(প্রথম অধ্যায়) ভৌত পরিবেশ
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমরা যারা সপ্তম শ্রেণীর বিজ্ঞান (প্রথম অধ্যায়) ভৌত পরিবেশ থেকে প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ,যা ভৌত পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল,তাই তোমরা নিচের প্রশ্ন উত্তর গুলি পড়তে পারো। যা ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্ন ও উত্তর।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান || ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) || West Bangal class-7 Science
1) তাপের CGS এবং তাপের SI এককের নাম লেখো।
উত্তরঃ তাপের CGS একক ক্যালোরি এবং SI একক জুল।
2) এক ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াসের সমান?
উত্তরঃ 4/9° সেলসিয়াসের সমান।
3) বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তরঃ বস্তুর গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে- (i) বস্তুর উন্নতা বৃদ্ধি বা হ্রাস, (ii) বস্তুর ভর এবং (iii) বস্তুর উপাদানের ওপর।
4) ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক কী?
উত্তরঃ 1 ক্যালোরি = 4.2 জুল।
5) 0°C এবং ০°F-এর মধ্যে কোন্ উদ্বুতাটি কম?
উত্তরঃ 0°F উয়তাটি কম।
6) এক বাটি জল এবং এক বালতি জলের একই পরিমাণ উদ্বুতা বাড়াতে কোন্ ক্ষেত্রে বেশি তাপ লাগবে?
উত্তরঃ বালতির জলের ক্ষেত্রে বেশি তাপ লাগবে।
7) একই ভরের দুটি লোহার গোলকের প্রথমটির উন্নতা 30°C এবং দ্বিতীয়টির উন্নতা 100°℃ বাড়ানো হল। কোন্ ক্ষেত্রে বেশি তাপ লাগবে? দ্বিতীয়টির ক্ষেত্রে বেশি তাপ লাগবে?
উত্তরঃ দ্বিতীয়টির ক্ষেত্রে বেশি তাপ লাগবে।
8) সমান ভরের দুধ ও জলের একই পরিমাণ তাপ প্রয়োগ করলে কোন্টির উন্নতা বেশি হয়?
উত্তরঃ দুধের উন্নতা জলের চেয়ে বেশি হয়।
9) বরফ গলে জলে পরিণত হওয়ার সময় বরফের উয়তার কীরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ বরফের উন্নতার কোনো পরিবর্তন হয় না। উন্নতা 0°C থাকে।
10) 0°C উয়তায় 1 গ্রাম বরফ, 0°C উন্নতার 1 গ্রাম জলে পরিণত হতে কী পরিমাণ তাপ গ্রহণ করবে?
উত্তরঃ 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে।
11) শীতপ্রধান দেশে কুকুরের দেহ কীরূপ হয়?
উত্তরঃ ঘন ও লম্বা লোমে দেহ ঢাকা থাকে।
12) থার্মোমিটার কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে উয়তা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে।
13) থার্মোমিটারে ব্যবহৃত হয় দুটি তরলের নাম লেখো।
উত্তরঃ পারদ এবং অ্যালকোহল।
14) বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝো।
উত্তরঃ বরফ গঠনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে বোঝায় যে 0°C উন্নতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উন্নতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে।
15) জ্বর বেশি হলে কপালে জলপটি দেওয়া হয় কেন?
উত্তরঃ জ্বর বেশি হলে কপালে ভেজা কাপড়ের জলপটি দেওয়া হয়। জলপটির জল কপাল থেকে লীন তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয় ফলে কপাল ও কপাল সংলগ্ন দেহাংশ তাপ হারিয়ে ঠান্ডা হয় এবং রোগীর জ্বর কমে।
16) সূচিছিদ্র ক্যামেরাতে ছিদ্র বড়ো হলে প্রতিকৃতি কেমন হবে?
উত্তরঃ প্রতিকৃতি অস্পষ্ট হবে।
17) প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী?
উত্তরঃ দুই প্রকার, যথা-সদ্বিম্ব এবং অসদ্বিম্ব।
18) সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয়, তা কী ধরনের প্রতিবিম্ব?
উত্তরঃ সদবিম্ব।
19) সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তরঃ অসদবিম্ব।
20) আয়নায় P, A, C, O, M, T, S অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না?
উত্তরঃ A, O, M, T.
21) ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মি কীভাবে দিক পরিবর্তন করে?
উত্তরঃ অভিলম্ব থেকে দূরে সরে যায়।
22) আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কীভাবে দিক পরিবর্তন করে?
উত্তরঃ প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে সরে যায়।
23) একটি সোজা লাঠি তির্যকভাবে জলে আংশিক ডোবালে লাঠিটিকে কেমন দেখাবে?
উত্তরঃ লাঠিটির জলে নিমজ্জিত অংশ বাঁকা দেখাবে।
24) সাদা বর্ণের আলো ক-টি বর্ণের সমষ্টি?
উত্তরঃ সাতটি বর্ণের সমষ্টি।
25) চামড়ায় অতিবেগুনি রশ্মি পড়লে কোন্ রোগের সম্ভাবনা থাকে?
উত্তরঃ ক্যানসার।
26) ভাঙা হাড়ের ছবি তুলতে কোন্ রশ্মি ব্যবহার করা হয়?
উত্তরঃ এক্স রশ্মি।
27) কোন পদার্থের উপস্থিতিতে চামড়ার রং কালো বা বাদামি হয়?
উত্তরঃ মেলানিন।
28) কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে?
উত্তরঃ ওজোন গ্যাস।
29) আলোর কোন্ ধর্মের জন্য বস্তুর ছায়া গঠিত হয়?
উত্তরঃ আলো সরলরেখায় গমন করে এই ধর্মের জন্য।
30) শীতকালে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো।
উত্তরঃ ডালিয়া, চন্দ্রমল্লিকা।
31) রাতের বেলায় ফোটে এমন দুটি ফুলের নাম লেখো।
উত্তরঃ জুঁই, শিউলি।
32) শীতঘুমে যায় এমন দুটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ সাপ ও ব্যাং।
33) দুটি ক্ষতিকারক রশ্মির নাম লেখো।
উত্তরঃ অতিবেগুনি রশ্মি ও এক্স রশ্মি।
34) গরমকালে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো।
উত্তরঃ টগর, বেল।
35) আলোর কোন্ ঘটনার জন্য বর্ণালি সৃষ্টি হয়?
উত্তরঃ আলোর বিচ্ছুরণের জন্য বর্ণালি সৃষ্টি হয়।
36) প্রাত্যহিক জীবনে আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও।
উত্তরঃ আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি।
37) কোন্ আলোর চ্যুতি সবচেয়ে কম?
উত্তরঃ লাল আলোর চ্যুতি সবচেয়ে কম।
38) আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো।
উত্তরঃ আলোর প্রতিফলনের সময় আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়।
আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে।
39) চুম্বকের কোনখানে আকর্ষণ ক্ষমতা নেই?
উত্তরঃ চুম্বকের মাঝখানে।
40) চুম্বক যেসকল পদার্থকে আকর্ষণ করে তাদের কী বলে?
উত্তরঃ চৌম্বক পদার্থ।
41) দুটি চৌম্বক পদার্থের নাম লেখো।
উত্তরঃ লোহা, নিকেল।
42) যেসকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাদের কী বলে?
উত্তরঃ অচৌম্বক পদার্থ।
43) দুটি অচৌম্বক পদার্থের নাম লেখো।
উত্তরঃ কাঠ, তামা।
44) কোনো চুম্বকের মেরুশক্তি বাড়লে সেটির আকর্ষণ বলের কী পরিবর্তন ঘটে?
উত্তরঃ আকর্ষণ বল বাড়ে।
45) চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে দূরত্ব বাড়লে সেগুলির মধ্যে আকর্ষণ বলের কী পরিবর্তন ঘটে?
উত্তরঃ আকর্ষণ বল কমে।
46) চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ সবচেয়ে বেশি তাকে কী বলে?
উত্তরঃ মেরু বলে।
47) কৃত্রিম চুম্বকের মেরু সংখ্যা ক-টি?
উত্তরঃ মেরু সংখ্যা দুটি।
48) একটি চুম্বককে সমান 5টি টুকরো করা হলে মোট ক-টি মেরু তৈরি হবে?
উত্তরঃ মোট 10টি মেরু তৈরি হবে।
49) চুম্বকের সমমেরু পরস্পরকে কী করে?
উত্তরঃ বিকর্ষণ করে।
50) তড়িৎপ্রবাহ দ্বারা উৎপন্ন চুম্বকের নাম কী?
উত্তরঃ তড়িৎচুম্বক।
51) একটি চুম্বকের চুম্বক দৈর্ঘ্য 10 সেমি হলে তার জ্যামিতিক দৈর্ঘ্য কত সেমি হবে?
উত্তরঃ জ্যামিতিক দৈর্ঘ্য = (10+ 0.86) সেমি = 11.63 সেমি।
52) তড়িৎচুম্বকের মজ্জা তৈরিতে কী পদার্থ ব্যবহার করা উচিত?
উত্তরঃ কাঁচা লোহা।
53) এক মেরুবিশিষ্ট চুম্বক পাওয়া কি সম্ভব?
উত্তরঃ না, চুম্বকের মেরুকে পৃথক করা যায় না।
54) তড়িৎচুম্বক স্থায়ী না অস্থায়ী?
উত্তরঃ তড়িৎচুম্বক অস্থায়ী।
55) একটি চুম্বকের উত্তর মেরুর কাছে অপর একটি চুম্বকের উত্তর মেরুকে আনলে কী ঘটবে?
উত্তরঃ চুম্বকের মেরু দুটি বিকর্ষিত হয়ে পরস্পর থেকে দূরে সরে যাবে।
56) চুম্বকের মেরু চুম্বকের কোন্ অংশে অবস্থান করে?
উত্তরঃ চুম্বকের মেরু দুটি, চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি চুম্বকের মধ্যে কোনো বিন্দুতে অবস্থান করে।
57) বাধাহীনভাবে ঝুলন্ত দণ্ডচুম্বক সবসময় কীভাবে অবস্থান করে?
উত্তরঃ সবসময় উত্তর-দক্ষিণ মুখ করে থাকে।
58) লোহার দণ্ডে অন্তরিত তারের পাকের সংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের শক্তির কীরূপ পরিবর্তন ঘটে?
উত্তরঃ চুম্বক শক্তি বাড়ে।
59) ইলেকট্রিক বাল্বে আলো উৎপন্ন হয় কীভাবে?
উত্তরঃ ইলেকট্রিক বাল্বে টাংস্টেন ধাতুর তৈরি ফিলামেন্ট থাকে। ওই ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তাপ শক্তি আলোক শক্তিতে বদলে গিয়ে আলো উৎপন্ন করে।
60) সোলার ক্যালকুলেটর কী?
উত্তরঃ সোলার ক্যালকুলেটর একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্র চলে তড়িৎ শক্তি দিয়ে। তবে ওই তড়িৎ শক্তির উৎস সাধারণ সেল বা ব্যাটারি নয়। কতকগুলি সোলার সেল দিয়ে গঠিত সোলার প্যানেল হল তড়িৎ শক্তির উৎস। সূর্যের আলো ওই প্যানেলে পড়লে ওই আলোক শক্তি তড়িৎ শক্তিতে বদলে যায়।
61) আলো থেকে তড়িৎপ্রবাহ উৎপাদনের দুটি ব্যবস্থা উল্লেখ করো।
উত্তরঃ আলো থেকে তড়িৎ উৎপাদনের দুটি ব্যবস্থা হল সোলার ক্যালকুলেটর এবং সোলার লন্ঠন।
62) সোলার লণ্ঠন কী?
উত্তরঃ সোলার লণ্ঠন হল সাধারণ ব্যাটারি চালিত লণ্ঠনের মতো। তবে এতে একটি সোলার প্যানেল থাকে যার মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। এই যন্ত্রটি এমনভাবে তৈরি যে ব্যাটারিটি কখনোই সম্পূর্ণ ডিসচার্জ বা অধিক চার্জড হয় না।
63) LED-এর সম্পূর্ণ নাম কী? ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত তারের নাম কী? [Laban Hrad Vidyapith]
উত্তরঃ LED-এর সম্পূর্ণ নাম Light Emitting Diode। ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত তার হল নাইক্রোম তার।
64) খনিজ তেলের উৎস কী?
উত্তরঃ প্রাণীজ জীবাশ্ম।
65) খনিজ তেল কোন শক্তির উৎস?
উত্তরঃ তাপ শক্তির।
66) জীব দেহে সৌরশক্তি কোন্ শক্তি রূপে সঞ্চিত থাকে?
উত্তরঃ স্থিতি শক্তি।
67) শক্তির সংকট বলতে কী বোঝো?
উত্তরঃ মানবসভ্যতার অগ্রগতির মূলে কয়লা ও পেট্রোলিয়ামের অবদান অপরিসীম। এই জ্বালানিগুলির ব্যবহারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা বিভিন্ন প্রকার শক্তি উৎপাদন করতে পারি। কিন্তু এইসব জ্বালানির ভাণ্ডার অফুরন্ত নয়। হিসাব করে দেখা গেছে আগামী 40-50 বছরের মধ্যে ওই সকল জ্বালানির ভাণ্ডার অনেকটাই নিঃশেষিত হয়ে যাবে। ফলে মানবসভ্যতার অগ্রগতি ব্যাহত হবে। একেই শক্তির সংকট বলে।
68) X-ray করতে কোন্ শক্তি ব্যবহার করা হয়?
উত্তরঃ বিদ্যুৎ শক্তি।
69) বায়ুশক্তির ব্যবহারের একটি সুবিধা লেখো।
উত্তরঃ বায়ুশক্তির কোনো অভাব ঘটে না।
70) একটি গ্যাসীয় অপ্রচলিত জ্বালানির নাম লেখো।
উত্তরঃ জৈব গ্যাস বা বায়ো গ্যাস।
71) জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
উত্তরঃ উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ থেকে উৎপন্ন কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলে।
72) একটি অপ্রচলিত শক্তি ও একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
উত্তরঃ একটি অপ্রচলিত শক্তি হল জোয়ার-ভাটার শক্তি এবং একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হল কয়লা। বিদ্যুৎ শক্তি।
আরও পড়ো-