচু হয়ে অবস্থান করে। নরম শিলাস্তর সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে টেবিল আকৃতির মালভূমি সৃষ্টি হয় তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। 

উদাহরণ: ভারতের ছোটোনাগপুর মালভূমি।

26) লাভাগঠিত সমভূমি কাকে বলে?

উত্তর: ভূগর্ভের উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এসে বিশাল অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে তোলে তাকে লাভা গঠিত সমভূমি বলে।

উদাহরণ: গুজরাটে এইপ্রকার লাভা সমভূমি দেখা যায়।

বৈশিষ্ট্য: (i) ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে, ক্রমশ শীতল ও কঠিন হয়ে এই সমভূমি গড়ে তোলে।

(ii) লাভা সমভূমি মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।

(iii) এই সমভূমিতে মন্টমারিলোনাইট নামক কাদার উপস্থিতি দেখা যায়।

আরও পড়ো-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area