Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১০) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-10)

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১০) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১০) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-10)


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১০) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-10)


বিভাগ-ক'

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

১.১ কোন্ পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে?–

 (ক) অ্যাডাকটর,

 (খ) এক্সটেনশর, 

(গ) অ্যাবডাকটর, 

(ঘ) ফ্লেক্সর পেশি।

১.২ প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো – (ক) ACTH অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়, 

(খ) STH অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়,

(গ) ADH পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, 

(ঘ) ইনসুলিন অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়।

 ১.৩ মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় বেম'গঠিত হয়? –

 (ক) প্রোফেজ, 

(খ) মেটাফেজ, 

(গ) অ্যানাফেজ,

(ঘ) টেলোফেজ।

 ১.৪ নিষেকের আগে লুণস্থলীর কোন্ নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোমবিশিষ্ট থাকে?–

 (ক) ডিম্বাণু,

 (খ) প্রতিপাদ কোশ, 

(গ) সহকারী কোশ, 

(ঘ) নির্ণীত নিউক্লিয়াস। 

১.৫ যে বিপাকে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলে- (ক) উপচিতি বিপাক,

 (খ) অপচিতি বিপাক, 

(গ) বৃদ্ধিমূলক বিপাক,

 (ঘ) কোনোটিই নয়। 

১.৬ ডিম্বাণু কোন্ প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যাসন্তান হয়? –

(ক) 22A+Y, 

(খ) 23A+X, 

(গ) 23A + Y, 

(ঘ) 22A.+XI ।

১.৭ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোল্টিন্ট নিয়ন্ত্রিত হয় না? –

(ক) রোলার জিভ,

(খ) হিমোফিলিয়া,

(ঘ) কানের যুক্ত লতি।

(গ) থ্যালাসেমিয়া,

১.৮ পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা- 

(ক) 0%, 

(খ) 50%, 

(গ) 75%,

 (ঘ) 100%। 

১.৯ ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম- 

(ক) ইকুয়াস,

 (খ) মেসোহিল্লাস,

 (গ) ইওহিপ্লাস, 

(ঘ) মেরিচিপ্পাস। 

১.১০ মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন্ ধরনের অভিযোজনের উদাহরণ?–

 (ক) শারীরবৃত্তীয়, 

(খ) আচরণগত,

(গ) অঙ্গসংস্থানগত, 

(ঘ) শারীরস্থানগত।

১.১১ মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন-

 (ক) ল্যামার্ক, 

(খ) ডারউইন, 

(গ) হুগো দ্য ভিস, 

(ঘ) গোল্ডস্মিথ। 

১.১২ একটি অভঙ্গুর দূষক পদার্থ হল –

(ক) পশুর মল, 

(খ) ফলের খোসা,

 (গ) কাগজের খন্ড, 

(ঘ) DDT |

১.১৩ বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নীচের কোন্ সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো-

 (ক) যক্ষ্মা, 

(খ) অ্যাজমা, 

(গ) ম্যালেরিয়া,

(ঘ) ডেঙ্গু।

১.১৪ জিন ব্যাংক কীসের উদাহরণ? –

(ক) ইন-সিটু সংরক্ষণ,

 (খ) এক্স-সিটু সংরক্ষণ, 

(গ) হটস্পট,

 (ঘ) স্যাংচুয়ারি।


বিভাগ-খ'


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও: (যে-কোনো পাঁচটি) 

২.১ জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম ______।

২.২ আটটি ক্ষারধর্মী_______ প্রোটিন দিয়ে গঠিত হয় ক্রোমোজোমের কোর।

২.৩_____ ‐এর মাধ্যমে পরবর্তী প্রজন্মে জিনগত রোগের প্রকোপ কমানো যেতে পারে।

২.৪ যে-সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন; কর্দমাক্ত অঞ্চলে জন্মায় তাদের বলে_______।

২.৫ একটি গৌণ বায়ুদূষক হল_______।

২.৬ সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ে ডিম্বাণুর দুপাশে______ কোশ থাকে।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া।

২.৮ স্পাইরোগাইরার যৌন জনন মূলত সংশ্লেষ প্রকৃতির।

২.৯ বিজ্ঞানী মেন্ডেল তাঁর একসংকর জননের পরীক্ষা থেকে যে সিদ্ধান্তে উপনীত হন, তা হল স্বাধীন বিন্যাসের সূত্র।

২.১০ ব্যাং কীটপতঙ্গ ভক্ষণ করে এটি একপ্রকার অন্তঃপ্রজাতি সংগ্রাম।

২.১১ জলাভূমিকে 'প্রাকৃতিক ফুসফুস' বলে।

২.১২ অগ্ন্যাশয় হল একটি মিশ্রগ্রন্থি।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো:

অগ্রস্থ প্রকটতা, বীজের অঙ্কুরোদ্গম, কোশ বিভাজন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ।

২.২০ যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন্ হরমোন?

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

উদ্ভিদকোশ: মাইক্রোটিউবিউল :: প্রাণীকোশ :______।

২.২২ বক্রধাবক বা স্টোলনের মাধ্যমে বংশবিস্তার করে এমন উদ্ভিদের নাম লেখো।

২.২৩ থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন্ তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়?

২.২৪ মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালিতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:

ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন।

২.২৬ দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।


বিভাগ-'গ'


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ সিসমোন্যাস্টি (স্পর্শব্যাপ্তি) চলন কাকে বলে? উদাহরণ দাও।

একটি পায়রার লেগে বিন্যস্ত পালকগুলি কেটে দেওয়া হল। এই অবস্থায় পায়রার উড্ডয়নগত কোনো সমস্যা তৈরি হবে কি? - ব্যাখ্যা করো।

৩.৩ উদাহরণসহ একনেত্র দৃষ্টি সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি লেখো: (ক) বস্তুর প্রতিবিম্ব গঠন, (খ) দৃষ্টিক্ষেত্র, (গ) গভীরতা।

৩.৪ সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লেখো।

৩.৫ অঙ্গজ জনন অভিব্যক্তির সহায়ক নয় কেন?

৩.৬ কতগুলি ফুলের বৈশিষ্ট্য দেওয়া আছে। এগুলির বাহকের ভিত্তিতে পরাগযোগ পদ্ধতিটি শনাক্ত করো: (ক) ফুলের স্তবকগুলির ত্বকে মোমের আস্তরণ থাকে। (খ) দলমণ্ডল চোঙের মতো হয়। (গ) মঞ্জুরীদণ্ড লম্বা হয় ও ফুলগুলি গুচ্ছাকারে ঘনভাবে সজ্জিত থাকে। (ঘ) ফুলগুলি উজ্জ্বল বর্ণের, সুমিষ্ট গন্ধযুক্ত ও মকরন্দযুক্ত হয়।

৩.৭ মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। 

৩.৮ দুই পুত্র বর্তমান এমন দম্পতির তৃতীয় সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কতটা তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 

৩.৯ হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?

৩.১০ থ্যালাসেমিয়া রোগের ফলে রক্তাল্পতা দেখা যায় কেন?

৩.১১ মিসিং লিংক কাকে বলে? উদাহরণ দাও।

৩.১২ প্রদত্ত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলির ভূমিকা সংক্ষেপে লেখো: (ক) শিম্পাঞ্জিরা ভেষজ উদ্ভিদ গ্রহণ করে। (খ) ক্যাকটাসের পাতার উপর পুরু কিউটিকল থাকে। (গ) মৌমাছিরা ওয়াগেল নৃত্য প্রদর্শন করে। (ঘ) পুরুষ পায়রায় শিশ্ন থাকে না।

৩.১৩ ল্যামার্কের মতবাদের 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ' ব্যাখ্যা করো।

৩.১৪ জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বোঝো?

৩.১৫ জলদূষণের কারণ লেখো।

৩.১৬ ন্যাটালিটি ও মর্টালিটি বলতে কী বোঝো?

৩.১৭ নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো।


বিভাগ-'ঘ'


৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, সেনসরি নিউরোন, মোটর নিউরোন চিহ্নিত করো এবং তিরচিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করো।

অথবা, একটি প্রাণীকোশের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী অর্থাৎ প্রোফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে-কোনো চারটি অংশ চিহ্নিত করো।

৪.২ বিভিন্ন রাসায়নিক উপাদান থেকে কীভাবে ধাপে ধাপে DNA গঠিত হয়?

অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোশ বিভাজন বলা হয় কেন?

অথবা, মূলের মাধ্যমে, কান্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার উদাহরণসহ আলোচনা করো।

মাইক্রোপ্রোপাগেশনের দুটি গুরুত্ব লেখো।

৪.৩ বংশগতিতে মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরিব্যক্তির সংজ্ঞা লেখো।

অথবা, হিমোফিলিয়া-A ও হিমোফিলিয়া-B-এর কারণ লেখো। জিনোম কী?

৪.৪ বিভিন্ন শ্রেণির মেরুদন্ডী প্রাণীদের হৃৎপিন্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে?

নয়া ডারউইনবাদ কী?

অথবা, 'অভিব্যক্তির মূল ভিত্তি হল অভিযোজন' বক্তব্যটি বুঝিয়ে লেখো। প্রোটোবায়োন্ট কাকে বলে?

৪.৫ নাইট্রোজেন আবদ্ধকরণে মুক্তজীবী ও মিথোজীবী ব্যাকটেরিয়ার ভূমিকাগুলি কী কী?

তোমার অভিজ্ঞতার ভিত্তিতে জলাভূমি ভরাট করার বিরুদ্ধে দুটি পরিবেশীয় যুক্তি লেখো।

অথবা, "মানুষের সৃষ্ট নানা কারণের জন্য সুন্দরবনের পরিবেশ আজ সমস্যাগ্রস্ত।”- উক্তিটির যথার্থতা বিচার করো।

ভারতে গন্ডার হ্রাস পাওয়ার কারণ লেখো।

৪.৬ পপুলেশনের বৈশিষ্ট্যগুলি লেখো।

এনডেনজার্ড বা বিপন্ন প্রজাতি বলতে কী বোঝো? উদাহরণ দাও।

অথবা, মিষ্টিজলের উৎসগুলি কী কী ভাবে দূষিত হয়? তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। বায়োম্যাগনিফিকেশন কাকে বলে?

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area