ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই 16 Mahajanapadas Questions and Answers সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর || 16 Mahajanapadas Questions and Answers
১) মহাজনপদ কথার অর্থ কি?
উত্তর- বৃহদ রাজ্য
২) মহাজন কথার অর্থ কি?
উত্তর - বৃহদ রাজা
৩) ষোড়শ মহাজনপদ গুলির বর্তমান নাম লেখ-
উত্তর-
কাশী - বারানসী
কোশল - অযোধ্যা
অঙ্গ - পূর্ব বিহার
মগধ - দক্ষিন বিহার
বৃজি - উত্তর বিহার
মল্ল - মালব
চেদী - বুন্দেলখন্ড
বত্স্য - এলাহবাদ
কুরু - দিল্লী
মত্স্য - জয়পুর (রাজস্থান)
শূরসেন - যমুনাতীরবর্তী রাজ্য
অস্মক - গোদাবরী তীরবর্তী রাজ্য
অবন্তী - মধ্যভারত
গান্ধার - পেশোয়ার
কম্বোজ - গান্ধার নিকটবর্তী রাজ্য
৪) ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কোন রাজ্যটি আটটি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে তৈরী ছিল?
উত্তর- বৃজি
৫) ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল?
উত্তর- বৃজি ও মল্ল
৬) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি গনতান্ত্রিক রাজ্য?
উত্তর- মল্ল
৭) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক?
উত্তর- বৃজি
৮) ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কতগুলি রাজ্য রাজতান্ত্রিক ছিল?
উত্তর- ১৪ টি
৯) দক্ষিণ ভারতে গড়ে ওঠা মহাজনপদের নাম কী?
উত্তর- অস্মক
১০) বত্স্যরাজ উদয়নকে কেন্দ্র করে কোন সাহিত্য রচিত হয়েছে?
উত্তর- ভাসের স্বপ্নবাসবদত্তা এবং হর্ষবর্ধনের রত্নাবলি ও প্রিয়দর্শীকা
১১) ষোড়শ মহাজনপদের কোনটি রাষ্ট্রসংঘ নামে পরিচিত?
উত্তর- বৃজি (৩৬টি গনরাজ্য মিলে বৃজি, অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল যদিও পরাজিত হয়। তাই বৃজিকে রাষ্ট্রসংঘ বলা হয়।)
১২) গৌতম বুদ্ধ কোন মহাজনপদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
উত্তর- মল্লতে
১৩) কোন ষোড়শ মহাজনপদের প্রথম রাজা ছিলেন বিম্বিসার?
উত্তর- মগধ
১৪) মগধের রাজধানী কোথায় ছিল?
উত্তর- প্রথম রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহ (বর্তমানে রাজগীর), পরে রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয়।
১৫) কোন মহাজনপদের রাজধানীর নাম বৈশালী?
উত্তর- বৃজি
১৬) শুক্তিমতি কোন জনপদের রাজধানি?
উত্তর- চেদি
১৭) কোন জনপদটি তুলা শিল্পে বিখ্যাত ছিল?
উত্তর- বত্স্য
১৮) কোন জনপদটি দুটিভাগে ভাগ হয়ে যায়?
উত্তর- অবন্তী (উত্তরাংশ - উজ্জয়িনী দক্ষিনাংশ - মহিমতী)
১৯) উদয়ন কোন মহাজনপদের রাজা ছিলেন?
উত্তর- বত্স্য
২০) কোন মহাজনপদের রাজধানীর নাম ইন্দ্রপ্রস্থ?
উত্তর- কুরু।
আরও পড়ুন-