অদল বদল
পান্নালাল প্যাটেল
দশম শ্রেণীর বাংলা || অদল বদল(পান্নালাল প্যাটেল) প্রশ্ন ও উত্তর || Adala Badala Questions And Answers Class-10
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
১) 'অদল বদল' গল্পটির কার রচিত?
উত্তর: 'অদল বদল' গল্পটি পান্নালাল প্যাটেল রচিত।
২) অমৃত ও ইসাবের মধ্যে তফাৎ কী ছিল?
উত্তর: অমৃত ও ইসাবের মধ্যে একটিই তফাৎ ছিল। অমৃত মা-বাবা আর তিন ভাই ছিল এবং তারা একসঙ্গেই থাকত। কিন্তু ইসাবের শুধুমাত্র বাবা ছিল।
৩) হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে কী করছিল?
উত্তর: হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে নিম গাছের নীচে ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছিল।
৪) অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কী বলেছিল?
উত্তর: অমৃত ও ইসাবের একরকম জামা দেখে, দলের একটি ছেলে বলেছিল তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে কে বড়ো পালোয়ান।
৫) কুস্তি লড়ার কথা শুনে অমৃত কী বলেছিল?
উত্তর: কুস্তি লড়ার কথা শুনে অমৃত বলেছিল, যদি তার মা একথা জানতে পারে তাহলে তাকে ঠ্যাঙাবে।
৬) বাড়ি থেকে বেরোবার সময় অমৃতের মা অমৃতকে কী বলেছিলেন?
উত্তর: বাড়ি থেকে বেরানোর সময় অমৃতের মা তাকে সাবধান করে দিয়েছিলেন আর বলেছিলেন যেন কোনোভাবেই জামা ময়লা না হয় বা ছিঁড়ে না যায়।
৭) অমৃতের মা-বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে, সে কী ফতোয়া জারি করেছিল?
উত্তর: অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক ইসাবের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না।
৮) অমৃত নতুন জামা কেনার জন্য জেদ করলে, তার মা তাকে কী বুঝিয়েছিলেন?
উত্তর: অমৃতের মা তাকে বুঝিয়েছিলেন খেতে কাজ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার নতুন জামা দরকার। কিন্তু অমৃতের জামা নতুনই থাকায় এখন তার নতুন জামার প্রয়োজন নেই।
৯) অমৃত কীভাবে তার জামাটা ছিঁড়েছিল?
উত্তর: নিজের জামার একটা ছোটো ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে অমৃত তার জামাটা আরও ছিঁড়ে দেয়।
১০) অমৃতর মা তাকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?
উত্তর: অমৃতর মা তাকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন। তাই অমৃতও যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে।
১১) জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতর মা কী বলেছিলেন?
উত্তর: জামা কেনার ঝামেলা থেকে বাঁচবার জন্য অমৃতের মা অমৃতকে তার বাবার কাছে গিয়ে জামা কেনার কথা বলতে বলেছিলেন।
১২) বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল?
উত্তর: বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত ইসাবের বাবার গোয়ালঘরে লুকিয়েছিল।
১৩) অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন?
উত্তর: অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না, কারণ জামাকাপড় নোংরা হোক সেটা সে চায়নি।
১৪) অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল?
উত্তর: অমৃতকে কালিয়া কুস্তি লড়ার জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল।
১৫) ইসাব কার ওপর কেন রেগে গিয়েছিল?
উত্তর: ইসাব কালিয়ার ওপর রেগে গিয়েছিল কারণ কালিয়া অমৃতের অনিচ্ছা সত্ত্বেও তাকে কুস্তি লড়ার জন্য খোলা মাঠে নিয়ে গিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল।
১৬) কালিয়াকে কুস্তিতে কে হারিয়ে দিয়েছিল?
উত্তর: ইসাব কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে তাকে হারিয়ে দিয়েছিল।
১৭) কখন ইসাবের জামার ছেঁড়া অংশটা অমৃতের নজরে এল?
উত্তর: কালিয়াকে কুস্তিতে হারিয়ে বাড়ি ফেরার পথে অমৃতের নজরে পড়ল ইসাবের জামার পকেট ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে।
১৮) ইসাবের বাবা কীভাবে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন?
উত্তর: ইসাবের বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বেছে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন।
১৯)'হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল'-অমৃতর মাথায় কী বুদ্ধি এসেছিল?
উত্তর: ইসাবের জামা ছিঁড়ে গেছে দেখে অমৃতের মাথায় জামা অদলবদল করার বুদ্ধি এসেছিল।
২০) অমৃতের বুক ভয়ে ঢিপঢিপ করছিল কেন?
উত্তর: বাড়ি থেকে বেরোনোর আগে জামা যাতে না ছেঁড়ে সে ব্যাপারে মা অমৃতকে সাবধান করে দিয়েছিলেন। তাই ছেঁড়া জামা পরে বাড়ি ফিরলে মায়ের কাছে মার খেতে হবে ভেবে তার বুক ঢিপঢিপ করছিল।
২১) অমৃতর মা কেন জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তাকে কিছু বললেন না?
উত্তর: হোলির দিন কিছুটা ধস্তাধস্তি, টানাহ্যাঁচড়া হওয়া খুবই স্বাভাবিক ঘটনা মনে করে অমৃতের মা একটু অসন্তুষ্ট হলেও অমৃতকে কিছু বললেন না।
২২) অমৃত ও ইসাবের সব আনন্দ মাটি করে দেওয়ার জন্য কে কী বলেছিল?
উত্তর: একটি ছেলে অমৃত ও ইসাবের জামা অদলবদল করা দেখেছিল। তাদের আনন্দ মাটি করে ছেলেটি তাদের ভয় পাওয়ানোর জন্য, দুজনের কাছে গিয়ে বলেছিল সে সবকিছুই দেখেছে।
২৩) ইসাবের বাবা জামা অদলবদলের সব ঘটনা জানতে পেরে কী করলেন?
উত্তর: ইসাবের বাবা সব ঘটনা জানার পর খুশি হয়ে অমৃতকে বুকে মার জড়িয়ে বলেছিলেন, আজ থেকে অমৃত তারই ছেলে।
২৪) অমৃত ও ইসাবের জামা অদলবদলের গল্প কে বলল আর কারা শুনল?
উত্তর: অমৃত ও ইসাবের জামা অদলবদলের গল্প ইসাবের বাবা বললেন আর অমৃতের মা, পাড়াপড়শি মেয়ের দল শুনল।
২৫) জামা অদলবদলের কাহিনি সারা গ্রাম ঘুরে শেষে কার কানে পৌঁছাল?
উত্তর: জামা অদলবদলের কাহিনি সারা গ্রাম ঘুরে শেষে গ্রাম- প্রধানের কানে পৌঁছল।
২৬) জানা অদলবদলের কাহিনি শুনে গ্রাম-প্রধান কী ঘোষণা করলেন?
উত্তর: অদলবদলের কাহিনি শুনে গ্রাম-প্রধান ঘোষণা করলেন, সবাই আজ থেকে অমৃত আর ইসাবকে যথাক্রমে 'অদল বদল' বলে ডাকবে।
২৭) 'অদল বদল' গল্পে গ্রাম-প্রধান কার নাম অদল আর কার নাম বদল দিয়েছিলেন এবং তাদের এই নাম শুনে কারা খুশি হয়েছিল?
উত্তর: গ্রাম-প্রধান অমৃতকে অদল ও ইসাবকে বদল নাম দিয়েছিলেন আর তাদের এই নাম শুনে গ্রামের সমস্ত ছেলেরা খুশি হয়েছিল।
২৮) জামা বদলের সময় ইসাব অমৃতকে কী জিজ্ঞাসা করেছিল আর অমৃত তার কী জবাব দিয়েছিল?
উত্তর: ইসাব জানতে চেয়েছিল, ছেঁড়া জামা দেখে অমৃতর বাবা যদি তাকে মারে তখন কী হবে। উত্তরে অমৃত বলেছিল, তাকে বাঁচানোর জন্য তার মা রয়েছে।
২৯) ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত কী ভেবেছিল?
উত্তর: ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত ভেবেছিল, তিনি হয়তো তাদের জামা অদলবদলের ঘটনাটা জেনে গেছেন। এখন ভালোবাসার ভান করলেও হয়তো পরে ইসাবকে এর জন্য মার খেতে হবে।
৩০) কোন্ সময় ইসাব আর অমৃতের দুজনেরই ভয় কেটে গেল?
উত্তর: ছেঁড়া জামা দেখার পরও অমৃতর মা তাকে কিছু না বলে শুধুমাত্র একটু অসন্তুষ্ট হয়ে সূচসুতো নিয়ে জামাটা রিফু করে দিলে তাদের দুজনেরই ভয় কেটে গেলে।
৩১) অমৃতের মা যখন তার ছেঁড়া জামা রিফু করে দিলেন তখন অমৃত ও ইসাব কী করল?
উত্তর: অমৃতের মা ছেঁড়া জামাটা রিফু করে দেওয়ার পর তারা দুজনে হাত ধরাধরি করে গ্রামের ধারে বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল।
৩২) ইসাবের সঙ্গে কুস্তি লড়ার পর কালিয়ার অবস্থা কেমন হয়েছিল?
উত্তর: ইসাব কালিয়াকে কুস্তিতে হারিয়ে দিয়েছিল। ইসাব তাকে এমনভাবে ল্যাং মেরে ফেলে দিয়েছিল যে কালিয়া ঠিক ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে পড়েছিল এবং চিৎকার করছিল।
আরও পড়ুন-