প্রিয় ছাত্র-ছাত্রী আজকের এই পোস্টে বিভিন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম শেয়ার করলাম। এই ধরনের প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। বিজ্ঞানসম্মত নাম বলতে সাধারণত দ্বিপদ নামকরণকে বোঝানো হয়।
এই নামকরণ করা হয় সাধারণত ল্যাটিন ভাষায়। এবং লেখার সময় নিচে আন্ডারলাইন করতে হয়।
ধানের বৈজ্ঞানিক নাম কি ?
উঃ ওরাইজা স্যাটিভা।
গমের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ট্রিটিকাম এসটিভাম।
জোয়ারের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যান্ডোপোগোন সরঘাম।
বাজরার বৈজ্ঞানিক নাম কি?
উঃ পেনিসিটাম টাইফয়েডেস।
ভুট্টার বৈজ্ঞানিক নাম কি?
উঃ জিয়া মেইজ।
ছোলার বৈজ্ঞানিক নাম কি?
উঃ সাইমার অরিয়েটিনাম।
মুসুরের বৈজ্ঞানিক নাম কি?
উঃ লেন্স কিউলিনারিস।
খেসারীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ ল্যাথিরাস স্যাটিভাস।
অড়হর-এর বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্যাজানাস ক্যাজান।
মুগের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ফ্যাজিওলাস অরিয়াস।
মটরের বৈজ্ঞানিক নাম কি?
উঃ পাইসাম স্যাটিভাম।
আলুর বৈজ্ঞানিক নাম কি?
উঃ সোলানাম টিউবারোসাম।
পিঁয়াজের বৈজ্ঞানিক নাম কি?
উঃ আলিয়াম সেপা
উচ্ছের বৈজ্ঞানিক নাম কি?
উঃ মোমোরত্তিকা ডাইওয়িকা।
কলমী শাকের বৈজ্ঞানিক নাম কি?
উঃ আইপোমিয়া হেডেরেসিয়া।
ডুমুরের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ফাইকাস ক্যারিকা।
কুমড়ার বৈজ্ঞানিক নাম কি?
উঃ কিউকারবিটা পেপো।
ঝিঙের বৈজ্ঞানিক নাম কি?
উঃ লুফফা একুটানগুলা।
কচুর বৈজ্ঞানিক নাম কি?
উঃ কলোকেসিয়া এসকুলেটা।
ট্যাঁড়সের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যাবেলমোকাস এসকুলে- নটাস।
পটলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ট্রাইকোজ্যান্থাস ডাওকা।
ধূধুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ লুফফা সিলিনড্রিকা
বরবটির বৈজ্ঞানিক নাম কি?
উঃ ভিগনা সাইনেসিস।
রসুনের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অলিয়াম স্যাটিভাম।
মুলার বৈজ্ঞানিক নাম কি?
উঃ র্যাফানাস স্যাটিভাম।
বেগুনের বৈজ্ঞানিক নাম কি?
উঃ সোলানাম মেলোনজেনা।
আমের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।
আপেলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ম্যালাস সিভেসট্রিস।
আমড়ার বৈজ্ঞানিক নাম কি?
উঃ স্পনডিয়াস পিনাটা।
'আঙুরের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ভিটিস ভেনিফেরা।
খেজুরের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ফোয়েনিকস ডেকটিলি- ফেরা।
কমলালেবুর বৈজ্ঞানিক নাম কি?
উঃ সাইট্রাস রেটিকুলাটা।
কলার বৈজ্ঞানিক নাম কি?
উঃ মুসা প্যারাডিসিয়াকা।
নাসপাতির বৈজ্ঞানিক নাম কি?
উঃ পাইরুস কমুনিস।
বেদানার বৈজ্ঞানিক নাম কি?
উঃ পুনিকা গ্রানাটাম।
বাতাবী লেবুর বৈজ্ঞানিক নাম কি?
উঃ সিট্রাস ম্যাক্সিমা।
পেয়ারার বৈজ্ঞানিক নাম কি?
উঃ সিডিয়াম ওয়াজাভা।
তেঁতুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ টারমারিনডাস ইন্ডিকা।
নারিকেলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ কোকোস নুসিফেরা।
পেঁপের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্যারিকা প্যাপায়া।
লিচুর বৈজ্ঞানিক নাম কি?
উঃ লিচ্চি চাইনেনসিস।
শশার বৈজ্ঞানিক নাম কি?
উঃ কুকমিস স্যাটিভা।
জিরার বৈজ্ঞানিক নাম কি?
উঃ কুমিনাম সিমিনাম।
হলুদের বৈজ্ঞানিক নাম কি?
উঃ কুরকুমালঙ্গা।
ধনিয়ার বৈজ্ঞানিক নাম কি?
উঃ কোরিয়েন্ডাম স্যাটাইভাম।
মৌরীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ ফয়নিকুলাম ভালগেয়ার।
তেজপাতার বৈজ্ঞানিক নাম কি?
উঃ সিনামোমাম তামালা।
চিনাবাদামের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যারাচিস হাইপোগিয়া।
জুঁইফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ জেসমিনাম অরিকুলাটাস।
তালের বৈজ্ঞানিক নাম কি?
উঃ বোরাসাস ফ্লাবেলিফার।
চায়ের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্যামেলিয়া সাইনেনসিস।
কফির বৈজ্ঞানিক নাম কি?
উঃ কফিয়া অ্যারাবিকা।
তামাকের বৈজ্ঞানিক নাম কি?
উঃ নিকোটিয়ানা টাবেকাম।
রক্তচন্দনের বৈজ্ঞানিক নাম কি?
উঃ টেরোকারপাস স্যানটালিনাস।
শ্বেতচন্দনের বৈজ্ঞানিক নান কি?
উঃ স্যানটালান অ্যালবান।
আনারসের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যানারস কোমোসাস।
অশ্বগন্ধার বৈজ্ঞানিক নাম কি?
উঃ উইথেনিয়া সোমনিফেরা।
অনন্তমূলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ হেমিডেমাস ইন্ডিকাস।
আফিং-এর বৈজ্ঞানিক নাম কি?
উঃ প্যাপাভার সোমনিফেরা।
কালমেঘের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যান্ড্রোগ্রাফিস প্যানি কুলাটা।
গাঁদালপাতার বৈজ্ঞানিক নাম কি?
উঃ পিডেরিয়া ফোয়েটিভা।
তুলসীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ ওসিয়াম স্যানটান।
জষ্টিমধুর বৈজ্ঞানিক নাম কি?
উঃ গ্লাইসারহিজা গ্লাত্রা।
চিরতার বৈজ্ঞানিক নাম কি?
উঃ স্যুইরসিয়া চিরাতা।
থানকুণির বৈজ্ঞানিক নাম কি?
উঃ সেন্টেলা এসিয়াটিকা।
ধুতরার বৈজ্ঞানিক নাম কি?
উঃ ড্যাটুরা মেটেল।
নীমের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যাজাডিরাকটা ইন্ডিকা।
নিশিন্দার বৈজ্ঞানিক নাম কি?
উঃ ভাইটেক্স নিগান্ডো।
বাসক-এর বৈজ্ঞানিক নাম কি?
উঃ আধাটোডা ভ্যাসিকা।
পুদিনার বৈজ্ঞানিক নাম কি?
উঃ মেন্থা পাইপারিটা।
বেলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ অ্যাগল মারমেলাস।
সর্পগন্ধার বৈজ্ঞানিক নাম কি?
উঃ রাউলফিয়া সারপেটিনা।
ব্রাহ্মীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ হারপেসটিস মোনিকরিয়া।
অতসীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্লোটালারিয়া জানসিয়া।
কামিনীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ মুরায়া প্যানিকুলাটা।
কাঞ্চনের বৈজ্ঞানিক নাম কি?
উঃ বাউহিনিয়া ভারিগাটা।
অপরাজিতা ফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্রিটোরিয়া টারনাটি।
আকন্দফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্যালোট্রোপিস প্রোসেরা।
করবীফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ নেরিয়াম ইন্ডিকাম।
কাঁঠালিচাঁপার বৈজ্ঞানিক নাম কি?
উঃ আরটোবোট্রোয়েস আনসিনেটাস।
কেয়া বা কেতকীর বৈজ্ঞানিক নাম কি?
উঃ প্যান্ডানাস ট্যাসিকুলারিস।
কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম কি?
উঃ সিসালপিনিয়া পালচেরিমা।
গাঁদা ফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ টারগেটেস প্যাটুলা।
কেওড়া ফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ প্যানডানাস ফ্যাসিকুলারিস।
চন্দ্রমল্লিকার বৈজ্ঞানিক নাম কি?
উঃ ক্রাইজেনথিয়াম করোনা- রিয়াম।
গন্ধরাজের বৈজ্ঞানিক নাম কি?
উঃ গারডেনিয়া জেসমিনয়ডেস
গোলাপের বৈজ্ঞানিক নাম কি?
উঃ রোজা সেন্টিফোলিয়া।
দোপাটির বৈজ্ঞানিক নাম কি?
উঃ ইমোসিয়েন্স বাল সামিনা।
টগর ফুলের বৈজ্ঞানিক নাম কি?
উঃ ইরভাটামিয়া ডাইভারিকাটা।
জবার বৈজ্ঞানিক নাম কি?
উঃ হিবিসকাস রোজা সাইনেন- সিস।