Ads Area


বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর || সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর || সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী


সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।

বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর


1) কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন? [WBCS Preli ’20]

Answer – মোরারজি দেশাই
 
2) ‘গরিবি হঠাও’ শ্লোগানটি প্রথম দিয়ে ছিলেন? [WBCS Preli ’20]

Answer – ইন্দিরা গান্ধী

3) কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবী ঘোষিত হয়? [WBCS Preli ’20]

Answer – লাহোর কংগ্রেস

4) নিম্নলিখিত কোন ঐতিহাসিক “The wonder that was India’ গ্রন্থটির রচয়িতা? [WBCS Preli ’20]

Answer – এ. এল. ব্যাসম

5) কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? [WBCS Preli ’20]

Answer – জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে

6) আদি ঋক্ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? [WBCS Preli ’20]

Answer – সভা ও সমিতি

7) দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? [WBCS Preli ’20]

Answer – বিনায়ক দামোদর সভারকর

8) ‘গদর’ শব্দের অর্থ কী ? [WBCS Preli ’20]

Answer – বিপ্লব

9) ‘ইলবার্ট বিল’ বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? [WBCS Preli ’20]

Answer – লর্ড রিপন

10) কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয়?

Answer – সঞ্জীবনী

11)কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘঠিত হয়? [WBCS Preli ’20]

Answer – 1191 খ্রিস্টাব্দ

12) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘লোকনায়ক’ বলে পরিচিত? [ICDS (Supervisor)’19]

Answer –  জয়প্রকাশ নারায়ণ

13)আগ্রা দুর্গ তৈরি করেছিলেন? [ICDS (Supervisor)’19]

Answer – আকবর

14) ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন? [ICDS (Supervisor) ’19]

Answer – লিনলিথগো

15) ভারতে আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন? [ICDS (Supervisor) ’19]

Answer – ভাস্কো-ডা-গামা

16) ভাস্কো-ডা-গামা ছিলেন- [ICDS (Supervisor) ’19]

Answer – পর্তুগীজ

17)‘সাঁচী’ বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন্ রাজ্যে রয়েছে? [ICDS (Supervisor)’ 19]

Answer – মধ্যপ্রদেশ

18)বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন? [WBP SI’18]

Answer – প্ৰফুল্ল চাকী

19) নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?  [WBP SI’18]

Answer – রাউলাট অ্যাক্ট

20) নিম্নের কোন্ ব্যক্তি ‘দীন-ই-ইলাহী’র সদস্য ছিলেন? [WBP SI’18]

Answer – রাজা বীরবল

21) হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন? [WBP SI’18]

Answer –  ইয়ং বেঙ্গল মুভমেন্ট-এর সাথে।

22) ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? [Food (SI)’19]

Answer – এ আই টি ইউ সি

23) বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন? [Food (SI)’19]

Answer – অশোক

24) কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়ান হয়েছিল? [WBP Lady Constable’18]

Answer –  কুশিনগর

25) কিসের জন্য গান্ধীজী অসহযোগ আন্দোলন (Non-Cooperation movement) বন্ধ করে দিয়েছিলেন? [WBP Lady Constable’18)

Answer – চৌরিচৌরার ঘটনা

26) ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কে রচনা করেছিলেন? [WBP Lady Constable’18)

Answer –  আবুল ফজল


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area