(সপ্তম অধ্যায়) পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ
আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান এর সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ নামক এই অধ্যায়ের আলোচ্য বিষয় গুলি হল জলবায়ুর পরিবর্তন জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস, বর্জ্য ও মানব স্বাস্থ্যের ঝুঁকি, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। চলো নিচের পোস্টে দেখে নাও।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান || পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || Class-7 Science Questions And Answers
১)সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
1) ব্যাটারি তৈরিতে কোন্ ধাতুটি ব্যবহৃত হয়?
(a) লোহা
(b) সিসা
(c) তামা
(d) ক্যাডমিয়াম
উত্তর: (b) সিসা
2) সালোকসংশ্লেষকালে উদ্ভিদ বায়ুতে কোন্ গ্যাস বর্জন করে?
(a) অক্সিজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) কার্বন মনোক্সাইড
(d) নাইট্রোজেন
উত্তর: (a) অক্সিজেন
3) সমগ্র পৃথিবীর জীবের মধ্যে উদ্ভিদের পরিমাণ হল
(a) 99%
(b) 75%
(c) 80%
(d) 70%
উত্তর: (a) 99%
4) অরণ্যের মধ্যে বসবাসকারী বেশিরভাগ প্রাণীই হল
(a) বিয়োজক
(b) পরিবর্তক
(c) খাদক
(d) উৎপাদক
উত্তর: (c) খাদক
5) ম্যানগ্রোভ অরণ্যের গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে নাইট্রোজেন সরবরাহ করে
(a) 50 kg
(b) 47 kg
(c) 30 kg
(d) 25 kg
উত্তর: (b) 47 kg
6) কোনটি গ্রিনহাউস গ্যাস?
(a) মিথেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) অক্সিজেন
উত্তর: (a) মিথেন
7) প্রবাল প্রাচীর কত শতাংশ পৃথিবীর সমুদ্রতলের অংশ দখল করে রেখেছে?
(a) 25 শতাংশ
(b) 30 শতাংশ
(c) 50 শতাংশ
(d) 18 শতাংশ
উত্তর: (a) 25 শতাংশ
8) কোন্ ঋতুতে বন্যা হয়?
(a) শীত
(b) গ্রীষ্ম
(c) শরৎ
(d) বর্ষা
উত্তর: (d) বর্ষা
9) পলাশ ফুল কখন ফোটে?
(a) বসন্তকালে
(b) শীতকালে
(c) গ্রীষ্মকালে
(d) শরৎকালে
উত্তর: (a) বসন্তকালে
10) ইলিশ মাছ ডিম পাড়ে
(a) শীতকালে
(b) বসন্তকালে
(c) গ্রীষ্মকালে
(d) বর্ষাকালে
উত্তর: (d) বর্ষাকালে
11) কুইনাইন উপক্ষার পাওয়া যায়
(a) সর্পগন্ধা
(b) সিঙ্কোনা
(c) নিম
(d) তুলসী
উত্তর: (b) সিঙ্কোনা
২) অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1) আবহাওয়া কী?
উত্তরঃ আবহাওয়া হল একপ্রকার বায়ুমণ্ডলীয় অবস্থা যা খুব দ্রুত পরিবর্তিত হতে পারে।
2)কোন ঋতুতে গরম লাগে?
উত্তর: গ্রীষ্মকালে (ঋতুতে) গরম লাগে।
3) জীবাণু কাকে বলে?
উত্তরঃ খালি চোখে দেখা যায় না এমন জীবদের জীবাণু বলে।
4) জীববৈচিত্র্য কয়প্রকার ও কী কী?
উত্তর: জীববৈচিত্র্য তিন প্রকার, যথা-জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
5) ইন্দো-বার্মা হটস্পটের অন্তর্গত অঞ্চলগুলি কী কী?
উত্তরঃ মেঘালয়, অরুণাচল প্রদেশ।
6) কল-কারখানার পরিত্যক্ত ধাতু থেকে কোন্ কোন্ রোগ সৃষ্টি হয়?
উত্তরঃ ক্যানসার, চর্মরোগ, স্নায়ুরোগ ইত্যাদি।
7) কয়েকটি বিপন্ন প্রাণীর নাম লেখো।
উত্তরঃ প্যাঁচা, ভাম, হনুমান, বাঘ ইত্যাদি।
8) প্রবাল কী?
উত্তরঃ প্রবাল বা কোরাল হল একরকমের কণ্টকত্বকী অমেরুদণ্ডী প্রাণী।
9) আমাদের দেশে ক-টি ঋতু আছে?
উত্তরঃ ছয়টি ঋতু আছে। যথা-গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
10) গ্রিনহাউস গ্যাসগুলি কী কী?
উত্তরঃ CO2, CH4, N₂O, CFCs, CO, NH₃ ইত্যাদি।
11) জলবায়ু কী?
উত্তরঃ আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা।
12) সুন্দরবনে কোন্ অরণ্য দেখা যায়?
উত্তর: ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়।
13) বসন্তকালে কোন্ গাছে মুকুল আসে?
উত্তর: আম গাছে।
14) কোন্ কোন্ প্রাকৃতিক বিপর্যয়ে জীববৈচিত্র্যের বিলুপ্তি ঘটেছে?
উত্তরঃ খরা, ভূমিকম্প, সুনামি, বন্যা ইত্যাদি।
15) NASA কী?
উত্তরঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
16) পৃথিবীর কোন্ অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়।
উত্তরঃ ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়।
17) মৃগনাভি কোন্ প্রাণী থেকে পাওয়া যায়?
উত্তরঃ কস্তুরী মৃগ থেকে।
18) গঙ্গা নদীতে লুপ্তপ্রায় একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
উত্তরঃ গঙ্গা নদীতে লুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীটি হল-
গঙ্গার শুশুক।
19) অনেকগুলি খাদ্যশৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে কি তৈবি করে?
উত্তরঃ অনেকগুলি খাদ্যশৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে।
20) পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো।
উত্তর: পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হল-জলদাপাড়া।
21) বিলুপ্ত প্রায় প্রজাতি কাকে বলে?
উত্তরঃ যে সকল প্রাণীর বিলুপ্ত হবার সম্ভাবনা দেখা যায় এবং যাদের কোনো ভাবেই পুনরুদ্ধার করার সম্ভাবনা খুবই কম থাকে, তাদের বিলুপ্তপ্রায় প্রজাতি বলে।
22) খাদ্য-শৃঙ্খল কাকে বলে?
উত্তরঃ বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য-খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন খাদক প্রাণীর মধ্য দিয়ে খাদ্যশক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের রূপকেই খাদ্য-শৃঙ্খল বলে।
23) বায়োডাইভারসিটি কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায়, তাকেই বায়োডাইভারসিটি বলে।
24) প্রাথমিক খাদক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব খাদক খাদ্যের জন্য সরাসরি স্বভোজী জীব অর্থাৎ উদ্ভিদের ওপর নির্ভরশীল, তাদের প্রাথমিক খাদক বলে। যেমন-স্থলজ ও জলজ কীটপতঙ্গ, জলজ কবচী শ্রেণির প্রাণী, তৃণভোজী প্রাণী ইত্যাদি।
25) পরিবেশের এমন দুটো গ্যাসীয় পদার্থের নাম লেখো, বিশ্ব উন্নায়নে যাদের ভূমিকা আছে।
উত্তরঃ কার্বন-ডাইঅক্সাইড এবং ক্লোরোফ্লুরো কার্বন।
26)ভারতের ভৌগোলিক সীমার মধ্যে আছে এমন দুটো বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো।
উত্তরঃ পূর্ব-হিমালয় এবং ইন্দো-বার্মা হটস্পট।
27) গ্লোবাল ওয়ামি কী?
উত্তরঃ পৃথিবীর থেকে যে তাপমাত্রা বিকিরিত হয়ে শূন্যে মিলিয়ে যায় তা পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় পদার্থগুলিতে আটকে যায়। ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মি বলে।
28) পরিবেশ কাকে বলে?
উত্তরঃ আমাদের চারপাশের যে জগৎ অর্থাৎ গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখি, আলো, বাতাস, জল, উন্নতা নিয়ে যে জগৎ তাকেই পরিবেশ বলে।
29) বায়োডাইভারসিটি হটস্পট কী?
উত্তরঃ পৃথিবীর যেসকল অঞ্চলে বহুসংখ্যক প্রজাতি বসবাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেইসব অঞ্চলকে বায়োডাইভারসিটি হটস্পট বলে।
30) হিমালয়ে অবস্থিত কয়েকটি হিমবাহের নাম উল্লেখ করো।
উত্তর: (i) গঙ্গোত্রী হিমবাহ, (ii) যমুনোত্রী হিমবাহ, (iii) জেমু হিমবাহ।
31) পরিবেশ দূষণের জন্য পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে এমন দুটি জীবের নাম লেখো।
উত্তর: গঙ্গার শুশুক ও কোয়ালা ভালুক এই দুটি প্রাণী এমন দুটি জীব যাদের পরিবেশ দূষণের জন্য হারিয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা দেখা যায়।
32) পরিবেশের উপাদানগুলি সম্পর্কে লেখো।
উত্তরঃ পরিবেশের উপাদানগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় যথা- জড়পরিবেশ ও সজীব পরিবেশ।জড়পরিবেশের অন্তর্গত উপাদানগুলি হল-আলো, বাতাস, মাটি, জল, উন্নতা ইত্যাদি। সজীব পরিবেশের উপাদানগুলি হল-উদ্ভিদ (বীরুৎ, গুল্ম, বৃক্ষ জাতীয়); প্রাণী (কীটপতঙ্গ, মাছ, উভচর, পক্ষী স্তন্যপায়ী) এবং জীবাণু (ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া)।
33) গ্রিনহাউস কী?
উত্তর: এটি হল কাচের তৈরি একটি আবদ্ধ ঘর। যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু ও তাপমাত্রায় সবুজ গাছপালা চাষ করা হয়। এই কক্ষের কাচ একমুখী পথের কাজ করে। অর্থাৎ কাচের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট সূর্যালোক প্রবেশ করে তাপ সৃষ্টি করে। ঘরের তাপ স্বচ্ছ কাচের আবরণ ভেদ করে বাইরে আসতে পারে না।
34) গ্রিনহাউস প্রভাব কী?
উত্তরঃ পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি ফিরে যাওয়ার সময় যেমন একদিকে রশ্মিগুলির তাপ হ্রাস পায় অপরদিকে তাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়। যার ফলে বায়ুস্তরে অবস্থিত CO₂ জলীয়বাষ্প এবং ওজোন গ্যাস দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। যার জন্য ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকেই গ্রিনহাউস প্রভাব বলা হয়।
35) জিন ভাণ্ডার হিসেবে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো।
উত্তরঃ প্রকৃতপক্ষে জীববৈচিত্র্য হল নানাপ্রকার জিন ভান্ডারের পরিচায়ক, জীবের এই জিনসম্ভার মানুষের কাছে এক বিশেষ অমূল্য সম্পদ। বর্তমানে পছন্দসই জিন আহরণ করে অন্য জীবে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরী করা সম্ভবপর হয়েছে।
36) মিনামাটা রোগের লক্ষণগুলি উল্লেখ করো।
উত্তর: (i) মস্তিষ্কের স্নায়ুকোশ ধ্বংস হওয়া। (ii) অকাল বধিরতা সৃষ্টি হওয়া। (iii) দৃষ্টিহীনতা এবং পেশির অসাড়তা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।
37) পরিবেশ দূষণের ফলে প্রাণীদের ওপর কীরূপ প্রভাব পড়েছে?
উত্তর: (i) চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহারের ফলে বহুশস্য ভক্ষণকারী প্রাণীর বিলুপ্তি ঘটছে। (ii) জলাশয়ে শিল্পে বর্জ্য, কৃষিজ সার, কীটনাশক মেশার ফলে বহু মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। (iii) গঙ্গা নদীতে শিল্পের বর্জ্য ও কৃষিজ রাসায়নিক মিশ্রিত হওয়ার ফলে মাছ সহ ডলফিন বিলুপ্ত হতে চলেছে।
38) উদ্ভিদ বৈচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো।
উত্তর: বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা: (i) পরিবেশ 02 ও CO₂ র সমতা বজায় রাখা। (ii) বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য - বজায় রাখা। (iii) বন্যা, খরা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। (iv) জীবণ ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান (কাঠ, খাদ্য, ভেষজ) ইত্যাদির জোগান বজায় রাখে।
39) পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তর: (ⅰ) গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। (ii) গাছ পাতার সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়ায় জলীয়বাষ্প ত্যাগ করে। এই জলীয় বাষ্প মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে। (iii) গাছ দ্বারা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য খেয়ে আমরা জীবনধারণ করি।
40) যে সকল শ্রমিকরা ছাপাখানায় কাজ করে তাদের কী কী রোগজনিত সমস্যা দেখা যায়?
উত্তর: (i) লেডের (Pb)-র প্রভাবে ক্ষুধামন্দা, বমি বমি ভাব দেখা যায়। (ii) রক্তাল্পতা লক্ষ করা যায়। (iii) ঘুমের ব্যাঘাত পরিলক্ষিত হয়।
41) ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি কী কী?
উত্তর: (i) সমুদ্র উপকূলবর্তী অরণ্য। (ii) জোয়ার ভাটা সমন্বিত আবদ্ধ জলাভূমিতে খনিজ লবণ অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকে। (iii) এখানে বৈশিষ্ট্যপূর্ণ লবণাম্বু উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে। যেমন সুন্দরী, গরান, বোড়া কেওড়া ইত্যাদি।
আরও পড়ো সপ্তম শ্রেণীর বিজ্ঞান-