Ads Area


পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর বিজ্ঞান || Poribesh O Jonoswasthyo Questions And Answers Class- 7 Science

 (অষ্টম অধ্যায়) পরিবেশ ও জনস্বাস্থ্য

তোমরা যারা সপ্তম শ্রেণীর বিজ্ঞান (অষ্টম অধ্যায়)  পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ তা এই নিচের পোস্টে দেওয়া আছে, যা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই আর দেরি না করে নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ে নাও।


সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Poribesh O Jonoswasthyo Questions Answers Class-7 Science


সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Poribesh O Jonoswasthyo Questions Answers Class-7 Science


১) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):

1)খুস খুসে কাশি কোন্ রোগের লক্ষণ?

(a) কমন কোল্ড

(b) যক্ষ্মা

(c) ইনফ্লুয়েঞ্জা

(d) ম্যালেরিয়া

উত্তর:(b) যক্ষ্মা

2) কলেরা রোগের কারণ

(a) জিয়ার্ডিয়

(b) এন্টামিবা হিস্টোলাইটিকা

(c) ভিব্রিও কলেরি

 (d) প্লাসমোডিয়াম

উত্তর:(c) ভিব্রিও কলেরি

3) স্ত্রী অ্যানোফিলিস মশা কোন্ রোগের জীবাণু বহন, করে?

(a) ফাইলেরিয়া

(b) ডেঙ্গু

(c) টাইফয়েড

(d) ম্যালেরিয়া

উত্তর: (d) ম্যালেরিয়া

4) স্ত্রী এডিস মশা কোন্ রোগের জীবাণু বহন করে?

(a) ডেঙ্গু

(b) ম্যালেরিয়া

(c) ফাইলেরিয়া

(d) কালাজ্বর

উত্তর:(a) ডেঙ্গু

5) ঘুম রোগের জীবাণুর নাম

(a) লিশম্যানিয়া

(b) ট্রাইপ্যানোসোমা

(c) উচেরেরিয়া

(d) কোনোটিই নয়

উত্তর:(b) ট্রাইপ্যানোসোমা

6) ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম

(a) ট্রাইপ্যানোসোমা

(b) উচেরেরিয়া

(c) প্লাসমোডিয়াম

(d) লিশম্যানিয়া

উত্তর:(c) প্লাসমোডিয়াম

7) র‍্যাট ফ্লি কোন্ রোগের জীবাণু বহন করে?

(a) কালাজ্বর

(b) প্লেগ

(c) ডেঙ্গু

(d) ঘুম রোগ

উত্তর:(b) প্লেগ

8) কালাজ্বর বাহক পতঙ্গের নাম কী?

(a) র‍্যাট ফ্লি

(b) বালি মাছি

(c) সিসি মাছি

(d) সাধারণ মাছি

উত্তর:(b) বালি মাছি

9) ইনফ্লুয়েঞ্জা হল একটা

(a) বায়ু বাহিত রোগ

(b) মশা বাহিত রোগ

(c) মাছি বাহিত রোগ

(d) জল বাহিত রোগ

উত্তর:(a) বায়ু বাহিত রোগ

10) বালি মাছি বের হয় কখন?

(a) সন্ধ্যার পর

(b) দিনের বেলায়

(c) সন্ধ্যার আগে

(d) ভোরের বেলায়

উত্তর: (a) সন্ধ্যার পর

11) শূকরের ফিতাকৃমি হল

(a) Ascaris lumbricoides

(b) Taenia saginata

(c) Taenia solium

(d) Wuchereria bancrofti

উত্তর:(c) Taenia solium

12) গোলকৃমি সংক্রান্ত রোগকে বলে

(a) টিনিয়েসিস

(b) অ্যাসকারিয়েসিস

(c) ডায়ারিয়া

(d) গোদ

উত্তর:(b) অ্যাসকারিয়েসিস

13) Taenia saginata-এর অন্তর্বর্তী পোষক হল

(a) মানুষ

(b) শূকর

(c) গোরু

(d) স্ত্রী কিউলেক্স মশা

উত্তর:(c) গোরু

14) গোদ কৃমির নির্দিষ্ট পোষক হল

(a) মানুষ

(b) শূকর

(c) গোরু

(d) মশা

উত্তর:(a) মানুষ

15) বটুলিসম বা খাদ্য বিষাক্ত কোন্ জীবাণুর দ্বারা হয়?

(a) Staphylococcus aureus

(b) Clostridium botulinum

(c) Salmonella typhi

(d) কোনোটিই নয়

উত্তর:(b) Clostridium botulinum

16) একটি উপকারী ব্যাকটেরিয়া হল

(a) ক্লসট্রিডিয়াম

(b) স্ট্যাফাইলোকক্সাস

(c) এসচেরিচিয়া

(d) কোনোটিই নয়

উত্তর:(c) এসচেরিচিয়া

17) শিয়ালকাঁটার বীজের তেলের অপকারিতা হল

(a) ল্যাথাইরিজম

(b) রক্তাল্পতা

(c) হজমের গণ্ডগোল

(d) আন্ত্রিক রোগ

উত্তর:(d) আন্ত্রিক রোগ

18) তেঁতুল বীজের গুঁড়ো মেশানো হয়

(a) লংকার গুঁড়োয়

(b) কফিতে

(c) বেসনের সঙ্গে

(d) সরষের তেলে

উত্তর:(b) কফিতে

19) কলকারখানা থেকে যে রোগ সংক্রামিত হয় তা হল

(a) ডায়ারিয়া

(b) হেপাটাইটিস

(c) ফাইলেরিয়া

(d) ক্যানসার

উত্তর:(d) ক্যানসার

20) মেটালিন ইয়েলো   (Metalin yellow) ব্যবহারের ফলে কোন্ রোগ হতে পারে?

(a) ক্যানসার

(b) গ্লুকোমা

(c) রক্তাল্পতা

(d) পা অবশ হয়ে যাওয়া

উত্তর:(a) ক্যানসার

২) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) মন খারাপ করে একা একা বসে থাকাটা কোন্রো গের সমস্যা?

উত্তরঃ ডিপ্রেসন বা মানসিক অবসাদ।

2) সহপাঠীদের বিরক্ত করা-এটি কোন্ রোগের ক্ষেত্রে হয়?

উত্তর: মনযোগহীনতা।

3) দুটি ছোঁয়াচে রোগের নাম লেখো।

উত্তরঃ কলেরা, বসন্ত।

4) ওষুধের সাহায্যে মনের বিভিন্ন রোগ সারাতে হলে   আমরা কাদের সাহায্য নিই?

উত্তর: মনোচিকিৎসকদের।

5) বাহক কাকে বলে?

উত্তরঃ যেসব প্রাণী রোগজীবাণু বহন করে এবং রোগ ছড়ায় তাদের রোগের বাহক বলে। যেমন-মশা, মাছি।

6) বায়ুঘটিত দুটি রোগের নাম বলো।

উত্তর: কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা।

7) অ্যালার্জেন কী?

উত্তরঃ যেসব বস্তু থেকে অ্যালার্জি সৃষ্টি হয়, তাদের অ্যালার্জেন বলে।

8) উদরাময় রোগের কারণ কী?

উত্তর: জিয়ার্ডিয়া, এন্টামিবা প্রভৃতি প্রোটোজোয়াঘটিত

জীবাণু।

9) কিউলেক্স মশা কোথায় ডিম পাড়ে?

উত্তরঃ অপরিচ্ছন্ন ও আবদ্ধ জলে।

10) মশার লার্ভা ভক্ষণকারী দুটি মাছের নাম উল্লেখ করো।

উত্তরঃ তেচোখা, তেলাপিয়া।

11) থার্মোমিটার যন্ত্রে কোন্ ধাতু ব্যবহার করা হয়?

উত্তর: পারদ।

12) কম আলোতে কাজ করলে কী সমস্যা হবে?

উত্তরঃ চোখের সমস্যা।

13) রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কোন্ রোগের প্রকোপ দেখা যায়?

উত্তর: ডায়াবেটিস।

14) কোন্ ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে?

উত্তর: ল্যাকটোব্যাসিলাস।

15) দুধে জল আছে কি না জানার জন্য কোন্ যন্ত্রের সাহায্য নেওয়া হয়?

উত্তরঃ ল্যাকটোমিটার।

16) ORS-এর পুরো নাম লেখো।

উত্তর: Oral Rehydration Solution |

17) পরজীবী কাদের বলে?

উত্তরঃ যেসব প্রাণী পোষকের দেহ থেকে পুষ্টিরস খেয়ে বেঁচে থাকে এবং পোষকের ক্ষতি করে, তাদের পরজীবী বলে।

18) অ্যালার্জির প্রতিকার কী?

উত্তরঃ (i) কোন্ খাবার থেকে অ্যালার্জি হচ্ছে তা জেনে সেই খাদ্য না খাওয়া। (ii) ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়া।

19) ভেজাল খাদ্য বলতে কী বোঝো?

উত্তরঃ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কোনো পদার্থ খাদ্যে মেশালে বা খাদ্য থেকে কোনো উপকারী উপাদান অপসারণ করলে তাকে ভেজাল বলে। ভেজাল মেশানো খাদ্যকে ভেজাল খাদ্য বলে।

20) কয়েকটি ভেজাল খাদ্যের উদাহরণ দাও।

উত্তর: (i) জল মেশানো দুধ, দুধের ঘনত্ব বাড়ানোর জন্য আটা/ময়দা মেশানো। (ii) চা বা কফির সঙ্গে তেঁতুল বীজের গুঁড়ো বা কাঠের গুঁড়ো মেশানো।

21) যক্ষ্মা রোগ কীভাবে প্রতিকার করা যায়? 

উত্তরঃ শৈশবে BCG টিকা গ্রহণ করতে হবে। রোগীকে আলাদাভাবে রাখতে হবে এবং রোগীর ব্যবহার করা জীবাণুযুক্ত জিনিসপত্র নষ্ট করে দিতে হবে। 

22) অ্যালার্জির লক্ষণগুলি লেখো। 

উত্তর: হাঁচি ও কাশি, পেট ব্যথা, ত্বকে উদ্ভেদ, ত্বকে চুলকানি, নাক, চোখ জ্বালা ইত্যাদি।

23) কলেরা রোগের প্রতিকারগুলি লেখো।

উত্তর: (ⅰ) ঘন ঘন ORS সেবন, (ii) বিশুদ্ধ ফোটানো জল পান করা, (iii) রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া এবং স্যালাইন দেওয়া, (iv) কলেরা ভ্যাকসিন নিয়ে রোগ প্রতিহত করা।

24) আমাশয় রোগের লক্ষণগুলি কী কী?

উত্তরঃ (i) পেট ব্যথা সহ অনবরত অল্প অল্প মল ত্যাগ। (ii) মলের সঙ্গে মিউকাস ও রক্তের উপস্থিতি। (iii) সামান্য জ্বরও থাকতে পারে।

25) মিনামাটা রোগের উপসর্গগুলি কী কী? 

উত্তরঃ এই রোগের কয়েকটি উপসর্গ হল-(i) পেশির খিঁচুনি, (ii) দেহ ধনুকের মতো বেঁকে যায়, (iii) জিহ্বা ও মুখের অসাড়তা, (iv) বিকলাঙ্গ ও অন্ধ শিশুর জন্ম ইত্যাদি। 

26) স্বাস্থ্য রক্ষার উপায়গুলি কী কী?

উত্তরঃ স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজন রোগ প্রতিরোধ যা নিম্নরূপে সম্পন্ন হয়-(ⅰ) টীকাকরণ পদ্ধতি, (ii) রোগ নির্ণয় ও তার চিকিৎসা, (iii) ভালো পরিবেশে বসবাস করা, (iv) উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, (v) প্রতিবাদী মানুষের পুনর্বাসন, (vi) জীবনকুশলতার শিক্ষা।

27) অটিজিম রোগে কী ধরনের সমস্যা দেখা যায়? উত্তর: (i) একই কাজ বারবার করে, (ii) অচেনা পরিবেশে মানিয়ে নিতে পারে না, (iii) পড়াশোনায় অনেক পিছিয়ে পড়ে, (iv) আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে রাখে, (v) সামান্য উত্তেজনায় সংবেদনশীল হয়, আবার অনেক সময় উত্তেজনায় সাড়া দেয় না।

28) এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর: (i) আকারে বড়ো এবং মোটা। (ii) উদরটি লম্বা ও মোটা। উদরে সাদা-কালো ডোরা দাগ। (iii) ওড়ার সময় শব্দ হয় না। (iv) ডানায় মোটা দাগ। (v) দিনের বেলায় বেরোয়। (vi) বসার স্থানের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। 

29) ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কী কী? 

উত্তরঃ (i) হাঁচি ও কাশি, (ii) প্রচণ্ড গা-হাত-পা ব্যথা, (iii) তীব্র মাথার যন্ত্রণা, (iv) জ্বর-উচ্চ তাপমাত্রা এবং (v) খাদ্যে অনীহা।

30) উদরাময় রোগের প্রতিকারগুলি কী কী? 

উত্তর: (i) জল ফুটিয়ে খাওয়া। (ii) ORS ঘন ঘন পান করা। পরিবর্তে নুন চিনির জল পান করা। (iii) ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন।

31) কেইসন রোগ কাদের হয়?

উত্তরঃ যে সমস্ত ব্যক্তিরা দিনের বেশিরভাগ সময় উচ্চচাপযুক্ত অঞ্চলে কাজ করে তাদের সাধারণত এই রোগ হয়। উদাহরণস্বরূপ, যারা সমুদ্রে বা নদীতে ডুবুরির কাজ করে তারা অনেক সময় ধরে জলের নীচে উচ্চচাপযুক্ত অঞ্চলে কাজ করে। এর ফলে তাদের সংবহনতন্ত্র ও স্নায়ুতন্ত্রে যেসকল পরিবর্তন ঘটে, তার ফলস্বরূপ কেইসন রোগের সৃষ্টি হয়।

আরও পড়ো সপ্তম শ্রেণীর বিজ্ঞান-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area