Ads Area


ভূগোলের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এককথায় || 100 Important Geography Questions

ভূগোলের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এককথায় || 100 Important Geography Questions

ভূগোলের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এককথায়: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | WBP SI | KP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো।

যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

ভূগোলের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এককথায় || 100 Important Geography Questions

ভূগোল সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর



1. ভারতবর্ষের মোট আয়তন কত - 32,87, 782 বর্গ কি.মি.।

2. ভারতবর্ষে মোট শিক্ষার হার কত শতাংশ- 74.04 শতাংশ (পশ্চিমবঙ্গ 77.08)।

3. ভারতের পশ্চিমতম স্থানের নাম কী- গুজরাটের গুহার মোটর (পূর্বতম প্রদেশের কিবিথু)।

4. অরুণাচল প্রদেশে ভারতবর্ষের কয়টি রাজ্যের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে- আটটি (গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম)।

5. পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশের নাম কী- আমেরিকা 

6. আয়তনে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্যের নাম কী- ত্রিপুরা (প্রথম-গোয়া, দ্বিতীয়-সিকিম)।

7. মোট জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্যের নাম কী- মিজোরাম (তৃতীয়-অরুনাচল প্রদেশ)।

8. জনঘনত্ব বেশি অনুযায়ী ভারতের কোন রাজ্য তৃতীয় স্থানে রয়েছে- কেরল (859 জন / বর্গ কি. মি.)।

9. ভারতে জনসংখ্যার ঘনত্ব (2011) হল প্রতি বর্গ কিলোমিটারে 382 জন।

10. উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে, বিহার (1106), পশ্চিমবঙ্গ (1028), এবং উত্তরপ্রদেশ (829) এর জনঘনত্ব বেশি, পক্ষান্তরে কেরালা (860) এবং তামিলনাড়ুর (555) মতো ভারতবর্ষের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত কি. মি.- 7516 কি. মি.।

11. ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি উপকূলীয় অঞ্চল দেখা যায়- গুজরাট (দ্বিতীয় দীর্ঘতম- অন্ধ্রপ্রদেশ)

12. বর্তমানে ভারতবর্ষের দক্ষিণতম স্থান হিসাবে কোন স্থানকে নির্ধারণ করা হয়েছে- তামিলনাড়ুর কন্যাকুমারীর সন্নিকটে কেপকেমরীন।

13. কুদানকুলাম ও জয়িতাপুরে পারমাণবিক কেন্দ্র গড়ে উঠেছে দুটি কেন্দ্র - তামিলনাডুতে অবস্থিত।

14. ভারতবর্ষের লোক সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে- হিন্দি (41.6 শতাংশ)।

15. ভারতবর্ষের 725টি জেলার মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি জেলা রয়েছে- উত্তর প্রদেশ - 75টি। (বর্তমানে মোট জেলা 725টি।)

15) ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে জেলা কম- গোয়া, ২টি।

16. ভারতবর্ষের মোট কত প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে- 64 (সবথেকে বেশি সুন্দরী)।

17. কারাকোরাম পর্বতে অবস্থিত ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী- সিয়াচেন, 76 কি. মি.।

18. অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত- কৃষ্ণা।

19. ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা সবথেকে কম- মিজোরাম, 180 কি. মি.।

20. ভারতবর্ষের সবথেকে বড় জেলার নাম কী- কচ্ছ, গুজরাট (ছোট জেলা- পুডুচেরির মাহে)।

21. ভারতবর্ষের সর্বাধিক এবং সর্বনিম্ন স্বাক্ষর রাজ্যের নাম কী- কেরল এবং বিহার।

22. তম ভাষা সাঁওতালী কত সালে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে- 2004 সালে।

23. ভারত ও পাকিস্তানের মধ্যে র‍্যাডক্লিফ লাইন কত সালে চালু হয়- 1947 সালের 17 আগস্ট।

24. কত সালে কলকাতার মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল- 1974 সালের 29 ডিসেম্বর।

25. ভারতবর্ষের প্রথম গ্রিন মেট্রো স্টেশন কোন রাজ্যে চালু হয়েছে- মহারাষ্ট্রের নাগপুর (2019 সালের 7 ই মার্চ)।

26. ভারতবর্ষের একমাত্র মহিলা চালিত মেট্রো স্টেশনের নাম কী- নেতাজি ভবন (34 জন কর্মী)।

27. ভারতবর্ষের কোন মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ব্যক্তিগত সহায়তায় গড়ে উঠেছে- গুরগাঁও 2013 সালে।

28. ভারতে জুলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়- 1916 সালের। জুলাই।

29. ভারতে বোটানিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়- 1890 সালে।

30. মানব বিকাশে কোন রাজ্য প্রথম স্থান লাভ করেছে- কেরালা।

31. চামুণ্ডী পাহাড় কোন রাজ্যে অবস্থিত- কর্নাটক।

32. কোন রাজ্য 1968 সালে বান্ধবগড় জাতীয় উদ্যান গড়ে তুলেছে- মধ্যপ্রদেশ।

33. পাহাড়ের রাণী কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখণ্ড, মিসৌরি।

34. Gateway of Mocca গুজরাটের কোন স্থানকে বলা হয়- সুরাট।

35. ভারতে নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে- কেরালা (1084/1000জন)

36. ভারতে নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে- হরিয়ানা (877/1000 জন)

37. ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মানব বিকাশে এগিয়ে রয়েছে কোন জেলা- কলকাতা (পিছিয়ে- মালদা)।

38. বিশ্বের প্রথম ম্যানগ্রোভ চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল কোন জেলায়- দক্ষিণ 24 পরগণার ঝাড়খালিতে।

39. কত সালে সুন্দরবন রামসর সাইটের তকমা পেয়েছে- 1992। (জীববৈচিত্র্যের জন্য 2019 সালে)

40. কত সালে সুন্দরবন ন্যাশানাল পার্কের মর্যাদা পেয়েছে- 1984 ।

41. ভারতবর্ষের কোন রাজ্য সবথেকে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে- উত্তরপ্রদেশ আটটি (দ্বিতীয় আসাম সাতটি)।

42. ভারতবর্ষের কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা সবথেকে বেশি- জম্মু কাশ্মীর।

43. উত্তর ভারতের নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য কত কি. মি.- 2900 কি. মি. (ভারতে 885 কি. মি.)।

44. ঝিলাম, চেনাব, রবি, বিপাসা এবং শতদ্রু কোন নদীর উপনদী- সিন্ধু - 3200 কি. মি. (ভারতে 709 কি. মি.)।

45. সোনালী পানীয় কাকে বলে- চা

46. পটাসযুক্ত লাল দোয়াশ মাটিতে কী চাষ সবচেয়ে ভালো হয়- কফি

47. এশিয়া তথা ভারতের বৃহত্তম টানেলের নাম কী - জওহর টানেল, জম্মু কাশ্মীর

48. ভিতরকণিকা কোন নদীর তীরে এবং কোন রাজ্যে অবস্থিত- মহানদী, ওড়িশা

49. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে- কানপুর

50. কোল ইন্ডিয়া কত সালে গড়ে ওঠে- 1975, কলকাতা

51. ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী? রাজধানী কী - গোয়া, পানাজি

52. ইন্দিরা কল কোন রাজ্যে অবস্থিত- জম্মু কাশ্মীর 

53. দক্ষিণবঙ্গের কোন জেলা বেশি জেলার সীমানা আছে - হুগলী, ছয়

54. উত্তরবঙ্গের দশটি উপনদী আছে কোন নদীটির- তিস্তা

55. ভারতের কোন শহরকে ভুজিয়ার শহর বলা হয়- বিকানীর

56. বালটোরা হিমবাহ কোথায় অবস্থিত- কারাকোরাম পর্বত

57. আদম ব্রিজ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে - ভারত শ্রীলঙ্কা

58. পশ্চিমবঙ্গের কোথায় দুটি জাতীয় সড়কের মাঝে একটি বিখ্যাত মন্দির রয়েছে- দক্ষিণেশ্বর

59. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল কোথায়- মালাবার

60. সুরাট কোন নদীর তীরে অবস্থিত- তাপ্তি

61. রামেশ্বরমে অবস্থিত কোন মন্দির বিখ্যাত- শিব (এই মন্দির থেকে এ পি জে আব্দুল কালামের বাড়ি পায়ে হেঁটে 5 মিনিট)।

62. ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোথায় দেখা যায়- চম্বল উপত্যকা

63. স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কোন শহরকে বলা হয় - শিলং

64. স্বর্ণ বিপ্লব বলা হয় কোন ফসলের উৎপাদন বৃদ্ধিকে- আপেল

65. ডিমের উৎপাদন বৃদ্ধি- রজত বিপ্লব ।

66. তৈলবীজের অধিক উৎপাদন- পীত বিপ্লব বা হলুদ বিপ্লব নামে পরিচিত

67. অরুণাচল প্রদেশে শিবালিক পর্বত কী নামে পরিচিত- ডাফলা

68. ভারতের বৃহত্তম ভলভো বাস কারখানাটি কোথায় অবস্থিত - কর্ণাটক

69. রাউরকেল্লা, ভিলাই স্টিল প্লান্ট দুটি কোন দেশের সাহায্যে গড়ে ওঠে- রাউরকেল্লা - জার্মানি, ভিলাই রাশিয়া

70. SAIL কবে গড়ে ওঠে- 1973, চালু 1974

71. ভারতের ডেট্রয়েট কোন শহরের উপনাম- চেন্নাই

72. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়- কোয়েম্বাটুর (উত্তর ভারতের কানপুর)।

73. ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলে- ব্যাঙ্গালোর

74. ভারতের বৃহত্তম স্টিল প্ল্যান্ট এর নাম কী- বোকারো উৎপাদন / ভিলাই

75. TISCO কোন দেশের সহায়তায় কবে কোথায় গড়ে ওঠে- 1907 ইউ.কে. (সুবর্ণরেখা ও খরকাই নদী)

76. IISCO কবে কোথায় গড়ে ওঠে- 1874 সালে দামোদর নদের কুলটি, বার্ণপুর

78. বোকারো স্টিল প্লান্টে কোথা থেকে কয়লা ও ম্যাঙ্গানিজ প্রদান করা হয়- কয়লা ঝরিয়া, ম্যাঙ্গানিজ বাইলাডিলা।

79. প্রাচ্যের শেফিল্ড কাকে কেন বলা হয়- হাওড়া, ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য।

80. ঘুঘুড়ি ও রিষড়া কেন বিখ্যাত- ঘুঘুড়ি কাপড়ের কল ও রিষড়া পাটের কল।

81. ভারতের কাপুরথালা কেন বিখ্যাত- রেলের কোচ ফ্যাক্টরির জন্য।

82. লোকোমটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত- পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন।

83. পশ্চিমবঙ্গের কোথায় বৃহত্তম চিনির শিল্প অবস্থিত - পলাশী, নদীয়া।

84. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে বোকারো ও দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে - বোকারো 2য়, দুর্গাপুর ওয়ান।

85. সালেম কেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন নদীর তীরে গড়ে ওঠে- ভদ্রাবতী, 

86. 1974 বর্তমান সমীক্ষা অনুযায়ী কোন রাজ্যে শিল্পের বিকাশ সবচেয়ে বেশি- গুজরাট।

87. ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি- ব্যাঙ্গালোর।

88. ভারতের বৃহত্তম মাইক্রোসফট কেন্দ্র কোনটি - হায়দ্রাবাদ।

89. পশম শিল্পে প্রথম কোন রাজ্য- মহারাষ্ট্র 

90. দিল্লীর পুসাতে কত সালে গমের গবেষণাগার গড়ে ওঠে- 1905, 1 এপ্রিল, লর্ড কার্জন

91. ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে গ্রিন রিভোলিউসন হয়েছিল- ইন্দিরা গান্ধী

92. Pomumculture কথাটির অর্থ কী- বাণিজ্যিক ভাবে ফল চাষ

93. Viti Culture কথাটির অর্থ কী- সারা বছর আঙুরের চাষ।

94. আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম দেশ কোনটি- ব্রাজিল

95. আখ উৎপাদনে ভারতের যে রাজ্যে প্রথম - উত্তর প্রদেশ

96. ভারতবর্ষের ধান গবেষনায় প্রধান কেন্দ্র, Central Rice Research Institute- উড়িষ্যার কটকে অবস্থিত।

97. পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার- হুগলির চুঁচুড়ায়।

98. পশ্চিমবঙ্গের দ্বিতীয় ধান গবেষণাগার কোথায়- কল্যাণী

99. ভারতের প্রথম মেট্রোরেল কোন রাষ্ট্রপতির আমলে চালু হয়- জ্ঞানী জৈল সিং

100. বদ্বীপ গড়ে ওঠেনি- পশ্চিম বাহিনী গৌহাটি, লখনৌ, কানপুর

101. আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কী- মধ্যপ্রদেশ (বৃহত্তম-রাজস্থান)।

102. ভারতের কোন হ্রদে হানিমুন দ্বীপ ও প্রাতরাশ দ্বীপ আছে- চিলকা

103. কলকাতা কোন কোন নদীর তীরে অবস্থিত- ব্রহ্মপুত্র, গোমতি, গঙ্গা, হুগলী।

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area