Ads Area


মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট- ১৮) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part-18) 2025

মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট - ১৮) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক বাংলা সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।

মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট–১৮) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part-18) 2025


মাধ্যমিক বাংলা সাজেশন (পার্ট–১৮) ২০২৫ || Madhyamik Bengali Suggestion (Part-18) 2025


১। সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ "কই পড়? লজ্জা কী? পড়, সবাই শুনি।"- কথাটি বলেছিলেন তপনের-

 (ক) বাবা,

 (খ) কাকা, 

(গ) মা, 

(ঘ) ছোটোমাসি।

১.২ সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন-

 (ক) বিরাগীবাবু,

 (খ) নিমাইবাবু,

 (গ) জগদীশবাবু,

 (ঘ) রামবাবু।

 ১.৩ 'আয়, আমি তোর সঙ্গে লড়ব।' – উক্তিটির বক্তা- (ক) কালিয়া,

 (খ) অমৃত, 

(গ) ইসাব, 

(ঘ) ইসাবের বাবা।

১.৪ 'হেঁটে গেল'- কে হেঁটে গেল? –

(ক) বীর সৈনিক,

 (খ) দেশমাতৃকা, 

(গ) গির্জার এক নান, 

(ঘ) একটি কুকুর।

১.৫ শোনা যায় ওই –

 (ক) রথঘর্ঘর, 

(খ) সৃজন-বেদন,

 (গ) আর্তের ক্রন্দন, 

(ঘ) বজ্রগান।

১.৬ 'নমি পুত্র পিতার চরণে,' – এখানে পুত্র হল –

(ক) মেঘনাদ, 

(খ) বীরবাহু, 

(গ) ইন্দ্রজিৎ,

 (ঘ) রাবণ।

১.৭ 'কেরি সাহেবের মুনশি' কাকে বলা হত? –

(ক) রামরাম রায়কে,

 (খ) রামরাম বসুকে, 

(গ) রাজা রামমোহন রায়কে,

(ঘ) উইলিয়াম জোন্সকে। 

১.৮ পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হল – 

(ক) হাওয়া, 

(খ) অক্সিজেন,

 (গ) চেয়ার,

 (ঘ) কাপ। 

১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে- 

(ক) তুলি, 

(খ) ব্রোঞ্জের শলাকা,

 (গ) হাড়, 

(ঘ) নল-খাগড়া। 

 ১.১০ ট্যাক্সিতে যাব- রেখাঙ্কিত পদটি –

 (ক) কর্মকারক, 

(খ) করণ কারক, 

(গ) অপাদান কারক,

 (ঘ) অধিকরণ কারক।

 ১.১১ যথার্থ বিভক্তির অপর নাম-

 (ক) সঠিক বিভক্তি, 

(খ) মৌলিক বিভক্তি, 

(গ) যৌগিক বিভক্তি,

 (ঘ) শূন্য বিভক্তি।

১.১২ 'প্রতিদিন' সমাসটি গড়ে উঠেছে- 

(ক) সাদৃশ্য অর্থে, 

(খ) সামীপ্য অর্থে, 

(গ) বীলা অর্থে, 

(ঘ) পশ্চাৎ অর্থে।

১.১৩ ব্যাসবাক্যের শেষ অংশকে বলা হয় – 

(ক) পূর্বপদ,

 (খ) শেষপদ, 

(গ) পরপদ,

 (ঘ) সমস্তপদ। 

১.১৪ ইচ্ছাসূচক বাক্যের অপর নাম- 

(ক) অনুজ্ঞাসূচক বাক্য, 

(খ) প্রার্থনাসূচক বাক্য, 

(গ) আবেগসূচক বাক্য, 

(ঘ) নির্দেশক বাক্য। 

১.১৫ 'বৃথা আশা, তবু তা মরিতে মরিতেও মরে না।'- বাক্যটি কোন্ শ্রেণির?-

 (ক) সরল বাক্য, 

(খ) যৌগিক বাক্য, 

(গ) জটিল বাক্য, 

(ঘ) মিশ্র বাক্য। 

১.১৬ বাচ্য পরিবর্তনে বাক্যের কী কী পরিবর্তন হয়? -(ক) কর্তা, কর্ম, ক্রিয়া,

 (খ) কর্তা, ক্রিয়া, 

(গ) কর্ম, ক্রিয়া, 

(ঘ) ক্রিয়া।

১.১৭. 'বেশ মজা হবে'- কোন্ ধরনের বাচ্য।- 

(ক) কর্মকর্তৃবাচ্য, 

(খ) ভাববাচ্য, 

(গ) কর্মবাচ্য,

 (ঘ) কর্তৃবাচ্য।

২। কমবেশি ২০টি খন্দে নীচের প্রমগুলির উত্তর দাও:

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.১.১ ইত্যবসরে এই ব্যাপার।' – কোন্ ব্যাপারের কথা বলা হয়েছে।

২.১.২ স্ত্রীকে লেখা নদেরচাঁদের চিঠির বিষয়বস্তু কী ছিল।

২.১.৩ 'আমার কাছে এসে বসো।' – কে, কাদের কাছে বসতে বলেন?

২.১.৪ "তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে" "কৃতার্থ' শব্দটির অর্থ কী?

২.১.৫ 'অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।'– হরিদার কোন্ ভুলের কথা এখানে বলা হয়েছে?

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:

২.২.১ "পৃথিবী হয়তো বেঁচে আছে" - 'হয়তো' বলা হয়েছে কেন?

২.২.২ 'চিরচিহ্ন দিয়ে গেল' কোথায়?

২.২.৩ 'বেথানিত হৈছে কেশ বেশ।' – পঙ্ক্তিটির অর্থ কী?

২.২.৪ অস্ত্র ধরার বদলে কবি কী নিতে বলেছেন?

২.২.৫ 'রক্তের একটা কালো দাগ।'– কী কারণে এই রক্তপাত?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:

২.৩.১ শ্রীপান্থ কোথা থেকে তাঁর জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন?

২.৩.২ 'Sensitive Person' কথাটির কী বাংলা হওয়া উচিত?

২.৩.৩ 'বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা'-র মূল গ্রন্থের নাম কী?

২.৩.৪ 'তাই এই ব্যবস্থা' – কোন ব্যবস্থার কথা বলা হয়েছে?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও:

২.৪.১ অ-কারক সম্পর্ক বলতে কী বোঝো?

২.৪.২ রাম একজন স্কুল পালানো ছাত্র। – চিহ্নিত পদটির কারক ও বিভক্তি লেখো।

২.৪.৩ বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য কী?

২.৪.৪ 'জ্ঞানচক্ষু' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

২.৪.৫ নাহি তথা দুঃখ ক্লেশ অস্ত্যর্থক বাক্যে পরিবর্তন করো। 

২.৪.৬ যে রক্ষক সেই ভক্ষক। (সরল বাক্যে পরিণত করো)

২.৪.৭ কর্মকর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কী?

২.৪.৮ অ-বিভক্তির অপর নাম কী? – কেন এই নাম?

২.৪.৯ 'আমার দ্বারা হবে না' – কর্তৃবাচ্যে রূপান্তরিত করো।

২.৪.১০ পূর্ব ও পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পায় কোন্ সমাসে?

৩। প্রসজ্ঞা নির্দেশসহ কমবেশি ৬০ শব্দে উত্তর দাও:

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১.১ 'একেবারে নিছক মানুষ।' কার সম্পর্কে একথা বলা হয়েছে? বস্তার এরূপ উপলব্ধির কারণ কী?

৩.১.২ 'নদীর বিদ্রোহ' গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কী বলে তোমার মনে হয়?

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.২.১ "শান্ত হলুদ দেবতারা"- 'অসুখী একজন' কবিতায় দেবতাদের শান্ত ও হলুদ বলা হয়েছে কেন?

৩.২.২ "বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকয়।"– 'ভয়ংকর' কে? তার আগমনের কারণ কী?

৪। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ 'পথের দাবী' রচনাংশটির নামকরণের সার্থকতা কতটা লেখো।

৪.২ 'পাড়া-পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।' – পাঠান কে? তিনি কী গল্প বলেন?

৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ "বাহুরক কন্যার জীবন।"– 'বাহুরক' শব্দের অর্থ কী? কোন্ কন্যার কথা বলা হয়েছে? কীভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল?

৫.২ 'আফ্রিকা' কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে। – কবিতা অবলম্বনে আলোচনা করো।

৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে লেখক বাঁশের কঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক বল-পেন পর্যন্ত কলমের যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন, তা সংক্ষেপে বর্ণনা করো।

৬.২ "গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না।" – কী বোধগম্য হয় না? বোধগম্য হওয়ার জন্য কী করতে হবে বলে প্রাবন্ধিক মনে করেন?

৭। কমবেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ "আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাঁদের মনে রাখা উচিত।" – 'আমরা' বলতে কাদের কথা বলা হয়েছে? একথা তাদের বলার কারণ লেখো। এই বক্তব্যে বস্তার চরিত্রের কোন্ রূপ ফুটে উঠেছে?

৭.২ সিরাজদ্দৌলার প্রতি জাফর আলি খাঁ, মোহনলাল, মীরমদনের ব্যবহার সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো।

৮। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৮.১ 'মানুষের মান বাড়বে।'- কখন মানুষের মান বাড়বে বলে বস্তা মনে করেন?

৮.২ কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।

৮.৩ স্টেট চ্যামপিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল, তার বিবরণ দাও।

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :

Derozio became a teacher of Hindu College in the year 1826. He was 17 years old then and some of his students were even older than him. He was a brilliant teacher. Students had great respect for their young teacher.

১০। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

১০.১ অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রবর্তনের যৌক্তিকতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১। যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো: (কমবেশি ৪০০ শব্দে)

১১.১ প্রকৃতির অভিশাপ।

১১.২ জনজীবনে সংবাদমাধ্যমের ভূমিকা।

১১.৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১১.৪ 'বাঁটুল দি গ্রেট'-এর স্রষ্টা নারায়ণ দেবনাথের প্রয়াণ।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area