(দ্বিতীয় অধ্যায়) সময় ও গতি
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমরা যারা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের (দ্বিতীয় অধ্যায়) সময় ও গতি থেকে প্রশ্ন উত্তর খুঁজে চলেছ, আজকের এই নতুন পোস্টে প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে, তাই আর সময় নষ্ট না করে নিচের প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ে নিতে পারো।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান || সময় ও গতি (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর || West Bangal Science class-7
১)সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
1) ঘূর্ণায়মান পাখার গতি হল
(a) চলনগতি
(b) ঘূর্ণনগতি
(c) মিশ্রগতি
(d) কোনোটিই নয়
উত্তর: (b) ঘূর্ণনগতি
2)মন্দন হল
(a) ঋণাত্মক ত্বরণ
(b) ধনাত্মক ত্বরণ
(c) গড় দ্রুতি
(d) গড়বেগ
উত্তর: (a) ঋণাত্মক ত্বরণ
3)কোনো বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেল। এর ফলে মোট কাজের পরিমাণ হল
(a) (12×3) J
(b) (12+3) J
(c) (12-3) J
(d) (123) J
উত্তর: (a) (12×3) J
4) প্রাথমিক অবস্থান ও শেষ অবস্থান এক হলে বস্তুর মোট সরণ
(a) শূন্য হয়
(b) শূন্য হবে না
(c) কখনও শূন্য হয়, কখনও শূন্য হয় না
(d) কোনোটিই নয়
উত্তর: (a) শূন্য হয়
5) অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হল
(a) বেগ
(b) দ্রুতি
(c) ত্বরণ
(d) ভরবেগ
উত্তর: (c) ত্বরণ
6) 10 N বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 5 cm সরালে বলের দ্বারা কার্য হবে
(a) 50 জুল
(b) 500 জুল
(c) 5 জুল
(d) 0.5 জুল
উত্তর: (d) 0.5 জুল
7) শক্তির SI একক হল
(a) নিউটন
(b) ডাইন
(c) জুল
(d) ওয়াট
উত্তর: (c) জুল
8) তিনটি প্রাথমিক একক নিয়ে গঠিত একটি রাশি হল
(a) বেগ
(b) ত্বরণ
(c) ভরবেগ
(d) দ্রুতি
উত্তর: (c) ভরবেগ
9)নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়
(a) বল পরিমাপের সূত্র
(b) কার্য পরিমাপের সূত্র
(c) শক্তি পরিমাপের সূত্র
(d) ভরবেগ পরিমাপের সূত্র
উত্তর: (a) বল পরিমাপের সূত্র
10) কোনো বস্তুর জাড্য ধর্মের পরিমাপ নির্ভর করে
(a) বস্তুটির ভরের ওপর
(b) বস্তুটির উপর প্রযুক্ত বলের ওপর
(c) বস্তুটির গতিশক্তির ওপর
(d) কোনোটিই নয়
উত্তর: (b) বস্তুটির উপর প্রযুক্ত বলের ওপর
২) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1) নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো।
উত্তরঃ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে।
2) কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করে 1মিটার সরণ ঘটানো হল, কার্যের পরিমাণ কত?
উত্তর: কার্যের পরিমাণ = প্রযুক্ত বল প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণের পরিমাণ = 2 নিউটন × 1 মিটার = 2 জুল।
3) একটি গতিশীল বস্তুর 2 মিনিটে 120 মিটার দূরত্ব অতিক্রম করে। তার দ্রুতি কত?
উত্তরঃ 2 মিনিট = 120 সেকেন্ড, দ্রুতি = 120/120 মি/সেকেন্ড =1 মিটার/সেকেন্ড
4) বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন?
উত্তরঃ পাখি আকাশে ওড়ার সময় তার দুই ডানা দিয়ে বায়ুর উপর বল প্রয়োগ করে। ফলে বায়ুও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, এই প্রতিক্রিয়া বলই পাখিকে আকাশে উড়তে সাহায্য করে। বায়ুশূন্য স্থানে পাখি তার দুই ডানা দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকায় কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। ফলে বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না।
5) কোনো গতিশীল বস্তুর বেগ কি শূন্য হওয়া সম্ভব? ব্যাখ্যা করো।
উত্তরঃ আমরা জানি, বেগ = সরণ/সময়,
সুতরাং কোনো গতিশীল বস্তুর সরণ শূন্য হলে তার বেগ শূন্য হয়। যেমন-কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময়ে
বৃত্তাকার পথে গিয়ে পুনরায় প্রথম স্থানে ফিরে এলে বস্তুটির সরণ শূন্য হয়। এখন ওই বস্তুর বেগ শূন্য হবে।
6) নৌকা থেকে লাফ দিয়ে ডাঙায় ওঠার সময় নৌকা পিছন দিকে হেলে যায় কেন?
উত্তরঃ কোনো আরোহী যখন নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় নৌকাটি পিছনের দিকে সরে যায়। আরোহী লাফ দেওয়ার সময় নৌকার উপর যে বল প্রয়োগ করে তার জন্য নৌকাটি পিছনের দিকে সরে যায় এবং নৌকাটি আরোহীর উপর যে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তার দ্বারা আরোহী তীরে পৌঁছায়।
7) চলন গতি বলতে কী বোঝো? উদাহরণ দাও
উত্তরঃ যখন কোনো গতিশীল বস্তু দিক পরিবর্তন না করে সরলরেখা বরাবর চলতে থাকে এবং গতিশীল বস্তুর প্রতিটি কণা নির্দিষ্ট সময় পর একই দূরত্ব অতিক্রম করে, তখন ওই বস্তুর গতিকে চলন গতি বলে। যেমন-পতনশীল বস্তুর গতি হল চলন গতি।
8) ঘূর্ণন গতি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যখন কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘোরে, তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন-ঘূর্ণায়মান পাখার গতি।
9) নীচের গতিগুলির কোন্টি কোন্ প্রকারের তা শনাক্ত করো: (i) চলন্ত ট্রেনের চাকার গতি, (ii) সোজা পথে চলন্ত সাইকেলের গতি, (iii) ঘড়ির কাঁটার গতি, (iv) গাছ থেকে পড়া ফলের গতি।
উত্তরঃ (i) চলন্ত ট্রেনের চাকার গতি হল মিশ্র গতি, (ii) সোজা পথে চলন্ত সাইকেলের গতি হল চলন গতি, (iii) ঘড়ির কাঁটার গতি হল ঘূর্ণন গতি, (iv) গাছ থেকে পড়া ফলের গতি হল চলন গতি।
10) দ্রুতি কাকে বলে?
উত্তরঃ একক সময়ে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে।
11) জাড্য কাকে বলে?
উত্তরঃ যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকে তাকে বস্তুর জাড্য বলে।
12) বেগ কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। অর্থাৎ, কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বেগ বলে।
13) ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যখন একটি বস্তু দ্বিতীয় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীত বল প্রয়োগ করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে, তাকে ক্রিয়া বলে। আবার, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে।
14) একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দেওয়ার পরেও পাখাটি অনেকক্ষণ ঘুরতে থাকে কেন?
উত্তরঃ পাখা ঘোরার সময় গতিশীল থাকে। পাখার সুইচ বন্ধ করে দিলেও গতি জাড্যের জন্য পাখাটি আরও অনেকক্ষণ ঘুরতে থাকে।
15) একটি খেলার বলকে 'ক্যাচ' লোফার পর বলশুদ্ধ হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হয় কেন?
উত্তরঃ 'ক্যাচ' লোফার সময় বলটি যখন খেলোয়াড়ের হাতে -আঘাত করে তখন হাতটিও নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্য খেলার বলটি যাতে হাত থেকে পড়ে না যেতে পারে তার জন্য খেলোয়াড় বলটিকে হাতের মধ্যে ধরার সময় হাতটিকে কিছুটা বলের গতির দিকে সরিয়ে নেয়।
আরও পড়ো-