মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-1) 2025
বিভাগ-'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ বনচাঁড়ালের (Desmodium) পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল
(ক) বলন,
(খ) পরিচলন,
(গ) প্রকরণ,
(ঘ) আবর্তন।
১.২ একটি কৃত্রিম হরমোন হল –
(ক) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড,
(খ) ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড,
(গ) জিব্বেরেলিক অ্যাসিড,
(ঘ) জিয়াটিন।
১.৩ সঠিক জোড়টি লেখো-
(ক) ACTH – BMR নিয়ন্ত্রণ,
(খ) থাইরক্সিন-রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি,
(গ) TSH – লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি,
(ঘ) FSH – ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণ।
১.৪ মিয়োসিস কোশ বিভাজনের দুটি পর্যায়ের মধ্যে – (ক) প্রথমটি সম বিভাজন, দ্বিতীয়টি হ্রাস বিভাজন,
(খ) প্রথমটি হ্রাস বিভাজন, দ্বিতীয়টি সম বিভাজন,
(গ) দুটোই সম বিভাজন,
(ঘ) দুটোই হ্রাস বিভাজন।
১.৫ দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন্ পদ্ধতির সাহায্য নেবে?
(ক) যৌন জনন,
(খ) খণ্ডীভবন,
(গ) পুনরুৎপাদন,
(ঘ) মাইক্রোপ্রোেপাগেশন।
১.৬ মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয়-
(ক) শৈশব কালকে,
(খ) বয়ঃসন্ধিকে,
(গ) পরিণত দশাকে,
(ঘ) বার্ধক্য দশাকে।
১.৭ কোন্ ক্ষেত্রে মেন্ডেলের একসংকর জননের অপত্য জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয়?
(ক) লিংকেজ,
(খ) অসম্পূর্ণ প্রকটতা,
(গ) মিয়োসিস,
(ঘ) সহপ্রকটতা।
১.৮ একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ণ করা হলে সংকর কালো গিনিপিগ পাওয়া যায়-
(ক) 100%,
(খ) 75%,
(গ) 50%,
(ঘ) 25%।
১.৯ প্রদত্ত কোন্ রোগটির অপর নাম খ্রিস্টমাস রোগ? -
(ক) হিমোফিলিয়া-A,
(খ) হিমোফিলিয়া-B,
(গ) থ্যালাসেমিয়া,
(ঘ) বর্ণান্ধতা।
১.১০ পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল–
(ক) হাইড্রোজেন,
(খ) অক্সিজেন,
(গ) মিথেন,
(ঘ) অ্যামোনিয়া।
১.১১ খাদ্যের উৎস 75-100 মিটার-এর মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে?
(ক) ওয়াগেল,
(খ) রাউন্ড,
(গ) সমান্তরাল,
(ঘ) বর্গাকার।
১.১২ একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গের অভিযোজনকে বলে-
(ক) অপসারী অভিযোজন,
(খ) অভিসারী অভিযোজন,
(গ) বিপরীত অভিযোজন,
(ঘ) সমান্তরাল অভিযোজন।
১.১৩ মিথোজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল -
(ক) মেথহিমোগ্লোবিন,
(খ) লেগহিমোগ্লোবিন,
(গ) হিমোগ্লোবিন,
(ঘ) অক্সিহিমোগ্লোবিন।
১.১৪ একটি প্রাকৃতিক কারসিনোজেন হল-
(ক) বেঞ্চোপাইরিন,
(খ) ক্লোরোেঅ্যানিলিন,
(গ) নাইট্রোস্যামিন,
(ঘ) অ্যাফলাটক্সিন।
১.১৫ ইন-সিটু সংরক্ষণ সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক নয়, তা নির্ধারণ করো –
(ক) এই প্রকার সংরক্ষণে বিবর্তন বাধাপ্রাপ্ত হয়,
(খ) জীবেদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, (গ) এই প্রকার সংরক্ষণে জীবের বিবর্তন ঘটে,
(ঘ) বিপন্ন প্রাণীদের শিকারির হাত থেকেও রক্ষা করা হয়।
বিভাগ-'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি)
২.১ একটি গৌণ বায়ুদূষক হল_________।
২.২ পরাগযোগের ফলে ________ বীজে পরিণত হয়।
২.৩ অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে ______।
২.৪ বিজ্ঞানী _______ মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন।
২.৫ দুটি X-ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকলে, সেই মহিলা ________ হবে।
২.৬ মানব মস্তিষ্কের তিনস্তরবিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ______ বলে।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)
২.৭ মিষ্টি আলু পরিবর্তিত মৃদ্গত কান্ডের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার করে।
২.৮ জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চলে এনডেমিক প্রজাতি প্রায় থাকেই না।
২.৯ রেটিনার পীতবিন্দু উজ্জ্বলতম বর্ণসুবেদী বিন্দু।
২.১০ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।
২.১১ ক্যাকটাস শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়।
২.১২ ব্যাসিলাস মাইকয়ডিস একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: (যে-কোনো ছয়টি)
২.১৩ বিসদৃশ শব্দটি বেছে লেখো: ACTH, TSH, GTH, প্রোজেস্টেরন।
২.১৪ মানুষের মুখবিবরে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
২.১৫ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে
প্রোটানোপিয়া: লাল বর্ণান্ধতা::_____ : সবুজ বর্ণান্ধতা।
২.১৬ মানব বিকাশের কোন্ দশায় অস্থির ক্যালশিয়াম, অস্থিসন্ধির ক্ষয় হয় ও দেহকোশের মৃত্যু ঘটে?
২.১৭ মানুষের জননকোশে অবস্থিত অটোজোমের সংখ্যা কত?
২.১৮ পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো যেখানে লাল পান্ডা সংরক্ষণ করা হচ্ছে।
২.১৯ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:
SPM, বায়ুদূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ।
২.২০ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন্ হরমোন?
বিভাগ-'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:
৩.১ প্রদত্ত কাজগুলির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট হরমোনের নাম লেখো: (ক) নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে রোপণ করা। (খ) ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর। (গ) মাতৃদেহে দুগ্ধ নিঃসরণে সহায়তা করা। (ঘ) ত্বকে অবস্থিত অ্যারেকটোরাস পিলি পেশিকে সংকুচিত করে লোম খাড়া করা।
৩.২ কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি ও লেন্সের কী কী পরিবর্তন ঘটে লেখো।
৩৩ বল ও সকেট সন্ধি বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৩.৪ একটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারাগাছের অগ্রমুকুল কেটে দেওয়া হল, গাছটির বৃদ্ধির ক্ষেত্রে কীরূপ পরিবর্তন ঘটবে বলে তুমি মনে করো?
৩.৫ মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য নিরূপণ করো: (ক) ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি,(খ) উৎপন্ন অপত্য কোশের সংখ্যা।
৩.৬ কোন্ কোন্ বাহক দ্বারা প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ ঘটে? – (ক) ভুট্টা, (খ) বাগানবিলাস, (গ) সূর্যমুখী, (ঘ) পদ্ম।
৩.৭ কোনো গাছের পাতার কোশে ক্রোমোজোম সংখ্যা 14। তার ফুলের কোশ, পরাগরেণু মাতৃকোশ, ডিম্বাণু ও সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো।
৩.৮ "থ্যালাসেমিয়া রোগটির বংশগতি মেন্ডেল তত্ত্বকে অনুসরণ করে" সহজ উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
৩.৯ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো।
৩.১০ 'বেঁটে মটর গাছ সর্বদাই খাঁটি হয়' উক্তিটি ব্যাখ্যা করো।
৩.১১ 'ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়' ব্যাখ্যা করো।
৩.১২ ডারউইনের মতবাদ অনুসারে 'যোগ্যতমের উদ্বর্তন' কীভাবে ঘটে ব্যাখ্যা করো।
৩.১৩ পায়রার বায়ুথলিগুলি নষ্ট হয়ে গেলে তার কী কী সমস্যা হতে পারে বলে তোমার মনে হয়?
৩.১৪ জীববৈচিত্র্যের মাত্রাতিরিক্ত ব্যবহার কীভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটায় তা দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।
৩.১৫ ন্যাটালিটি বলতে কী বোঝো?
৩.১৬ মানুষের কার্যকলাপের ফলে মাটিদূষণ কীভাবে ঘটে?
৩.১৭ ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা লেখো।
বিভাগ-'ঘ'
৪। নীচের ৬টি প্রশ্ন না তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:
৪.১ একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো। - (ক) গ্রাহক, (খ) কারক, (গ) অন্তর্বাহী নিউরোন, (গ) বহির্বাহী নিউরোন।
অথবা, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো (ক) সেন্ট্রোমিয়ার, (খ) টেলোেমিয়ার, (গ) ক্রোমাটিড, (ঘ) স্যাটেলাইট বডি।
৪.২ অযৌন জনন অপেক্ষা যৌন জনন উন্নততর কেন?সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের নিষেক পদ্ধতিকে দ্বিনিষেক পদ্ধতি বলা হয় কেন?
অথবা, জীবের বৃদ্ধির পর্যায়গুলি সম্বন্ধে সংক্ষেপে লেখো। কোশচক্রের চেক পয়েন্ট বলতে কী বোঝো?
৪.৩ একটি সংকর গোল ও হলুদ (YyRr) বীজযুক্ত উদ্ভিদের সঙ্গে অপর একটি সংকর গোল ও হলুদ (YyRr) বীজযুক্ত উদ্ভিদের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য উদ্ভিদ উৎপন্ন হতে পারে তা একটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপিক অনুপাত উল্লেখ করো।
অথবা, অনেক সময়ে দেখা যায় বাবা ও মা উভয়েই স্বাভাবিক কিন্তু তাদের সন্তানদের ক্ষেত্রে দেখা যায়, স্বাভাবিক পুত্রঃ হিমোফিলিক পুত্র = 1 : 1 এবং সমস্ত কন্যা স্বাভাবিক। পিতামাতার জিন সংগঠন দেখাও। জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?
৪.৪ জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরে-এর পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। একটি মেরুদন্ডী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
অথবা, সুন্দরী গাছের যে-কোনো তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। অভিযোজনকে বেঁচে থাকার কৌশল বলে কেন?
৪.৫ ক্রমবর্ধমান জনসংখ্যা দূষণের অন্যতম কারণ সমর্থনে তিনটি যুক্তি দাও। জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে?
অথবা, পরিবেশের অভঙ্গুর উপাদান কীভাবে জীবদেহে ক্ষতি করতে পারে বলে তুমি মনে করো তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। [ অ্যাসিড বৃষ্টিজাত ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।
৪.৬ জীববৈচিত্র্যের বিলুপ্তির তিনটি কারণ উদাহরণসহ উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়োসংরক্ষণের গুরুত্ব লেখো।
অথবা, শিম্বিগোত্রীয় উদ্ভিদের চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায় কেন? উল্লিখিত ঘটনাগুলির ফলাফল কী কী হতে পারে তা অনুমান করে লেখো- (ক) জলের উৎসে কাপড় কাচার কাজে ব্যবহৃত ডিটারজেন্ট ক্রমাগত মিশতে লাগল। (খ) কোনো জাতীয় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থায় হঠাৎ শিথিলতা লক্ষ করা গেল।