Ads Area


সিন্ধু তীরে (সৈয়দ আলাওল) প্রশ্ন ও উত্তর || দশম শ্রেণীর বাংলা || Sindhutire Questions Answers Class-10

 সিন্ধু তীরে
সৈয়দ আলাওল

প্রিয় মাধ্যমিক শিক্ষাথীরা,

জীবিকা দিশারি ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা সিন্ধুতীরে কবিতার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই সিন্ধুতীরে কবিতার প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্য সিন্ধুতীরে কবিতার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।


দশম শ্রেণীর বাংলা || সিন্ধুতীরে (সৈয়দ আলাওল) প্রশ্ন ও উত্তর || Sindhutire Questions Answers Class-10


দশম শ্রেণীর বাংলা || সিন্ধুতীরে (সৈয়দ আলাওল) প্রশ্ন ও উত্তর || Sindhutire Questions Answers Class-10


অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি


১) 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কার রচনা?

উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশটি সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাওলের রচনা।

২) কবি সৈয়দ আলাওল কোন্ রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

উত্তর: কবি সৈয়দ আলাওল আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন।

৩) 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত।

৪) 'সিন্ধুতীরে' কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের কোন্ খন্ডের অংশ?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের 'পদ্মা সমুদ্র' খণ্ডের অংশবিশেষ।

৫) পদ্মাবর্তী কাব্যগ্রপতি কোন্ সময়ে রচিত? 

উত্তর: কবি সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী কাব্যগ্রন্থটি ১৬৪৫ থেকে ১৬৫২ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।

৬) পদ্মাবতী কাব্যগ্রস্থষ্টি কোন্ কাব্যগ্রন্থের অনুসরণে রচিত?

উত্তর: পদ্মাবর্তী কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যগ্রন্থের অনুসরণে রচিত।

৭) জায়সীর পদুমাবৎ কাব্য রচনাকালে দিল্লির সুলতান কে ছিলেন?

উত্তর: জাইস নগরে বসবাসকারী সিদ্দিকি বংশোদ্ভূত কবি মালিক মুহম্মদ জায়সীর পদুমাবৎ কাব্য রচনাকালে শেরশাহ দিল্লির সুলতান ছিলেন।

৮) পদুমাবৎ কাব্যটি কোন্ সময়ের রচনা?

উত্তর: কবি মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যটি 'সন নব সৈ সেতালিস অহা' অর্থাৎ ৯৪৭ হিজরি বা ১৫৪০ খ্রিস্টাব্দের রচনা।

৯) পদ্মাবতী কাব্যে চিতোর দুর্গের অধিপতি কে ছিলেন? 

উত্তর: পদ্মাবতী কাব্যে চিতোর দুর্গের অধিপতি ছিলেন রাজা রত্নসেন।

১০) রাজা রত্নসেন কার মুখে পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন?

উত্তর: চিতোরের রাজা রত্নসেন এক শুকপাখির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন।

১১) রাজা রত্নসেন কীভাবে পদ্মাবতীর কাছে পৌঁছোন?

উত্তর: শুকপাখির মুখে পদ্মাবতীর রূপের প্রশস্তি শুনে চিতোররাজ রত্নসেন ষোলোশো রাজকুমারকে সঙ্গে নিয়ে যোগীবেশে সিংহল-রাজকন্যা পদ্মাবতীর কাছে পৌঁছোন।

১২) সিংহলে যাত্রাকালে কে রত্নসেনকে সাহায্য করেছিলেন?

উত্তর: ষোলোশো রাজকুমার-সহ চিতোররাজ রত্নসেন সিন্ধুতীরে পৌঁছোলে রাজা গজপতি তাঁকে সিংহলে যাবার জন্য নৌকো দিয়ে সাহায্য করেছিলেন।

১৩) চিতোররাজ রত্নসেনের প্রথমা স্ত্রীর নাম কী?

উত্তর: চিতোররাজ রত্নসেনের প্রথমা স্ত্রীর নাম নাগমতী।

১৪) আরাকান রাজ্যটি কোথায় অবস্থিত?

উত্তর: আরাকান রাজ্যটি ব্রহ্মদেশের উত্তরপশ্চিম সীমায় এবং বাংলাদেশের পূর্বে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সমুদ্রতীরবর্তী স্থান।

১৫) আরাকান রাজ্যের প্রাচীন নাম কী?

উত্তর: আরাকান রাজ্যের প্রাচীন নাম রক্ষতুঙ্গ বা রোসাঙ। আইন- ই-আকবরীতে একে 'আখরঙ' বলা হয়েছে। বাহারিস্তান গারীতে মীর্জা নাথান এই দেশকে বলেছেন 'আর খঙ'-এর থেকেই 'আরাকান' নামটি এসেছে।

১৬) আরাকানের অধিবাসী মগেরা কোন্ ধর্মাবলম্বী ছিলেন?

উত্তর: আরাকানের অধিবাসী মগেরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।

১৭) আলাওল কোন্ কোন্ রাজার রাজত্বকালে আরাকানে ছিলেন?

উত্তর:  সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাওল মিনতার গদ্যে- মিন্ডারের পুত্র সান্দ-ম্মু-ধম্মা বা চন্দ্রসুধর্মার রাজত্বকালে আরাকানে ছিলেন।

১৮) আরাকানে কার রাজত্বকালে আলাওল তাঁর পদ্মাবতী কাব্যটি রচনা করেন?

উত্তর: আরাকানে থদো-মিত্তারের রাজত্বকালে কবি সৈয়দ আলাওল তাঁর পদ্মাবতী কাব্যটি রচনা করেন।

১৯) আলাওলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনি কয়টি? 

উত্তর: কবি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনি দুটি-একটি নাগমতী-পদ্মাবতী রত্নসেনের মিলনান্ত কাহিনি, আর অন্যটি হল রত্নসেন-আলাউদ্দীন-পদ্মাবতীর ত্রিভুজপ্রেমের কাহিনি, যাতে যুদ্ধের উত্তেজনা প্রধান।

২০) পদ্মাবতী কাব্যে সিংহল-রাজকন্যা পদ্মাবতীর শুকপাখিটির নাম কী ছিল?

উত্তর: পদ্মাবতী কাব্যে সিংহল-রাজকন্যা পদ্মাবতীর প্রিয় শুকপাখিটির নাম ছিল হীরামন। 

২১) পদ্মাবতীর পিতার নাম কী?

উত্তর: পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর পিতার নাম গন্ধর্বসেন।

২২) পদ্মাবতীকে বিবাহ করে দেশে ফেরার সময় রত্নসেন কীভাবে বিপর্যস্ত হন?

উত্তর: পদ্মাবতীকে বিবাহ করে স্বদেশে ফেরার সময় নিজ অহংকারের জন্য রাজা রত্নসেন সমুদ্র কর্তৃক 'বিপর্যন্ত হন এবং অবশেষে বহু দুর্যোগ ও দুর্বিপাক পেরিয়ে দেশে ফেরেন। 

২৩) পদ্মাবতী কাব্যে অলৌকিক কীভাবে স্থান পেয়েছে? 

উত্তর: পদ্মাবতী কাব্যে ব্রাহ্মণের ছদ্মবেশধারী সমুদ্রের রত্নসেনকে পরীক্ষা, সমুদ্রে নৌকাডুবি, পদ্মাবতীর পাতালপুরীতে যাওয়া এবং সমুদ্রের কৃপায় আবার ধনরত্ন-সহ রত্নসেনকে ফিরে পেয়ে চিতোরে পৌঁছোনো-প্রভৃতি অলৌকিক বা রূপকথাধর্মী বিবরণ রয়েছে।

২৪) সুফি সম্প্রদায়ের শাখাগুলি কী কী?

উত্তর: সুফি সম্প্রদায়ের প্রধান চারটি শাখা। এগুলি হল-চিশতি, সুহ্রাবর্দি, কাদেরি এবং নক্সবন্দি।

২৫) পদ্মাবতী কাব্যের 'পদ্মা সমুদ্র খণ্ড' মূল পদুমাবৎ কাব্যে কোন্ নামে ছিল?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের 'পদ্মা সমুদ্র খণ্ড' মালিক মুহম্মদ জায়সী রচিত পদুমাবৎ কাব্যে 'লক্ষ্মী সমুদ্র' খণ্ড নামে ছিল।

২৬) জায়সীর কাব্যে সমুদ্রকন্যার নাম কী ছিল?

উত্তর: মালিক মুহম্মদ জায়সী রচিত পদদ্মাবৎ কাব্যে সমুদ্রকন্যার নাম ছিল লক্ষ্মী, যা আলাওলের কাব্যে হয়েছে 'পদ্মা'।

২৭) 'পদ্মা সমুদ্র খন্ড 'টির অন্তর্গত 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন্ ছন্দে রচিত?

উত্তর: 'পদ্মা সমুদ্র খণ্ডে'র অন্তর্গত 'সিন্ধুতীরে' কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত। 

২৮) "কন্যারে ফেলিল যথা..." কন্যাটি এক্ষেত্রে কে? 

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত 'পদ্মা সমুদ্র' খণ্ড থেকে নেওয়া 'সিন্ধুতীরে' শীর্ষক কাব্যাংশে 'কন্যা'টি এক্ষেত্রে পদ্মাবতী, সিংহলরাজ গন্ধর্বসেনের কন্যা,চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী।

২৯) "...দিব্যপুরী সমুদ্র মাঝার" 'দিব্যপুরী'র অর্থ কী? 

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে দিব্যপুরীর অর্থ অলৌকিক স্বর্গীয় নগরী।

৩০) 'সমুদ্রনৃপতি সুতা' কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে সমুদ্রনৃপতিসুতা হলেন পদ্মা।

৩১) "তাহাতে বিচিত্র টঙ্গি..." টঙ্গি শব্দের অর্থ কী?

উত্তর: 'উঙ্গি' শব্দের অর্থ প্রাসাদ।

৩২) "তথা কন্যা থাকে সর্বক্ষণ"-কার, কোথায় থাকার কথা বলা হয়েছে?

উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশে সমুদ্ররাজকন্যা পদ্মার পাহাড়ের পাশে ফুল ফলে ভরা, বিচিত্র প্রাসাদময় এক বাগানে থাকার কথা বলা হয়েছে।

৩৩) "যদি হৈল সময় প্রত্যুষ" সকাল হতে পদ্মা কী দেখলেন?

 উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশে বর্ণিত কাহিনি অনুযায়ী সকাল হতে পদ্মা দেখলেন সমুদ্রের ধারে একটি মান্দাস রয়েছে।

৩৪) "মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা জিনি" রম্ভানিন্দিত রূপটি কার?

উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে রম্ভানিন্দিত রূপটি হল চিতোররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতীর।

৩৫) "অনুমান করে নিজ চিতে..."-পদ্মা কী অনুমান করলেন? 

উত্তর: সমুদ্রের পাড়ে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্ররাজকন্যা পদ্মা ভাবলেন ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছেন।

৩৬) "বেথানিত হৈছে কেশ বেশ"-বেদানিত শব্দের অর্থ কী?

উত্তর: কবি সৈয়দ রচিত 'সিন্ধুতীরে' শীর্ষক কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে 'বেথানিত' শব্দের অর্থ অসমৃত বা বিস্থানিত, আলুথালু।

৩৭) "... ভাঙ্গিল প্রবল বাও" প্রবল বাতাস কী ভেঙে দিয়েছে?

উত্তর: আলোচ্য অংশে প্রবল বাতাস পদ্মাবতীর নৌকো বা মান্দাস ভেঙে দিয়েছে।

৩৮) "মোহিত পাইয়া..." পদ্মাবতী কীভাবে মূর্ছিত হয়ে পড়েছেন?

উত্তর: 'সিন্ধুতীরে' কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে চিতোররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী সমুদ্রে প্রবল বাতাসে মান্দাস ভেঙে পড়ায় ভয়ে, কষ্টে মূর্ছিত হয়ে পড়েছেন।

৩৯) "বিধি মোরে না কর নৈরাশ।"-বক্তা কোন্ বিষয়ে নিরাশ হতে চান না?

উত্তর: সমুদ্রকষ্টে মূর্ছিতা পদ্মাবতীর প্রাণ ফিরিয়ে আনার ক্ষেত্রে বক্তা সমুদ্রের রাজকন্যা পদ্মা নিরাশ হতে চান না। 

৪০) "বাহুরক কন্যার জীবন"-বক্তা কীভাবে কন্যার প্রাণরক্ষার চেষ্টা করেছেন?

উত্তর: আলোচ্য অংশে বক্তা সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের নিয়ে আগুন জ্বেলে পদ্মাবতীর শরীরে সেঁক দিয়ে, মন্ত্রতন্ত্র মহৌষধ দিয়ে চার দন্ড ধরে সেবাযত্ন করে তাঁর প্রাণরক্ষার চেষ্টা করেছেন।

৪১) "কৃপা কর..." পদ্মাবতীর প্রাণরক্ষায় পদ্মা কার কৃপা প্রার্থনা করেছেন?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশে পদ্মাবতীর প্রাণরক্ষার জন্য পদ্মা নিরঞ্জনের কৃপা প্রার্থনা করেছেন।

৪২) "সখীসবে আজ্ঞা দিল..." পদ্মা তাঁর সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা তাঁর সখীদের পদ্মাবতীকে বস্ত্রে আচ্ছাদিত করে বাগানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রুষার আজ্ঞা দিয়েছিলেন।

৪৩) "পঞ্চকন্যা পাইলা চেতন" 'পঞ্চকন্যা' কে কে?

উত্তর: কবি সৈয়দ আলাওল রচিত 'সিন্ধুতীরে' কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে 'পঞ্চকন্যা' হলেন চিতোররাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং তাঁর চার সখী- চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা।

আরও পড়ুন-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area