(তৃতীয় অধ্যায়) পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Class-7 Science West Bangal
1)একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো।
উত্তরঃ হাইড্রোজেন পরমাণু।
2)কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কী বলে?
উত্তরঃ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক।
3)নিউক্লিয়ন কাকে বলে?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত কণিকাগুলিকে নিউক্লিয়ন বলে।
4) মৌলের যোজ্যতা সবচেয়ে বেশি কত হতে পারে?
উত্তরঃ আট (8)।
5) কোন্ মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা একই?
উত্তরঃ সাধারণ হাইড্রোজেন।
6) পরমাণুর কোন্ অংশে প্রোটন ও নিউট্রন অবস্থান করে?
উত্তর: নিউক্লিয়াসে।
7) পরমাণুর কোন্ অংশে ইলেকট্রনগুলি অবস্থান করে?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলি অবস্থান করে।
8) কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে। মৌলটির পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ মৌলটির পারমাণবিক সংখ্যা = 11.
9) কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে 17টি প্রোটন ও 1৪টি নিউট্রন আছে। পরমাণুটির ভর সংখ্যা কত?
উত্তরঃ পরমাণুটির ভর সংখ্যা = 17+18 = 35।
10) অক্সিজেন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ৪। একটি অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ ইলেকট্রন সংখ্যা = ৪.
11) ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সম্পর্ক কী?
উত্তরঃ ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা।
12) একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 12। পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?
উত্তরঃ প্রোটন সংখ্যা = 6, ইলেকট্রন সংখ্যা = 6, নিউট্রন
সংখ্যা = 12 – 6 = 6. -
13) A পরমাণুটির পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?
উত্তরঃ প্রোটন সংখ্যা =11, ইলেকট্রন সংখ্যা = 11 এবং নিউট্রন সংখ্যা = 23-11 = 12.
14) পরমাণুর মূল কণিকাগুলির নাম লেখো। এদের আধানের প্রকৃতি কীরূপ?
উত্তরঃ পরমাণুর মূল কণিকাগুলির নাম-প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটনের আধান ধনাত্মক, ইলেকট্রনের আধান ঋণাত্মক এবং নিউট্রনের কোনো আধান নেই।
15) ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কোনটি নিস্তড়িৎ ও কোল্টি ধনাত্মক আধানবাহী কণিকা?
উত্তরঃ নিউট্রন নিস্তড়িৎ কণিকা এবং প্রোটন ধনাত্মক আধানবাহী কণিকা।
16) প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন পরমাণুর কোন অংশে অবস্থান করে?
উত্তরঃ প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।
17) মৌলের পরমাণু নিস্তড়িৎ হয় কেন?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। একটি প্রোটন ও একটি ইলেকট্রনের তড়িতের বা চার্জের পরিমাণ সমান কিন্তু বিপরীতধর্মী। তাই মৌলের পরমাণু নিস্তড়িৎ হয়।
18) পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক: কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন-কার্বন পরমাণুর নিউক্লিয়াসে ৪টি প্রোটন থাকে। সুতরাং, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6।
আরও পড়ো সপ্তম শ্রেণীর বিজ্ঞান-