প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী তোমাদের পাঠ্য প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা বিড়াল । এই প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সুন্দরভাবে লিখিত আকারে নিচে দেয়া হলো । এটি সেমিস্টার ১ জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এবারে প্রথমবার একাদশে সেমিস্টার পদ্ধতিতে MCQ ধরনের পরীক্ষা হবে। তথ্যগত না বোধ পরীক্ষণ মূলক প্রশ্ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা সংসদ থেকে দেওয়া হয়নি। আবার, যেহেতু বিগত বছরের প্রশ্নপত্রও হাতে নেই তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে যত বেশি জানা যায় ততই ভালো। সেটা মাথায় রেখেই আমাদের প্রশ্ন-উত্তর পর্ব তথ্য সমৃদ্ধ করে তোলার প্রয়াস করা হয়েছে। আশা করা যায়, আমাদের সঙ্গে প্রস্তুতি নিলে পরিশ্রম বিফলে যাবে না, বরং খুব ভালো ফল হবে। উত্তর গুলো মোটা কালো কালি দ্বারা চিহ্নিত করা হয়েছে।
১. 'বিড়াল' প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়-
a.হিতবাদী
b.সাধনা
c.বঙ্গদর্শন
d.সমাচার দর্পণ
২. 'কমলাকান্তের দপ্তর' প্রকাশিত হয়-
a.১৮৭০ সালে
b.১৮৭৫ সালে
c.১৮৭৭ সালে
d.১৮৮০ সালে
৩. 'বিড়াল' প্রবন্ধটি 'কমলাকান্তের দপ্তর'-এর যত সংখ্যক রচনা-
a.দশম
b.একাদশ
c.দ্বাদশ
d.ত্রয়োদশ
৪. 'কমলাকান্তের দপ্তর' প্রসঙ্গে যে বিদেশি রচনার উল্লেখ করা হয়-
a.ওডি কুইনসির লেখা The Confession of an English Opium Eater
b.জর্জ বার্নার্ড শ-র লেখা Pygmalion
c.নিক্ ব্র্যাডলের লো The Cat and The City
d. এলিশা কুপার-এর লেখা 'Big Cat. Little Cat
৫. শয়নগৃহে চারপায়ীর উপরে বসে কমলাকান্ত যা করছিলেন-
a.দূষের বাটিতে চুমুক দিচ্ছিলেন
b পান সাজছিলেন
c.হুঁকা হাতে ঝিমোচ্ছিলেন
d.মহাভারত পড়ছিলেন
৬. "দেয়ালের উপর প্রেতবৎ নাচিতেছে"-যার কথা বলা হয়েছে-
a.হ্যারিকেনের আলো
b.চঞ্চল ছায়া
c.কূলে আটকে থাকা মাকড়সা
d.ক্যালেন্ডার
৭. হুঁকা হাতে কমলাকান্ত ভাবছিলেন-
a. নেপোলিয়ন হলে তিনি ওয়াটার্ল্ডর যুদ্ধে জিতবেন কি না
b.আহার প্রস্তুত হতে কত দেরি আছে
c. প্রসন্ন তাঁর জন্য দুধ রেখে গিয়েছে কি না
d.মাথাটা বড়ো ঝিমঝিম করছে
৮. হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।"-কমলাকান্ত যা বুঝতে পারেননি-
a কীভাবে ওয়াটার্লর যুদ্ধে জয় সম্ভব
b.প্রসন্ন গোয়ালিনির দেরির কারণ
c.দেয়ালে কীসের নাচ চলছে
d.'মেও' শব্দটির তাৎপর্য
৯. কমলাকান্ডের মনে হয়েছিল যে, বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে-
a আলেকজান্ডার
b.ডিউক অফ ওয়েলিংটন
c.তাঁর মানবসত্তা
d.তাঁর স্বজাতি
১০. কমলাকান্ডের ভাবনায় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তাঁর কাছে এসেছে-
a.আশ্রয় চাইতে
b.দিব্যদৃষ্টি লাভ করতে
c.আফিং ভিক্ষা করতে
d.দেশের খবর নিতে
১১. কমলাকান্ত ডিউককে কাল্পনিক সংলাপে বলতে চেয়েছিলেন-
a.বিশেষ অপরিমিত লোভ ভালো না
b.আপনাকে স্বাগত
c অসময়ে তাঁর আসার কারণ কী
d.আফিং-এর জন্য অপেক্ষা করুন
১২. মার্জার উদরস্থ করেছিল-
a.মাছের টুকরো
b.ধেড়ে ইঁদুর
c.কমলাকান্তের রাতের খাবার
d.প্রসন্নের রেখে যাওয়া দুধ
১৩. মার্জার পরিতৃপ্ত হয়েছিল-
a. নির্জল দুগ্ধপানে
b মাছের টুকরো খেয়ে
c.কমলাকান্তের চৌকিতে আশ্রয় পেয়ে
d.জানালা দিয়ে ঘরে ঢুকতে পেরে
১৪. মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করেছিল-
a.ল্যাজ নাড়ছিল
b.গড়গড় আওয়াজ করছিল
c.কমলাকান্তের কোলে উঠে বসেছিল
d.মধুর স্বরে 'মেও' ডাকছিল
১৫. কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তাঁর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল-
a.কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই
b. এক মাঘে শীত যায় না
c কষ্ট বিনা কেষ্ট মেলে না
d.ইচ্ছে থাকলে উপায় হয়
১৬. 'মেও' শব্দে মার্জারের অভিপ্রায় ছিল- a.নিজের আনন্দ প্রকাশের
b.কমলাকান্ডের মন বোঝার
C.নিজের অতৃপ্তি প্রকাশের
d চোর না শোনে ধর্মের কাহিনি
১৭ কমলাকান্তের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক-
a.তিনি নিজে
b.প্রসন্ন গোয়ালিনি
c.মঙ্গলা গাভী
d.কেউই নয়
১৮. "তবে চিরাগত একটি প্রথা আছে যে, প্রথাটি হল-
a.বিড়াল মারতে নেই
b.বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়
c. বিড়ালের সামনে খেতে নেই
d.বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয়
১৯. যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন-
a. আফিং সেবন করলে
b.বিড়াল মারলে
c. বিড়ালকে দুধ না দিলে
d.চিরাগত প্রথার অবমাননা করলে
২০. মাজারকে না মারলে স্বজাতিমণ্ডল কমলাকান্ডকে যা বলে উপহাস করতে পারে-
a.অতিচালাক
b.কাপুরুষ
c.সদাশয়
d. ভন্ড
২১. "অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।"-এই পুরুষের মতো আচরণ হল-
a ঘরে বিড়াল ঢুকতে না দেওয়া
b.বিড়াল দুধ খেলে আবার দুধ কেনা
c.দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা
d বিড়াল তাড়াতে কুকুর পোষা
২২. "মার্জারী প্রতি ধাবমান হইলাম।"-এই সময়ে কমলাকান্তের হাতে ছিল-
a বেতের ছড়ি
b. ভাঙা লাঠি
c.হুঁকা
d. ঝাঁটা
২৩. মার্জারী কমলাকান্তকে দেখে ভীত হল না, কারণ-
a মার্জারী অত্যন্ত সাহসী ছিল
b কমলাকান্তকে সে চিনত
c.সে জানত কমলাকান্ত তার কাছে পৌঁছোতে পারবে না
d.কমলাকান্তের লাঠিটি ভাঙা ছিল
২৪. কমলাকান্তকে দেখে মার্জারী যা করেছিল-
a.ছুটে পালিয়েছিল
b.খাটের তলায় আত্মগোপন করেছিল
c. হাই তুলে একটু সরে বসেছিল
d.কমলাকান্ডের দিকে এগিয়ে এসেছিল
২৫. বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল-
a .পরামর্শ
b.বিচার
c.দয়া
d.সাহায্য
২৬ মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্ডের দৃষ্টি আকর্ষণ করেছিল-
a সমাজের বৈষম্য
b মানুষের লোভ
c কমলাকান্ডের নিষ্ঠুরতা
d.বিড়াল সমাজের মহানুভবতা
২৭. মার্জারের মতে মানুষের জ্ঞানোন্নতি হতে পারে একমাত্র-
a.সঠিক শিক্ষালাভের মাধ্যমে।
b.ধর্মবিশ্বাসে স্থির থেকে
c.বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়ে
d.পশুপ্রেমের মধ্য দিয়ে
২৮. মার্জার 'পরমধর্ম' বলতে বুঝিয়েছে-
a.ধর্মে মতি
b.পরোপকার
c.নীতিশিক্ষা
d.আত্মসুখ
২৯. কমলাকান্ডের সংগ্রহ করা দুধে মার্জারের ক্ষুধানিবৃত্তি ঘটায় কমলাকান্ত-
a. পরমধর্মের ফলভোগী
b.মোহমুক্ত মানব
c.উদাসীন
d.ক্ষুধ্ব
৩০. মাজার কমলাকান্তকে তাকে প্রহার না করে প্রশংসা করতে বলেছে, কারণ-
a.সে কমলাকান্তকে উদার হতে শিখিয়েছে
b.কমলাকান্ডের অতিরিক্ত খাবার সে খেয়ে নিয়েছে
c.সে কমলাকান্ডের ধর্মের সহায় হয়েছে
d.সে কমলাকান্ডের নেশার ঝোঁক কাটিয়ে দিয়েছে
৩১. যে পরিস্থিতি থাকলে, মার্জারের মতে, কেউ চুরি করে না-
a.চলার মতো সম্পদ থাকলে
b.প্রতিবেশী সদয় থাকলে
c.নজরদারি ভালো থাকলে
d.খেতে পেলে
৩২. যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা-
a.কখনও অসাধুদের সহ্য করতে পারে না।
b.অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
c.কেউ কেউ চোরদের প্রতি সহানুভূতিশীল হন
d.চুরির কারণ বোঝার চেষ্টা করেন না
৩৩. মার্জারের মতে চোর চুরি করে তার কারণ-
a.সেটা তার স্বভাব
b.প্রয়োজনের অতিরিক্ত থাকলেও ধনীরা চোরদের প্রতি দয়া করে না
c.অসাধু ব্যক্তিদের সঙ্গ তাকে চুরি করতে বাধ্য করে
d.ঈশ্বরের বিধানকে সে ভয় পায় না
৩৪. মার্জার মনে করে অধর্ম হল সেই ব্যক্তির-
a যে ধর্ম মানে না
b.যে চুরি করে
c. যে কৃপণ ধনী
d.যে পশুহত্যা করে।
৩৫. চোরের থেকে 'শতগুণে দোষী'-
a.রাজা
b.তার সমাজ
c.তার ভাগ্য
d.কৃপণ ধনী
৩৬. প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বেড়ালকে যা দেয় না-
a .দূধ ভাত
b.মাছের কাঁটা
c.দূধ
d.মাছের কাটা
৩৭. মার্জায়ের পেটের খিদে জানতে পারে না সেই ব্যাক্তিরা যাদের-
a.মাজার বিষয়ে ধারণা নেই
b.মার্জারকে অপছন্দ করে
c. নিজেদের বিষে নেই
d.নিজেদের খাওয়ার সংস্থান নেই
৩৮. "তোমাদের কি কিছু অগৌরব আছে।" মার্জারের মতে যাতে এই অগৌরব নেই- a.দরিদ্রের কন্যা ব্যথিত হলে
b.মার্জার উপদেশ দিলে
c.মাজার দুধ খেয়ে গেলে
d.আফিং এর নেশা কেটে গেলে
৩৯. যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না-
a.রাজা-মহারাজা
b.ন্যায়ালঙ্কার শিরোমণি
c.ন্যায়রত্ন-তর্করত্ন
d.অভূক্ত বেড়াল
৪০. মার্জারের মতে 'মনুষ্যজাতির রোগ' হল-
a. অন্যকে হিংসা করা
b.শুধু নিজের স্বার্থ দেখা
c.মুখে জগৎ উত্থার করা
d.তেলা মাথায় তেল দেওয়া
৪১. ভোজের আয়োজন সমাজে যাদের জন্য করা হয়-
a. অদ্ভুত্ব মানুষদের জন্য
b. খেতে বললে যে বিরক্ত হয় তার জন্য
c.আত্মীয়-বন্ধুদের জন্য
d.জাতিধর্ম নির্বিশেষে সকলের জন্য
৪২. মাজার যে অবস্থায় ভালো থাকতে পারে-
a.ঠিকঠাক খাবার চুরি করতে পারলে
b. পথেঘাটে যথেষ্ট খাবার পেলে।
c. গৃহমার্জার হতে পারলে
d.গৃহস্থ ধরতে না পারলে
৪০. মার্জার যা দেখে ঘৃণা না করতে বলেছে
a.দরিদ্র মানুষ
b.অসুস্থ প্রাণী
c. তাদের কালো চামড়া
d.গৃহস্থের ভন্ডামি
৪৪. "আমাদের কিছু অধিকার আছে-যাতে এই অধিকার-
a.এ পৃথিবীর মৎস্য মাংসে
b.রাস্তাঘাটে
c.ধনীর খাদ্যদ্রব্যে
d.অন্যের বাসস্থানে
৪৫. চোরের মতোই দণ্ড আছে-
a.গৃহস্বামীর
b.পুলিশের
c.নির্দয়তার
d.বিচারকের
৪৬. কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ-
a.সে পণ্ডিত
b.সে আইন জানে
c.সে ভবিষ্যদ্রষ্টা
d.সে আফিংখোর
৪৭. দরিদ্র চোর হয়-
a. স্বভাব দোষে
b.শিক্ষা না থাকায়
c.ধনীর দোষে
d.সঙ্গ দোষে
৪৮. "এ পৃথিবীতে কেহ আইসে নাই"-যা করার জন্য-
a.বিনা বিচারে আটকে থাকার জন্য
b. হৃদয়হীন হওয়ার জন্য
c.অনাহারে মরে যাওয়ার জন্য
d.একা একা বাঁচার জন্য
৪৯. মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল-
a.রিয়েলিস্টিক
b.সোশিয়ালিস্টিক
c.আইডিয়ালিস্টিক
d.মেটেরিয়ালিস্টিক
৫০. সোশিয়ালিস্টিক ভাবনাচিন্তাকে কমলাকান্তের মনে হয়েছে-
a.সমাজসাম্যের মূল
b.সভ্যতার ভবিষ্যৎ
c.প্রকৃত জ্ঞানীর ভাবনা
d.সমাজ বিশৃঙ্খলার মূল
৫১. কমলাকান্ডের মতে 'সমাজের ধনবুদ্ধি' করতে হলে-
a. কৃষক শ্রমিকের উন্নতির প্রয়োজন
b. ব্যয় সংকোচ করতে হবে
c.ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে
d.সকলের হাতে যাতে অর্থ না যায় দেখতে
৫২. 'সমাজের ধনবৃদ্ধি'র অর্থ মার্জারের কাছে ছিল-
a.ধনীর ধনবৃদ্ধি
b. সম্পদের সমান বণ্টন
c.দেশের সম্পদবৃদ্ধি
d.কৃষির উন্নতি
৫৩. "তবে সমাজের উন্নতি লইয়া কী করিব।"-মাজারের কাছে সমাজের উন্নতির আগে প্রয়োজন-
a.বাক্তির উন্নতি
b.সম্পদের সমবণ্টন
c.তার নিজের খাওয়া
d.প্রকৃত শিক্ষা
৫৪. যাকে কেউ কখনও বোঝাতে পারবে নাー
a.বিচার
b.বিচারক ও নৈয়ায়িক
c রাষ্ট্রনেতা
d.সাহিত্যিক
৫৫. মাজার কমলাকান্তের চোখে ছিল-
a.নিরীহ গোবেচারা
b.দূরদর
c.সুবস্থা ও সুতার্কিক
d.সুরার্কিক ও সুবিচারক
৫৬. কমলাকান্তের মতে সমাজের উন্নতিতে কর্তব্য হল-
a. ধনীদের সুরক্ষিত রাখা
b.ফসলের দাম ঠিক রাখা
c.চোরের দপ্তবিধান
d.আদর্শের প্রতিষ্ঠা
৫৭. মার্জারী বিচারকের জন্য শর্ত দিয়েছিল-
a.তিনি ন্যায়বিচার নিশ্চিত করবেন
b.সাজা ঘোষণার আগে তিনদিন উপোস করবেন
c. মার্জারীর সব কথা শুনবেন
d.উপযুক্ত প্রমাণ সংগ্রহ করবেন
৫৮. নসীরামবাবু ছিলেন-
a. কমলাকান্তের আশ্রয়দাতা
b.মঙ্গলার মালিক
c.প্রসন্ন গোয়ালিনির আশ্রয়দাতা
d. একজন সমাজতাত্ত্বিক
৫৯. বিজ্ঞলোকের মত অনুযায়ী বিচারে পরাস্ত হলে যা করতে হয়-
a.গম্ভীরভাবে উপদেশ দিতে হয়
b.উচ্চ আদালতে আবেদন করতে হয়
c.শাস্তি মেনে নিতে হয়
d.অপরাধের দায় স্বীকার করে নিতে হয়
৬০. মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত দিতে বলেছিলেন-
a.নিজের কাজে
b.পরোপকারে
c.ধর্মাচরণে
d.নিজের লক্ষ নির্ধারণে
৬১. মার্জারকে পড়ার জন্য কমলাকান্ত যাদের বই দিতে চেয়েছিলেন-
a.মার্কস এঞ্জেলস
b.নেহরু-গাম্বি
c. বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ
d.নিউমান ও পার্কার
৬২. 'আফিঙ্গের অসীম মহিমা' বোঝার জন্য মার্জারের যে বই পড়া উচিত বলে কমলাকান্ত মনে করেছিলেন-
a. মুচিরাম গুড়ের জীবনচরিত
b. ঢোলগোবিন্দের আত্মদর্শন
c.কমলাকান্তের দপ্তর
d.চাচা কাহিনি
৬১. "উভয়ে ভাগ করিয়া খাইব।"-কমলাকান্ত মার্জারকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন-
a.প্রসন্নের দেওয়া দুধ
b.প্রসন্নের দেওয়া ছানা
c.বাটির মাংস
d.দুধ ও ছানা
৬৪. "অদ্য আর কাহারও হাঁড়ি যাইও না।"- পুনরায় ক্ষুধার্ত হলে মার্জারকে কমলাকান্ড যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন-
a.দুধ
b.ছানা
c.আফিং
d.ভাত
৬৫. "ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে।"-মার্জার যা বিবেচনার কথা বলেছে
a. অন্যের হাঁড়ি খাওয়ার কথা
b.কমলাকান্ডের বাড়ি ফিরে আসার কথা
c. বড়োলোকদের আক্রমণ করবে কি না
d.নিজের ভান্ডারে কতটা খাবার আছে
৬৬. "কমলাকান্ডের বড়ো আনন্দ হইল।"-এই আনন্দের কারণ-
a.একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন ভেবে
b.মার্জারকে উচিত শিক্ষা দেওয়া গেছে ভেবে
c. আফিঙের নেশা গাঢ় হয়েছে ভেবে
d.মার্জার আপাতত বিদায় নিচ্ছে ভেবে
৬৭. "একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি'- এখানে 'পতিত আত্মা' হল-
a.কমলাকান্ত
b.মার্জার
c. প্রসন্ন গোয়ালিনি
d.সমাজের দুর্জন মানুষেরা
৬৮. 'বিড়াল' রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা-
a.এক
b.দুই
c.তিন
d.চার
৬৯. "তবে চিরাগত একটি প্রথা আছে যে"- এখানে কোন্ প্রথার কথা বলা হয়েছে
a.পোষা বিড়ালের জন্য দুধের বাটিতে দুধ রাখতে হয়
b.বিড়াল চুরি করে দুধ খেলে তাকে মেরে তাড়াতে হয়।
c. বিড়ালের চুরি বন্ধ করতে কুকুর পুষতে হয়
d.আফিমের নেশার সঙ্গে দুধ খেতে হয়
৭০. "মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হইব"-'কুলাঙ্গার' শব্দটির অর্থ-
a.কুলের গৌরব
b.কুলের কলঙ্ক
c. দেশের গৌরব
d. দেশের কলক
৭১. "মনুষ্যকুলে কুলাঙ্গারস্বরূপ পরিচিত হইব"-'অঙ্গার' শব্দটির অর্থ-
a.কালি
b.ময়লা
c .কয়লা
d .কালো রং
৭২, কমলাকান্ড কী দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল?
a হুঁকো
b আফিমের বাটি
c ভাঙা লাঠি
d চারপাই-এর পায়া।
৭৩. "সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।"-কার কথা বলা হয়েছে?
a নেপোলিয়ন
b ডিউক অফ ওয়েলিংটন
c বিড়াল
d কমলাকান্ত
৭৪. "সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।"-কী দেখে বিড়ালটি মোটেই ভয় পায়নি?
a দুধের বাটি
b ভাঙা লাঠি
c আফিমের ডেলা
d মাছের কাঁটা
৭৫. "সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না।"-কেন সে ভয় পায়নি?
a কমলাকান্ডের গায়ে মোটেই জোর নেই, সে কথা বিড়াল জানত
b কমলাকান্ত যে নেশার ঘোরে আছে, সে কথা বিড়াল জানত
c কমলাকান্ড যে মিছিমিছি লাঠি তুলে মারার ভান করছে, সে কথা বিড়াল জানত
d বিড়াল সহজেই ছুটে পালাতে পারবে
৭৬. "কেকস আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া, একটু সরিয়া বসিল"-"আমার' বলতে এখানে কার কথা বলা হয়েছে।
a কমলাকাত্তর
b বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c বিড়াল
d নেপোলিয়ন
৭৩. "কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া, একটু সরিয়া বসিল-কে হাই তুলেছিল?
a কমলাকান্ত
b বিড়াল
c নেপোলিয়ন
d ডিউক অফ ওয়েলিংটন
৭৮. "তখন মার্জারের বক্তব্যসকল বুঝিতে পারিলাম।"-কে এ কথা বলেছে?
a কমলাকান্ত
b বিড়াল
c নেপোলিয়ন
d বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭৯. "তখন মার্জারের বক্তব্যসকল বুঝিতে পারিলমাম।"-কমলাকান্ড কীভাবে বিড়ালের কথা বুঝতে পারল।
a আফিম খেয়ে
b দিব্যকর্ণ পেয়ে
c দিব্যদৃষ্টি পেয়ে
d নেপোলিয়নের সাহায্যে
৮০. মানুষ যা যা খাদ্য খেয়ে থাকে, তার মধ্যে কোন্ খাদ্যগুলির নাম বিডাল উল্লেখ করেছিল।
a ক্ষীর, সর, মাখন, দই, মাছ, মাংস
b ক্ষীর, সন্দেশ, দুধ, দই, মাছ, মাংস
c ক্ষীর, সর, দুধ, যি, মাছ, মাসে
d ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস
৮১. "আমরা বিড়াল, প্রভেদ কি?"-এখানে কার সঙ্গে নিজের প্রভেদ না থাকার কথা বিড়াল প্রতিষ্ঠা করতে চেয়েছে।
a নেপোলিয়ন
b ডিউক অফ ওয়েলিংটন
c সমগ্র মনুষ্যজাতি
d বিজ্ঞ চতুষ্পদ
৮২, কার কাছে শিক্ষালাভ করে নিজের জ্ঞানোন্নতির ঘটানোর উপদেশ বিড়াল কমলাকান্ডকে দিয়েছিল?
a বিজ্ঞ চতুষ্পদ
b নেপোলিয়ন
c বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d পার্কার
৮৩. "তোমাদের বিদ্যালয়সকল দেখিয়া আমার বোধ হয়- 'আমার' বলতে এখানে কার কথা বলা হয়েছে?
a বিড়ালের
b কমলাকান্ডের
c বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
d নেপোলিয়নের
৮৪. "তোমাদের বিদ্যালয়সকল দেখিয়া আমার বোধ হয়"-'তোমাদের' বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
a বিড়ালদের
b যে-কোনো চারপেয়ে প্রাণীর।
c মঙ্গলা গোবুর
d মনুষ্যজাতির