মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ || WBBSE Madhyamik Geography Suggestion 2025
প্রিয় ছাত্র ছাত্রী,
আজ আমার মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ নিয়ে এসেছি যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি। এই WBBSE Madhyamik Geography Suggestion 2025 সম্পূর্ণরূপে সিলেবাসে উপর ভিত্তি করে। সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী, প্রশ্নের মান, অধ্যায় ভিত্তিক প্রশ্ন গুলি পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2025 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। Madhyamik Geography 2025 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কোন প্রশ্ন কোন সালে এসেছে সেই গুলোও পাশে দেওয়া আছে। আর দেরি না করে মাধ্যমিক ভূগোল 2025 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন গুলি ভালোকরে দেখেনাও।
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫
প্রশ্নের মান: ২ (২×৬=১২)
৩.১ বহির্জাত প্রক্রিয়া (নদীর কাজ/ বায়ুর কাজ/ হিমবাহের কাজ):
ক) বহির্জাত প্রক্রিয়া: পর্যায়ন (২০২২)/ আরোহন/অবরোহন।
খ) নদীর কাজ: মন্থকূপ/আদর্শ নদী/জল চক্র/কিউসেক ও কিউমেক/ ষষ্ঠঘাতের সূত্র/বদ্বীপ ও প্রকারভেদ / পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? (২০১৭) / প্লাবনভূমি / প্রপাত কূপ (২০২০) / পলল শঙ্কু (২০২২)/জলবিভাজিকা (২০২৩)।
গ) বায়ুর কাজ: তির্যক বালিয়াড়ি (২০২২)/ অপসারণ গর্ত (২০১৮) / গাসি/বাজাদা/ওয়াদি/মরুকরণ/ মরুকরণ রোধের দুটি উপায়/ লোয়েস (২০২০) / সেডিমেন্ট/বার্খান/সিফ বালিয়াড়ি/ইনসেলবার্জ (২০২৩)।
ঘ) হিমবাহের কাজ: আগামুক / বার্গফ্রন্ড (২০১৭) / ক্রেভাস / উৎপাটন প্রক্রিয়া/ ডিমভর্তি ঝুড়ি ভূমিরূপ / বহিঃবিধৌত সমভূমি / পাদদেশীয় হিমবাহ (২০২২)।
৩.২ বায়ুমণ্ডল/ বারিমন্ডল:
ক) বায়ুমণ্ডল: অ্যারোসল/ট্রপোপজ/ওজন গহ্বর/ওজোন স্তর/ডবসন/অ্যালবেডো/ ইনসেলবার্জ/বিশ্ব উষ্ণায়ন / উষ্ণতার প্রসার/ তাপ বিষুবরেখা / এল নিনো/লা নিনো/LT.C.Z / অস্ব অক্ষাংশ/ ক্যাটারেটিক বায়ু/ অ্যানাবেটিক বায়ু / বাইস ব্যালট সূত্র / জেট বায়ু (২০১৭) / সমোষ্ণ রেখা / সমপ্রেষ রেখা/বৈপরীতে উষ্ণতা (২০১৯) / শিলুক (২০১৮)/ফন/লু/ ঘূর্ণবাত/ প্রতীপ ঘূর্ণবাত/ ঘূর্ণবাতের চক্ষু / জেট বায়ুপ্রবাহ।
খ) বারিমন্ডল: মগ্নচড়া/ সমুদ্র তরঙ্গ/ পেরিগি জোয়ার (২০২০)/শৈবাল সাগর (২০১৯)/সিজি গি/সমুদ্রস্রোত (২০১৯) / বান ডাকা (২০১৭)।
৩.৩ বর্জ্য ব্যবস্থাপনা (উৎস ও প্রকারভেদ / পদ্ধতি ও প্রয়োজনীয়তা):
উৎস ও প্রকারভেদ: জৈব ভঙ্গুর বর্জ্য/জৈব অভঙ্গুর বর্জ্য/ বিষাক্ত বর্জ্য/ পৌরসভার বর্জ্য (২০২০)/ বর্জ্যের বৈশিষ্ট্য/B.O.D/কৃষিজ বর্জ্য/ তেজস্ক্রিয় বর্জ্য (২০১৯) / ই বর্জ্য।
পদ্ধতি ও প্রয়োজনীয়তা: বর্জ্য ব্যবস্থাপনা (২০১৯) ভরাট করণ (২০১৭/২০২০)/ বর্জ্যের পুনরাবর্তন/ বর্জ্যের পুনর্ব্যবহার (২০১৭)/4R/ স্ক্রাবার/ম্যানিওর পিট/ G.A.P/বর্জ্যের পুনর্নবীকরণ (২০২৩)/কম্পোস্টিং (২০২৩)।
৩.৪ ভারতের প্রাকৃতিক পরিবেশ
(ভূপ্রকৃতি/নদ-নদী/জলবায়ু/স্বাভাবিক উদ্ভিদ / মৃত্তিকা):
ভূপ্রকৃতি: কারেওয়া / ড্রেকান ট্যাপ / মালনাদ ও ময়দান (২০১৯/২০১৮/২০২২)/ দুন উপত্যকা (২০২০) / কাশ্মীর উপত্যকা / ভাবর/ ভাঙ্গর/খাদার / কচ্ছের রণ (২০২২)/ থেরিস/মরুস্থলি বলতে কী বোঝো (২০২৩)
নদ-নদী: ভারতের প্রধান নদী ও তাদের উপনদীর নাম/ প্লাবন খাল/ডি.ডি.সি/বৃষ্টির জল সংরক্ষণ (২০১৮) / বহুমুখী নদী পরিকল্পনা / দক্ষিণ ভারতের গঙ্গা / অববাহিকা উন্নয়ন / ভারতের দুটি জলবিভাজিকার নাম (২০১৯)।
১৫। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? (২০১৭/২০২২)
১৬। মরু সম্প্রসারণ রোধে তিনটি উপায় লেখ।
১৭। জুগ্যান ও ইয়ার্দএর মধ্যে পার্থক্য লেখ/অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি মধ্যে পার্থক্য লেখ। (২০২৩)
অথবা, বায়ুমণ্ডল/রারিমন্ডল:
ক) বায়ুমণ্ডল:
১। স্ট্যাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলে কেন?/ স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে জেট বিমান চলাচল করে কেন?
২। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন?
৩। বৈপরীতা উত্তাপ কিভাবে সৃষ্টি হয়?
৪। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থকা লেখা (২০১৭)
৫। চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখ।
৬। ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ।
৭। বায়ুমন্ডলে ওজোন হ্রাস তিনটি প্রভাব লেখ।
৮। নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন?
৯। বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়?
১০। নিরক্ষীয়/ ভূমধ্যসাগরীয় মৌসুমী জলবায়ু চিহ্নিত করার তিনটি উপায় লেখা।
১১। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? (২০১৮)
১২। জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখা (২০২০)
খ) বারিমন্ডল:
১৩। শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়?
১৪। মগ্নচড়া কে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে কেন?
১৫। নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন?
১৬। ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখ। (২০২৩)
৪.২ বর্জ্য বাবস্থাপনা উৎস ও প্রকারভেদ:
১। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখা (২০১৮)
২। পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব আলোচনা করো। (২০১৯)
৩। বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়?
৪। শিল্পজাত/কৃষিজাত/পৌর/ তেজস্ক্রিয় বর্জ্যের উৎস লেখ।
৫। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ কর। (২০২০)
অথবা, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রয়োজনীয়তা:
৬। বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব লেখো।
৭। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখ (২০১৯)
৮। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলি কি কি? (২০১৭)
৯। বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়?
১০।বর্জোর পুনর্ব্যবহার ও বর্জ্যের পুনর্নবীকরণের এর মধ্যে পার্থক্য লেখ।
১১। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো।
১২। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে বা প্রতিকারের উপায়।
৪.৩ ভারতের প্রাকৃতিক পরিবেশ:
ভূপ্রকৃতি:
১। ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখা।
২। ভারতীয় জনজীবনে হিমালয়ের তিনটি প্রভাব লেখা।
৩। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখ।
নদ-নদী:
৪। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসে চুদি প্রচলিত কেন জল সেচা।
৫। ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন?
৬। নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন?
৭। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
৮। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য গুলি লেখা।
৯। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাডুর ভূমিকা লেখা।
১০। মাটির নিচে জল উত্তোলনের তিনটি কুপ্রভাব লেখো।
জলবায়ু:
মৌসুমী বিস্ফোরণ (২০১৭) / কালবৈশাখী/লু/আঁধি/ভারতের উষ্ণতম ও শীতলতম স্থান / আশ্বিনের ঝড়/ আম্র বৃষ্টি/পশ্চিমী ঝঞ্ঝা (২০২২)।
স্বাভাবিক উদ্ভিদ:
অরণ্য সংরক্ষণের দুটি উপায়/ কৃষি বনসৃজন (২০১৭/ ২০২২) জেরোফাইট/ ম্যানগ্রোভ অরণ্য / মরু উদ্ভিদ (২০২০)/সামাজিক বনসৃজন (২০২৩)।
মৃত্তিকা:
ব্ল্যাক কটন সয়েল/ল্যাটেরাইট মৃত্তিকা/ সমোন্নতি রেখা চাষ/ফালি চাষ/বদভূমি।
৩.৫ ভারতের অর্থনৈতিক পরিবেশ (কৃষি/শিল্প/জনসংখ্যা/পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা):
কৃষি:
খারিফ শসা/ রবি শস্য/ জায়িদ শস্য/বাগিচা ফসল/ ট্রাকফর্মিং/সবুজ বিপ্লব/ উদ্যান কৃষি/জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি (২০১৭) / মিলেট জাতীয় শসা (২০১৯)/পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখ (২০২৩)।
শিল্প:
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও (২০২৩)/পণাসূচক/অনুসারী শিল্প (২০২০)/ উদীয়মান শিল্প/ অটোমোবাইল শিল্প / ইঞ্জিনিয়ারিং শিল্প/SAIL/ ভারতের রূঢ়/ ভারতের ম্যানচেস্টার/ আউটসোর্সিং/ ভারতের সিলিকন ভ্যালি/তথ্যপ্রযুক্তি শিল্প (২০১৭)।
জনসংখ্যা:
জনবিস্ফোরণ/জনঘনত্ব/ স্থিতিশীল উন্নয়ন (২০১৮) / মহানগর/ নগরায়ন / পৌর বিক্ষেপণ।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা:
সোনালী ও হীরক চতুর্ভুজ/শিপিং লাইন ও শিপিং লেন/পশ্চাদভূমি / পুনঃরপ্তানি বন্দর/ ইন্টারনেটের গুরুত্ব/ অভ্যন্তরীণ জলপথের নাম (২০২০)।
৩.৬ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র/উপগ্রহ চিত্র:
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র:
ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার (২০১৯) / ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (২০১৮) / ডিগ্রী সিট/ ইঞ্চি সিট/মিলিয়ন সিট বলতে কী বোঝো (২০২৩)।
উপগ্রহ চিত্র:
বিমান চিত্র / সূর্য সমলয় উপগ্রহ / সেন্সর (২০২০) / F.C.C/ পিক্সেল/ উপগ্রহ চিত্রের দুটি ব্যবহার/উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও (২০২৩)।
প্রশ্নের মান: ৩ (৩×৪ = ১২)
৪.১ বহির্জাত প্রক্রিয়া (নদীর কাজ/ বায়ুর কাজ/ হিমবাহের কাজ):
ক) বহির্জাত প্রক্রিয়া:
১। অবরোহন ও আরোহণের মধ্যে পার্থক্য লেখ।
২। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখ।
খ) নদীর কাজ:
৩। গিরিখাত ও ক্যানিয়ান এর মধ্যে পার্থক্য লেখ।
৪। নদীর বহনকার্যে তিনটি প্রক্রিয়ার সংক্ষেপে লেখ। (২০২০)
৫। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়?
৬। সুন্দরবন অঞ্চলে ব-দ্বীপগুলি ধ্বংসের কারণ।/ জলবায়ু পরিবর্তনের প্রভাব। (২০২২)
৭। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? (২০১৮)
৮। উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য লেখ। (২০২২)
গ) হিমবাহের কাজ:
৯। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?
১০। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ। (২০২২)
১১। হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন?
১২। হিমবাহ উপত্যকা 'U' আকৃতির হয় কেন?
১৩। প্যাটারনস্টার কিভাবে সৃষ্টি হয়?
১৪। বার্গফ্রন্ড ও ক্রেভাস মধ্যে পার্থক্য লেখ।
ঘ) বায়ুর কাজ:
১৫। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? (২০১৭/২০২২)
১৬। মরু সম্প্রসারণ রোধে তিনটি উপায় লেখ।
১৭। জুগ্যান ও ইয়ার্দএর মধ্যে পার্থকা লেখ/অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি মধ্যে পার্থক্য লেখ। (২০২৩)
অথবা, বায়ুমণ্ডল/ বারিমন্ডল:
ক) বায়ুমণ্ডল:
১। স্ট্যাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলে কেন?/ স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে জেট বিমান চলাচল করে কেন?
২। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে কেন?
৩। বৈপরীত্য উত্তাপ কিভাবে সৃষ্টি হয়?
৪। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থকা লেখা (২০১৭)
৫। চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থকা লেখ।
৬। ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ।
৭। বায়ুমন্ডলে ওজোন হ্রাস তিনটি প্রভাব লেখ।
৮। নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন?
৯। বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়?
১০। নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় মৌসুমী জলবায়ু চিহ্নিত করার তিনটি উপায় লেখা।
১১। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? (২০১৮)
১২। জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখা। (২০২০)
খ) বারিমন্ডল:
১৩। শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়?
১৪৷ মগ্নচড়া কে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠে কেন?
১৫। নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন?
১৬। ভরা জোয়ার ও মরা জোয়া এর মধ্যে পার্থকা লেখ (২০১৩)
৪.২ বর্জ্য ব্যবস্থাপনা উৎস ও প্রকারভেদ:
১। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি লেখা (২০১৮)
২। পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব আলোচনা করো। (২০১৯)
৩। বর্জোর পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়?
৪। শিল্পজাত/কৃষিজাত/পৌর/ তেজস্ক্রিয় বর্জোর উৎস লেখ।
৫। প্রকৃতি অনুসারে বর্জোর উদাহরণসহ শ্রেণীবিভাগ কর। (২০২০)
অথবা, বর্জা বাবস্থাপনা পদ্ধতি ও প্রয়োজনীয়তা:
৬। বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব লেখো।
৭। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখ (২০১৯)
৮। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলি কি কি? (২০১৭)
৯। বর্জ্যের পরিমাণগত রাগ কিভাবে করা যায়?
১০।বর্জ্যের পুনর্ব্যবহার ও বর্জ্যের পুনর্নবীকরণের এর মধ্যে পার্থক্য লেখ।
১১। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো।
১২। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে বা প্রতিকারের উপায়।
৪.৩ ভারতের প্রাকৃতিক পরিবেশ:
ভূপ্রকৃতি:
১। ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য লেখা।
২। ভারতীয় জনজীবনে হিমালয়ের তিনটি প্রভাব লেখা।
৩। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখ।
নদ-নদী:
৪। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন।
৫। ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন?
৬। নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন?
৭। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
৮। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য গুলি লেখা।
৯। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাডুর ভূমিকা লেখা।
১০। মাটির নিচে জল উত্তোলনের তিনটি কুপ্রভাব লেখো।
জলবায়ু:
১১। তামিলনাড়ু (করমন্ডল) উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
১২। ভারতের শীতকাল শুষ্ক কেন?
স্বাভাবিক উদ্ভিদ:
১৩। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ।
১৪। ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখ।
১৫।ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করান।
মৃত্তিকা:
১৬। ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকায় উৎপাদিত ফসল/ ল্যাটেরাইট মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখ।
১৭। কৃষ্ণ মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য লেখ।
১৮। মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারণ লেখ।
অথবা, ভারতের অর্থনৈতিক পরিবেশ:
কৃষি:
১। ভারতীয় কৃষির তিনটি বৈশিষ্ট্য লেখা।
২। খারিফ ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখ।
৩। ভারতের চা চাষের তিনটি সমস্যা লেখ।
৪। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য কৃষিতে উন্নত কেন? (২০১৭) বা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ কর। (২০২০)
শিল্প:
৫। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো। (২০১৯)
৬। ভারতের ম্যাঞ্চেস্টার / দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলে ও কেন?
৭। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে কেন?
৮। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন?
৯। জামশেদপুর ইস্পাত কারখানাটি গড়ে ওঠার কারণ লেখ।
জনসংখ্যা:
১০। ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন?
১১। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? (২০২২)
১২। ভারতে জনবিস্ফোরণের তিনটি কারণ লেখ।
১৩। ভারতে নগরায়নের তিনটি সমস্যা লেখ।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা:
১৪। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
১০। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? (২০১৮)
১৬। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখ।
১৭। ভারতের রেল ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করা (২০২৩)
৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র/উপগ্রহ চিত্র:
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র:
১। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখ।
২। মিলিয়ন শিট ও ডিগ্রী শিট এর মধ্যে পার্থক্য লেখা।
৩। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার উল্লেখ করা। (২০২৩)
অথবা, উপগ্রহ চিত্র:
৫। জিওস্টেশনারি ও সান সিং ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখা (২০২০)
৬। দূর সংবেদন ব্যবস্থা সুবিধা অসুবিধা লেখা (২০১৯)/গুরুত্ব (২০২৩)
৭। উপগ্রহ চিত্রের ব্যবহার লেখা।
৮। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর বলতে কী বোঝো?
৯। উপগ্রহ চিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখ। (২০১৯)
প্রশ্নের মান: ৫ (৫×৪= ২০)
৫.১ প্রাকৃতিক ভূগোল
ক) বহির্জাত প্রক্রিয়া (নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ)
১। হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপা (২০২০)
২। হিমবাহ ও জলধারা নির্মিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। (২০১৮)
৩। উচ্চ গতিতে নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করা (২০২৩)
৪। মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
৫। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
খ) বায়ুমণ্ডল (বিন্যাস, উষ্ণতা, বায়ুর চাপ)
১। বায়ুমন্ডলের স্তর বিন্যাস করা (২০২০)
২। পৃথিবীর বায়ুর চাপ বলয়।/ নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় ও মেরু দেশীয় উচ্চচাপ বলের সৃষ্টির কারণ গুলি ব্যাখ্যা কর। (২০১৯)
৩। বায়ুমণ্ডলের চাপের তারতমের কারণগুলি আলোচনা কর।
৪। নিয়ত বায়ু প্রবাহ।/ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা কর।
৫। বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা কর। (২০২৩)
গ) বায়ুমণ্ডল (জলবায়ু অঞ্চল, বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন)
১। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। (২০১৮)/ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য? তুলনামূলক আলোচনা কর।
২। বৃষ্টিপাতের প্রকারভেদ (২০২৩)
ঘ) বারিমন্ডল (সমুদ্রস্রোত, জোয়ার ভাটা)
১। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা কর। (২০১৯)
২। সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা কর (২০২৩)
৩। মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব গুলি আলোচনা করো।
৪ । ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ আলোচনা কর।
৫.২ আঞ্চলিক ভূগোল
ঙ) ভারতের প্রাকৃতিক পরিবেশ ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ)
১। ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ (উত্তরের পার্বত্য অঞ্চল/পশ্চিম হিমালয় (২০১৮)/উত্তর ভারতের সমভূমি)।
২। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্যা (২০২২/২০১৭)
৩। উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে পার্থক্য লেখ। (২০২৩)
৪। পলি, ল্যাটেরাইট ও কৃষ্ণ মৃত্তিকার (২০১৯) অবস্থান ও বৈশিষ্ট্য লেখ।
চ) ভারতের কৃষিজ ফসল
১। কার্পাস (২০২৩) / গম (২০১৯) / চা (২০২০) / কফি/ধান (২০২২) চাষের অনুকূল পরিবেশ।
ছ) ভারতের শিল্প
১। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। (২০২২/২০১৮)
২। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা কর। (২০২৩)
৩। ভারতের মোটর শিল্পের উন্নতির কারণ।
৪। ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ।
জ) ভারতের জনসংখ্যা, নগরায়ন, পরিবহন ও যোগাযোগ
১। ভারতের নগরায়নের প্রধান সমস্যা গুলি আলোচনা করো। (২০২০)
২। ভারতের জনসংখ্যার অসম বন্টন এর কারণগুলি আলোচনা কর। (২০২৩)
৩। ভারতের নগর গড়ে ওঠার কারণ। (২০১৮)
৬. ম্যাপ পয়েন্টিং সাজেশন ২০২৫
৬.১ ভারতের পাহাড় পর্বত মালভূমি সমভূমি উপত্যকা ও উপকূল
১। পর্বত:
আরাবল্লী পর্বত (২০২০) / শিবালিক পর্বত (২০১৮)/নীলগিরি পর্বত (২০২৩)/ কারাকোরাম পর্বত/ লাদাখ/সাতপুরা পর্বত/বিন্ধা পর্বত (২০২২/২০১৯) / পশ্চিমঘাট পর্বত/ পূর্বঘাট পর্বত/আনাই মালাই/ সিরপাঞ্জাল পর্বত।
২। পর্বতশৃঙ্গ:
কাঞ্চনজঙ্ঘা/গুরু শিখর/ আনাই মুদি (দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ) /K2 (ভারতের সর্বোচ্চশৃঙ্গ)।
৩। পাহাড়:
রাজমহল পাহাড়/ গারো-খাসি-জয়ন্তিয়া পাহাড়।
৪। মালভূমি:
ছোটনাগপুর মালভূমি / ডেকান ট্রাপ/কর্ণাটক মালভূমি।
৫। মরুভূমি: থর মরুভূমি।
৬। গ্যাপ: থলঘাট/ভোরঘাট/পলঘাট।
৭। উপকূল: করমন্ডল/ কঙ্কন উপকূল।
৮। উপত্যকা: কাশ্মীর উপত্যকা।
৬.২ ভারতের নদনদী ও হ্রদ:
১। নদনদী: গোদাবরী/ মহানদী (২০১৯)/ ব্রহ্মপুত্র/সুবর্ণরেখা/লুনি (ভারতের অন্তর্বাহিনী নদী)/ তাপ্তি (২০২৩)/ কাবেরী (২০২২)/ কৃষ্ণা নদী (২০১৮)।
২। হ্রদ: চিল্কা/লোকটাক (২০২৩)/ কোলেরু/পুলিকট/উলার/ডাল/প্যাংগং/সম্বর/ভেম্বনাদ।
৩। উপসাগর: খাম্বাত উপসাগর
৪। জলাশয়: কচ্ছের রণ।
৬.৩ ভারতের জলবায়ু:
ভারতের বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল (২০১৭) / ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল (মৌসিনরাম/ চেরাপুঞ্জি) / উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র (২০২০)/ পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিপাত যুক্ত অঞ্চল /ভারতের শুষ্কতম অঞ্চল (২০১৮) / একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল (২০২২)/ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল (২০২৩)।
৬.৪ স্বাভাবিক উদ্ভিদ:
ভারতের ম্যানগ্রোভ অরণ্য (সুন্দরবন) (২০১৯) চিরহরিৎ অরণ্য/ আর্দ্র পর্ণমোচী/শুষ্ক পর্ণমোচী/মরু উদ্ভিদ।
৬.৫ ভারতের মৃত্তিকা:
ল্যাটেরাইট (২০১৭)/কৃষ্ণ (২০২২)/ লোহিত (২০১৮) / ভারতের মৃত্তিকা গবেষণাগার।
৬.৬ ভারতের কৃষিজ উৎপাদক অঞ্চল:
ভারতের কফি উৎপাদক অঞ্চল (২০২০) / ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল (উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল (২০১৯) / পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল (২০১৭) / উত্তর-পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল (২০২২) / ভারতের ধান গবেষণাগার (কটক)/গম গবেষণাগার (পুসা) /
৬.৭ ভারতের শিল্প:
পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র (২০১৯) / পূর্ব ভারতের একটি লৌহ মিলেট গবেষণাগার (হায়দ্রাবাদ)। ইস্পাত কেন্দ্র (জামশেদপুর/ভিলাই/রাউরকেল্লা)/ ভারতের রূঢ় অঞ্চল (২০২০) / ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (২০১৭)/পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র (২০২২)/SAIL- এর সদর দপ্তর/ ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র / ভারতের বা পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র/ ভারতের একটি বৈদ্যুতিন শিল্প কেন্দ্র / ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র (২০২০)।
৬.৮ ভারতের জনসংখ্যা:
ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল/ ভারতের জনবিরল অঞ্চল।
৬.৯ ভারতের বন্দর/বিমানবন্দর:
ভারতের প্রবেশদ্বার (মুম্বাই/ বৃহত্তম সমুদ্র বন্দর)/ দক্ষিণ ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর (চেন্নাই) / ভারতের করমুক্ত বন্দর (কান্ডালা) / কলকাতা বন্দর/ হলদিয়া বন্দর/ আরব সাগরের রানী (কোচি) / মার্মাগাঁও বন্দর (লোহা রপ্তানি) / নিউ ম্যাঙ্গালোর (কফি রপ্তানি) / তুতিকোরিন (ভারতের গভীর সমুদ্র বন্দর) / পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর (বিশাখাপত্তনম) (২০১৮/২০১৯) / পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর (২০২০) / পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর (২০২২)/ ভারতের আধুনিকতম বা প্রযুক্তি বা হাইটেক বন্দর (২০১৭) বা জহরলাল নেহেরু। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতা) / ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি)/দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর (২০২৩)।
৬.১০ ভারতের মহানগর:
ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লী (২০১৮/২০২২)/ পূর্ব ভারতের একটি মহানগর (কলকাতা) (২০১৭)/মুম্বাই (২০২৩)/ দক্ষিণ ভারতের একটি মহানগর (চেন্নাই) / ভারতের গোলাপী শহর (জয়পুর) /উত্তর ভারতের বৃহত্তম মহানগর (২০২০)।