Ads Area


বিভিন্ন পরীক্ষায় আসা ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || History MCQ in Bengali with Answers Pdf

বিভিন্ন পরীক্ষায় আসা ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || History MCQ in Bengali with Answers Pdf

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে বিভিন্ন পরীক্ষায় আসা ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।

বিভিন্ন পরীক্ষায় আসা ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || History MCQ in Bengali with Answers Pdf

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর



১. হুল শব্দের অর্থ কী?

উত্তর: বিদ্রোহ

২. আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1942 খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর

৩. ইন্ডিপেনডেন্স ফর ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: জওহরলাল নেহর

৪. জমি আল্লাহের দান -এই উক্তিটি হল

উত্তর: দুদুমিঞার

৫. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে?

উত্তর: সুভাষচন্দ্র বসু

৬. বন্দেমাতরম সংগীতটি কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তর: আনন্দমঠ উপন্যাসের

৭. "যত মত তত পথ" এই বাণীটি কার?

উত্তর: শ্রী শ্রী রামকৃষ্ণ

৮. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: নজরুল ইসলাম

৯. হিন্দুস্থানের যাযাবর, পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয়?

উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে

১০. 1857 খ্রিস্টাব্দের সংগঠিত বিদ্রোহের নাম কী?

উত্তর: মহাবিদ্রোহ

১১. 1857 খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম করো?

উত্তর: নানাসাহেব

১২. 1905 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটোলাট কে ছিলেন?

উত্তর: অ্যান্ড্রু ফ্রেজার

১৩. 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয়?

উত্তর: রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর

১৪. 1911 খ্রিস্টাব্দে IFA শিল্ডে মোহনবাগান ক্লাব কোন দলকে পরাজিত করে?

উত্তর: ইস্ট ইয়র্ক শাষার রেজিমেন্ট

১৫. 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিনটার্ন এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

১৬. 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল?

উত্তর: 20 টি

১৭. 1925 খ্রিস্টাব্দে কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন কে?

উত্তর: সরোজিনী নাইডু

১৮. 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: এস বি ঘাটে

১৯. 1930 খ্রিস্টাব্দে গান্ধিজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন?

উত্তর: আইন অমান্য আন্দোলন

২০. 1930 খ্রিস্টাব্দে ধরসানা লৰণগোলা আক্রমণে নেতৃত্ব দেন কে?

উত্তর: সরোজিনী নাইডু

২১. 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট যড়যন্ত্রে কোন্ মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন?

উত্তর: কল্পনা দত্ত

২২. 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারাভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী

২৩. 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হন?

উত্তর: জওহরলাল নেহরু

২৪. 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে?

উত্তর: বাংলার কৃষক প্রজাপার্টি

২৫. 1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে?

উত্তর: সুভাষচন্দ্র বসু

২৬. A Nation in Making গ্রন্থের লেখক কে?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

২৭. AITUC প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: 1920 খ্রিস্টাব্দে

২৮. AITUC শ্রমিক সংগঠন কোনটি?

উত্তর: বামপন্থী

২৯. AITUC-এর প্রথম অধিবেশন হয় কোথায়?

উত্তর: কানপুরে

৩০. AITUC-র প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করেন?

উত্তর: 806 জন শ্রমিক

৩১. CSP-এর সম্পূর্ণ নাম

উত্তর: Congress Socialist Party

৩২. Education can wait, Swaraj cannot কার উক্তি?

উত্তর: চিত্তরঞ্জন দাশ এর উক্তি

৩৩. GCPI-এর পুরো নাম কি?

উত্তর: জেনারেল কমিটি। অব পাবলিক ইন্সট্রাকশন বা সাধারন জনশিক্ষা কমিটি

৩৪. ICC কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1909 খ্রিস্টাব্দে

৩৫. ICC-র পুরো কথা কী?

উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল

৩৬. India wins freedom গ্রন্থের লেখক কে?

উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ

৩৭. National Front কোন ধরনের সংগঠন?

উত্তর: দৈনিক সংবাদপত্র

৩৮. National Front -এর সঙ্গে যুক্ত ছিলেন কে?

উত্তর: পি সি যোশী

৩৯. অন্ধ্রপ্রদেশ রায়তসভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: এন জি বঙ্গ

৪০. অভিনব ভারত কে গঠন করেন?

উত্তর: বিনায়ক দামোদর সাভারকার

৪১. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: শিশির কুমার ঘোষ

৪২. অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: বাবা রামচন্দ্র।

৪৩. অল ইন্ডিয়া উইমেনস কনফারেন্স (All India Womens Conference) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1927 খ্রিস্টাব্দে

৪৪. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহৃত হয়?

উত্তর: 25 ফেব্রুয়ারি, 1922 খ্রিস্টাব্দে

৪৫. অসহযোগ আন্দোলনের কয়েকজন নেত্রীর নাম লেখো।

উত্তর: বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ

৪৬. অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তর: লর্ড চেমসফোর্ড ও লর্ড রিডিং

৪৭. অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে ওঠে?

উত্তর: ফ্রান্সে

৪৮. অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে?

উত্তর: 1929 খ্রিস্টাব্দে

৪৯. অ্যান্টি সার্কুল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: শচীন্দ্র কুমার বসু

৫১. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?

উত্তর: 8ই, 1934 খ্রিস্টাব্দে

৫০. আইন অমান্য অন্দোলন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হয়?

উত্তর: 1930 খ্রিস্টাব্দে

৫২. আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয়?

উত্তর: 1934 খ্রিস্টাব্দের 8ই মে

৫৩ . আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট কে ছিলেন?

উত্তর: লর্ড আরউইন

৫৪. আইন অমান্য আন্দোলনের একজন নারী শহিদ হলেন?

উত্তর: উর্মিবালা পারিয়া

৫৫. আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধিজিকে গ্রেফতার করে?

উত্তর: 1930 খ্রিস্টাব্দের 4 মে

৫৬. আকালের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন

উত্তর: মৃনাল সেন

৫৭. আচার্য জগদীশচন্দ্র বসু কোন্ যন্ত্র দ্বারা প্রমাণ করেন যে, উদ্ভিদের প্রাণ আছে?

উত্তর: ফিগমোগ্রাফ যন্ত্র দ্বারা

৫৮. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কি?

উত্তর: ঝাঁসির রানি ব্রিগেড

৫৯. আজাদ হিন্দ বাহিনীর ঝাসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন?

উত্তর: লক্ষ্মী স্বামীনাথন

৬০. আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: রাসবিহারী বসু

৬১. আত্মীয় সভা কে, কবে প্রতিষ্ঠাতা করেন?

উত্তর: রাজা রামমোহন রায়, 1815 খ্রিষ্টাব্দে

৬২. আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর (1866 খ্রীষ্টাব্দে)

৬৩. আদি ব্রাহ্মসমাজের প্রাণপুরুষ কে ছিলেন?

উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

৬৪. আধুনিক ছাপাখানার জনক বলা হয় কাকে?

উত্তর: হানেস গুটেনবার্গকে

৬৫. আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়?

উত্তর: আচার্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে

৬৬. আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?

উত্তর: স্বদেশি আন্দোলন

৬৭. আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

৬৮. আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় কবে?

উত্তর: 1975 খ্রিস্টাব্দে

৬৯. আম্বেদকর কবে মহারাষ্ট্রের দলিতদের নিয়ে সত্যাগ্রহ করেন?

উত্তর:1927 খ্রিস্টাব্দে

৭০. আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন?

উত্তর: মাহার সম্প্রদায়ের

৭১. আম্বেদকর কোন্ দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন?

উত্তর: মাহার

৭২. আলবার্ট হল এর বর্তমান নাম কি?

উত্তর: কফি হাউস

৭৩. আলালের ঘরের দুলাল কার লেখা?

উত্তর: প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)

৭৪. আলেকজান্ডার গ্রেডলার কে ছিলেন?

উত্তর: প্রেসিডেন্সি কলেজের

৭৫. আসামে ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন?

উত্তর: কনকলতা বড়ুয়া

৭৬. ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহটি কী ছিল?

উত্তর: সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

৭৭. ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কী নামে ডাকত?

উত্তর: সারেন্ডার নট

৭৮. ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধি কে ছিলেন?

উত্তর: সারোজিনী নাইডু

৭৯. ইংল্যান্ডে সামাজিক ইতিহাসচর্চার জনক কাকে বলে?

উত্তর: ট্রেভেলিয়ান

৮০. ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: আলড্রেফ এসবি

৮১. ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তর: হেরোডোটাস

৮২. ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর: 1998 খ্রিস্টাব্দে

৮৩. ইন্টারনেটের জনক কে?

উত্তর: টিম বার্নাস লি

৮৪. ইন্ডিয়া টু মাই নেটিভ লাইন কবিতাটি কার লেখা?

উত্তর: ডিরোজিওর

৮৫. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মহেন্দ্রলাল সরকার

৮৬. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কেশবচন্দ্র সেন

৮৭. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুই মহিলা সদস্যের নাম করো।

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত।

৮৮. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর: 1907 খ্রিস্টাব্দে

৮৯. ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

উত্তর: গগনেন্দ্রনাথ ঠাকুর।

৯০. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন?

উত্তর: মুন্সি প্রেমচন্দ্র

৯১. ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি?

উত্তর: ন্যাশনাল লাইব্রেরি

৯২. ইয়ংবেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারককে আধা উদারপন্থী বলে মনে করত?

উত্তর: রাজা রামমোহন রায়

৯৩. উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?

উত্তর: নিরা দেশাই

৯৪. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উত্তর:1917 খ্রিস্টাব্দে

৯৫. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: লেডি মেরিবাই টাটা।

৯৬. উইলিয়ম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো

উত্তর: The Annals of Rural Bengali

৯৭. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়?

উত্তর: 1854 খ্রিষ্টাব্দে

৯৮. উদ্ভিদের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন?

উত্তর: আচার্য জগদীশচন্দ্র বসু

৯৯. উনিশ শতককে কে ভারতের সভাসমিতির যুগ বলেছেন?

উত্তর: ড. অনিল শীল

১০০. উনিশ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন?

উত্তর: পন্ডিতঅশোক মিত্র

আরও পড়ুন- 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area