Ads Area


ICC Men's T20 World Cup 2024 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ICC Men's T20 World Cup 2024 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে ICC Men's T20 World Cup 2024 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষার জন‍্য T20 ক্রিকেট বিশ্বকাপ 2024 সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর খুবই হেল্পফুল হবে।

ICC Men's T20 World Cup 2024 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য


ICC Men's T20 World Cup হল ICC (International Cricket Council) দ্বারা আয়োজিত একটি আন্তর্জাতিক T20 ক্রিকেট প্রতিযোগিতা। 12 টি দল নিয়ে 2007 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারত পাকিস্থানকে 5 রানে হারিয়ে প্রথম মরশুমে এই টুর্নামেন্টে বিজয়ী হয়। এই ম্যাচের Man of the Match হয়েছিলেন ভারতীয় আলরাউন্ডার ইরফান পাঠান।

চলতি বছর অর্থাৎ 2024 সালের ICC Men's T20 World Cup টি হল নবম মরশুম। এই মরশুমের আয়োজক দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। এই মরশুমে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বার বিজয়ী হয়।

T20 World Cup 2024 প্রশ্ন উত্তর


চাকরির পরীক্ষার জন্য ICC Men's T20 World Cup 2024 খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিচে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল:

1. সংস্করণ: নবম

2. ব্রান্ড আম্বেসেটর: Yuvraj Singh (IND), Shahid Afridi (PAK), Chris Gayle (WI), Usain Bolt (WI)

3. বিজয়ী দল: ভারত

4. পরাজিত দল: সাউথ আফ্রিকা

5. সেমি ফাইনালে হেরে যাওয়া দুই দেশ আফগানিস্থান এবং ইংল্যান্ড

6. মোট দলের সংখ্যা: কুড়িটি

7. Man of the Match: Virat Kohli (IND) - Score 76 Run

8. Man of the Series: Jasprit Bumrah (IND)-15 Wicket & 4.18 Economy

9. Height Run Scorer: Rahmanullah Gurbaz (AFG) - 281 Run

10. Highest Wickets Taker: Fazalhaq Farooqi (AFG)-17 Wicket

11. হ্যাট্রিক করেছেন: Pat Cummins (Aus)

ICC Men's T20 World Cup গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য:


1. প্রথম সংস্করণ: 2007

2. পরবর্তী (দশম) সংস্করণ: 2026

3. পরবর্তী (দশম) আয়োজক দেশ: ভারত এবং শ্রীলঙ্কা

4. সর্বাধিক বার বিজয়ী দল: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত (দুই বার করে বিজয়ী)

5. আয়োজক দেশ: হিসাবে ভারত 2016 (ষষ্ঠ সংস্করণ)

6. প্রথম ম্যাচ: 11 সেপ্টেম্বর, 2007 দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ

7. একটি ম্যাচে সর্বাধিক রান: Chris Gayle (WI) -117 Run


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area