Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১১) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-11)

 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১১) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১১) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-11)


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১১) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-11)


বিভাগ-ক'


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাকাটি সম্পূর্ণ করে লেখো:

১.১ লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল-

(ক) কেমোন্যাস্টি, 

(খ) সিসমোন্যাস্টি, 

(গ) ফোটোট্রপিজম,

 (ঘ) ফোটোট্যাকটিক চলন।

১.২ প্রদত্ত কোল্টিন্ট জিব্বেরেলিনের কাজ নয়? –

(ক) বীজের সুপ্তাবস্থা ভঙ্গা, 

(খ) আঙুর ফলের বৃত্তের বৃদ্ধিতে সহায়তা, 

(গ) উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করা, 

(ঘ) বীজহীন ফল সৃষ্টি করা।

১.৩ সঠিক জোড়টি নির্বাচন করো- 

(ক) মূত্রত্যাগ-স সুষুম্নাশীর্ষক, 

(খ) বুদ্ধিমত্তা পনস্,

(গ) পেরিস্টলসিস সেরিব্রাল কর্টেক্স,

(ঘ) মানসিক আবেগ হাইপোথ্যালামাস।

১.৪ কোশচক্রের দশাগুলির পর্যায়ক্রম হল–

(ক) G₁50 M.

(খ) G₁→ G₂→SM,

(গ) G₁→ MG25,

(ঘ) MSG₂→ G₁

১.৫ বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে-

 (ক) চুপড়ি আলু, 

(খ) রাঙা আলু,

 (গ) কচুরিপানা,

 (ঘ) আদা।

১.৬ RNA-তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে সেটি শনাক্ত করো-

(ক) অ্যাডেনিন, 

(খ) গুয়ানিন, 

(গ) থাইমিন, 

(ঘ) ইউরাসিল।

১.৭ AaBbCc জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়? –

(ক) 2, 

(খ) 4, 

(গ) 6,

 (ঘ) ৪। 

১.৮ প্রদত্ত কোন্ দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো- 

(ক) ফলের বর্ণ- বেগুনি, ফুলের অবস্থান - কাক্ষিক, 

(খ) কান্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার - বর্ণ- হলুদ, 

(গ) পরিণত বীজের আকার গোল, বীজের বর্ণ- হলুদ,

(ঘ) ফুলের অবস্থান কাক্ষিক, কান্ডের দৈর্ঘ্য- লম্বা। কুঞ্চিত, 

১.৯ একজন স্বাভাবিক পিতা ও হিমোফিলিয়ার বাহক মাতার হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত পুত্রসন্তান জন্মানোর সম্ভাবনা হল -

(ক) 75%,

 (খ) 50%, 

(গ) 100%, 

(ঘ) ০%।

১.১০ মাছের পাখনা ও তিমির ফ্লিপার হল–

 (ক) সমবৃত্তীয় অঙ্গ, 

(খ) সমসংস্থ অঙ্গ, 

(গ) নিষ্ক্রিয় অঙ্গ, 

(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ।

 ১.১১ পর্ণকাণ্ড হল একটি- 

(ক) পরিবর্তিত পাতা, 

(খ) রূপান্তরিত কাণ্ড, 

(গ) পাতা বা কাণ্ড কোনোটিই নয়, 

(ঘ) পরিবর্তিত বৃত্ত।

১.১২ উটের দেহ থেকে জল বাষ্পীভবন রোধের একটি উপায় হল –

 (ক) মূত্রত্যাগ না করা,

 (খ) চামড়া পুরু হওয়া, 

(গ) চোখের পল্লব ட লোম বড়ো হওয়া,

 (ঘ) পদতলে চ্যাপটা প্যাড থাকা। 

১.১৩ প্রদত্ত কোন্টি মাটির উর্বরতা হ্রাস করে? –

(ক) নস্টক, 

(খ) সিউডোমোনাস, 

(গ) নাইট্রোব্যাকটর,

 (ঘ) রাইজোবিয়াম।

১.১৪ পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হল –

 (ক) মিনামাটা,

 (খ) ব্ল‍্যাক লাং, 

(গ) ব্ল‍্যাক ফুট, 

(ঘ) ক্লোরোসিস।

১.১৫ সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হল –

(ক) 4টি,

 (খ) 34টি, 

(গ) 64টি, 

(ঘ) চটি।


বিভাগ-'খ'


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও: (যে-কোনো পাঁচটি)

২.১ ______হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয়, কিন্তু মূত্রে গ্লুকোজ রেচিত হয় না।

২.২ কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে_________ বলে।

২.৩ ক্রোমোজোমের পরিবর্তনের ফলে দুটি জীবের মধ্যে যে ভিন্নতার সৃষ্টি হয় তাকে________ বলে।

২.৪ মেসোহিপ্পাসের প্রতিটি অগ্রপদে আঙুলের সংখ্যা________।

২.৫ অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্রগহ্বরে উপস্থিত_______ নামক নীলাভ-সবুজ শৈবাল মিথোজীবী সম্পর্ক তৈরি করে।

২.৬ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল________।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ মাছের পুচ্ছ পাখনা জলে দিক পরিবর্তনের জন্য হালের ন্যায় কাজ করে।

২.৮ সস্য নিউক্লিয়াস সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়।

২.৯ থ্যালাসেমিয়া একটি অটোজোমবাহিত প্রচ্ছন্ন রোগ।

২.১০ শ্বাসমূল লবণাম্বু উদ্ভিদকে লবণ সহ্য করতে সাহায্য করে।

২.১১ ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী।

২.১২ মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যভাগে থাকে।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি)

২.১৯ কবজা সন্ধির অবস্থান লেখো।

২.২০ ইনসুলিন হরমোনটি কোন্ গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

২.২১ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: দৃষ্টিশক্তির হ্রাস, বার্ধক্য, পেশি দুর্বলতা, অস্থিক্ষয়।

২.২২ স্নায়ুকোশে কেন মাইটোসিস ঘটে না?

২.২৩ বিসদৃশ শব্দটি বেছে লেখো:

ডিউটেরানোপিয়া, প্রোটানোপিয়া, মায়োপিয়া, ট্রাইটানোপিয়া।

২.২৪ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

ইওহিপ্পাস: ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ ::____: বর্তমান ঘোড়া।

২.২৫ রেফ্রিজারেটর থেকে কোন্ বায়ুদূষকটি বাতাসে মেশে?

২.২৬ ভারতের একটি সিংহ সংরক্ষণ প্রকল্পের উদাহরণ দাও।


বিভাগ-গ'


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের সাহায্যে দেখাও।

৩.২ মানবদেহে প্রদত্ত ক্ষেত্রগুলির ওপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো- (ক) রক্ত সংবহনতন্ত্র, (খ) মৌল বিপাকীয় হার।

৩.৩ প্রতিবছর সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিরা আমাদের দেশের বিভিন্ন অংশে আসে এবং ফিরে যায়। এর সম্ভাব্য কারণগুলি লিপিবদ্ধ করো।

৩.৪ প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্যাকটিক ও ট্রপিক চলনের পার্থক্যগুলি লেখো- (ক) সামগ্রিক স্থান পরিবর্তন, (খ) উদ্দীপকের প্রভাব।

৩.৫ কোশ বিভাজনের প্রদত্ত ঘটনাগুলি কোন্ দশার বৈশিষ্ট্য তা তালিকাভুক্ত করো (খ) বাইভ্যালেন্ট গঠন, (গ) ক্রোমোজোমীয় চলন, (ঘ) কোশপাত গঠন। (ক) কনডেনসেশন ও স্পাইরিলাইজেশন,

৩.৬ জনুক্রমের গুরুত্ব লেখো।

৩.৭ জীবের বিকাশ বা পরিস্ফুরণ বলতে কী বোঝো?

৩.৮ মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলতে কী বোঝো?

৩.৯ পুরুষেরা বর্ণান্ধতার বাহক হয় না কেন?

৩.১০ সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো।

৩.১১ ওপারিনের কোয়াসারভেট মডেল লেখো।

৩.১২ মরু পরিবেশে জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসে কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়?

৩.১৩ আর্কিও পটেরিক্সকে হৃৎযোজক বলা হয় কেন?

৩.১৪ নাইট্রিফিকেশন পদ্ধতিটি বুঝিয়ে লেখো।

৩.১৫ প্রদত্ত দূষণঘটিত সমস্যাগুলির কারণ ব্যাখ্যা করো: (ক) স্টোন লেপ্রোসি, (খ) ওজোন গহ্বর।

৩.১৬ জনবিস্ফোরণের কারণে কীভাবে বিশ্ব উন্নায়ন হয়?

৩.১৭ বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি স্তর বা বিভিন্ন অঞ্চলগুলি কী কী? সংক্ষেপে লেখো।


বিভাগ-'ঘ'


৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো।

৪.১ মানবদেহের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের চিত্র অঙ্কন করো ও প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো- (ক) ডেনড্রাইট,(খ) কোশদেহ, (গ) অ্যাক্সন, (ঘ) নিউরোলেমা।

অথবা, একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো- (ক) ডিম্বক, (খ) নির্ণীত নিউক্লিয়াস'(গ) ডিম্বাণু, (ঘ) সাইনারজিডস্।

৪.২ জীবের বৃদ্ধির প্রধান দশাগুলির বৈশিষ্ট্য লেখো।

স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত কেন? দুটি কারণ লেখো।

অথবা, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। (ক) প্রকৃতি, (খ) সংখ্যা, (গ) কাজ।

যৌন জননে মিয়োসিসের ভূমিকা কী?

৪.৩ হিমোফিলিয়ার উত্তরাধিকার কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো। বর্ণান্ধতা কয় প্রকার ও কী কী?

অথবা, YYRR (বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত) মটরগাছ ও yyrr (বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত) মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে F₁ জনু ও F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতটি লেখো।

৪.৪ 'ব্যক্তিজনি জীবজনিকে পুনরাবৃত্তি করে'- বিবৃতিটির মেরুদণ্ডী প্রাণীদের ভ্রুণের বিকাশের তুলনামূলক আলোচনা সহযোগে যথার্থতা প্রকাশ করো।

ল্যামার্কের 'ব্যবহার ও অব্যবহার সূত্র' ব্যাখ্যা করো।

অথবা, সুন্দরবনের লবণাক্ত অঞ্চলে জন্মানোর জন্য সুন্দরী গাছের কী কী বৈশিষ্ট্য দেখা যায়? আচরণ, অভিযোজন ও বিবর্তনের সম্পর্ক কী?

৪.৫ কী কী উপায়ে ইন-সিটু সংরক্ষণ করা হয় তা সংক্ষেপে লেখো।

প্রদত্ত হটস্পটগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও (ক)সুন্দাল্যান্ড, (খ) ইন্দোবার্মা।

অথবা, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। মানুষের ফুসফুসের ক্যানসারের কারণ ও উপসর্গ লেখো।

৪.৬ প্রদত্ত দূষণগুলির কুপ্রভাব মানবস্বাস্থ্যকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে তার একটি করে উদাহরণ দাও (ক) শব্দদূষণ, (খ) মাটিদূষণ,(গ) জলদূষণ।

তোমার আশেপাশে বায়ুদূষণ রোধের জন্য তোমার দ্বারা সম্ভব এমন দুটি উপায় লেখো।

অথবা, নাইট্রোজেন চক্র কাকে বলে?

 নাইট্রোজেন আবদ্ধকরণে মুক্তজীবী ও মিথোজীবী ব্যাকটেরিয়ার ভূমিকাগুলি কী কী?

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area