Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১২) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-12)

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১২) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১২) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-12)


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১২) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-12)



বিভাগ-'ক'


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল –

(ক) ফোটোন্যাস্টি,

 (খ) সিসমোন্যাস্টি,

 (গ) কেমোন্যাস্টি,

 (ঘ) থার্মোন্যাস্টি চলন।

১.২ একটি রোটেটর পেশির উদাহরণ হল-

(ক) ডেলটয়েড পেশি, 

(খ) ট্রাইসেপস পেশি,

 (গ) পাইরিফরমিস পেশি, 

(ঘ) ল্যাটিসিমাস ডরসি।

১.৩ প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো- 

(ক) ACTH-এর কম ক্ষরণে কুশিং বর্ণিত রোগের লক্ষণ প্রকাশ পায়,

 (খ) STH-এর অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রোগ হয়, (গ) ADH-এর কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়, 

(ঘ) থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে গ্রেভস্ বর্ণিত রোগ হয়।

১.৪ মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় বেম গঠিত হয়? -

(ক) প্রোফেজ,

 (খ) মেটাফেজ, 

(গ) অ্যানাফেজ,

(ঘ) টেলোফেজ।

১.৫ ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, সেটি চিহ্নিত করো- 

(ক) বৃতি, 

(খ) দলমণ্ডল, 

(গ) গর্ভাশয়,

 (ঘ) গর্ভমুণ্ড।

১.৬ যে দশাটিতে মানুষের বৃদ্ধি দ্রুতগতিতে হয় এবং সর্বোচ্চ সীমায় পৌঁছায় তা হল –

(ক) সদ্যোজাত,

 (খ) শৈশব,

 (গ) বয়ঃসন্ধি,

 (ঘ) বার্ধক্য।

১.৭ মটর গাছের কোন্ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? –

(ক) ফলের আকৃতি-স্ফীত,

 (খ) ফলের বর্ণ- সবুজ, 

(গ) বীজের আকৃতি – গোলাকার,

(ঘ) বীজের বর্ণ - সবুজ। 

১.৮ একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম বিন্যাস হল –

(ক) 22A + XY, 

(খ) 44A + XY, 

(গ) 22A + YY, 

(ঘ) 44A + XXI

১.৯ পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত পর্যদ নমুনা প্রশ্ন হওয়ার সম্ভাবনা কত?- 

(ক) 100%,

 (খ) 25%, 

(গ) 75%, 

(ঘ) 50%।

 ১.১০ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রদত্ত শব্দগুচ্ছগুলি ক্রম অনুযায়ী সজ্জিত করো- (i) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ (ii) ব্যবহার ও অব্যবহার সূত্র (iii) পরিবেশের প্রভাব (iv) নতুন প্রজাতির উৎপত্তি- (ক) i, ii, iii, iv,

 (খ) ii, i, iii, iv, 

(গ) iii, i, ii, iv,

 (ঘ) iii, ii, i, iv I

১.১১ বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্ পরিবেশটি ছিল যেন-

 (ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ, 

(খ) সমুদ্রের জলে ঠান্ডা ঘন সুপ, 

(গ) নদীর জলে ঠান্ডা ঘন সুপ, 

(ঘ) মাটির তলার জলে তপ্ত ঘন সুপ।

১.১২ পাতায় উপস্থিত লবণগ্রন্থির মাধ্যমে দেহ থেকে লবণ রেচিত করে কোন্ উদ্ভিদ? - 

(ক) সুন্দরী, 

(খ) শাল, 

(গ) সেগুন,

 (ঘ) আম।

১.১৩ মিথোজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হল -

(ক) মেথহিমোগ্লোবিন,

 (খ) লেগ হিমোগ্লোবিন, 

(গ) হিমোগ্লোবিন,

 (ঘ) অক্সিহিমোগ্লোবিন। 

১.১৪ একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তা হল-

(ক) ডেলটা বৈচিত্র্য, 

(খ) আলফা বৈচিত্র্য,

 (গ) বিটা বৈচিত্র্য, 

(ঘ) গামা বৈচিত্র্য।

১.১৫ জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে কী হতে পারে বলে তুমি মনে করো? –

(ক) পরিবেশ দূষণ,

 (খ) কৃষিজমির পরিমাণ হ্রাস, 

(গ) খাদ্য সংকট, 

(ঘ) সবকটিই। 


বিভাগ-'খ'


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও: (যে-কোনো পাঁচটি)

২.১ কর্নিয়ার ওপরের স্বচ্ছ পাতলা আবরণ যা বাইরের পরিবেশ থেকে কর্নিয়াকে রক্ষা করে, তাকে ____বলে।

২.২ সপুষ্পক উদ্ভিদে যৌন জননের সময় পরাগনালিতে পুংগ্যামেটের সংখ্যা_____।

২.৩ _____হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

২.৪ পটকার অগ্র প্রকোষ্ঠে _______গ্রন্থি থাকে।

২.৫ অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্রগহ্বরে উপস্থিত______ নামক নীলাভ-সবুজ শৈবাল মিথোজীবী সম্পর্ক তৈরি করে।

২.৬ শব্দের তীব্রতা পরিমাপের একক হল_______।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ মায়োপিয়া ত্রুটি দূর করতে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়।

২.৮ জোড়কলম তৈরির সময় স্টক, সিয়ন অপেক্ষা উন্নত ধরনের হয়।

২.৯ একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে।

২.১০ জীবনের উৎপত্তির প্রথম কোশকে বলে প্রোটোবায়ন্ট।

২.১২ মাইটোসিস কোশ বিভাজন ঘটে জনন মাতৃকোশে।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি)

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো:

ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ।

২.২০ আগাছানাশক হিসেবে ব্যবহৃত হতে পারে এমন একটি কৃত্রিম অক্সিনের নাম লেখো।

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

পুনরুৎপাদন: প্ল্যানেরিয়া::________ : হাইড্রা।

২.২২ উদ্ভিদকোশে সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে?

২.২৩ মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমটি কী?

২.২৪ একটি মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:

চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্স-সিটু সংরক্ষণ, ক্রায়োসংরক্ষণ।

২.২৬ ডিসলেক্সিয়া রোগের কারণ কী?


বিভাগ-গ'


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ একটি টবের লম্বা সোজা একক বিটপযুক্ত উদ্ভিদকে ভূমির সমান্তরাল অবস্থায় সাতদিন রাখলে বিটপ অংশ বেঁকে ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করে। এর কারণ ব্যাখ্যা করো।

 ৩.২ প্রদত্ত কাজগুলি কোন্ কোন্ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো- (ক) পত্রমোচন বিলম্বিত করে, (খ) বাষ্পমোচন হ্রাস করে, (গ) ক্ষতস্থানে ক্যালাস গঠন করে, (ঘ) ফুল ফোটাতে সাহায্য করে। 

৩.৩ একটি শিশুর বৃদ্ধি দেখা গেল ব্যাহত হচ্ছে, একই সঙ্গে শিশুটি জড়বুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছে- কী হরমোনের অভাবে রোগটি ঘটছে লেখো, রোগটিকেও শনাক্ত করো। 

৩.৪ সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ লেখো।

৩.৫ মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় ঘটে ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 

৩.৬ প্রদত্ত উদ্ভিদগুলি কীসের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন করে তার একটি তালিকা তৈরি করো: (ক) চুপড়ি আলু,(খ) পাথরকুচি, (গ) রাঙা আলু, (ঘ) টোপা পানা। ৩.৭ বায়ুপরাগী ফুলের প্রদত্ত অংশগুলির একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো- (ক) পুংকেশর, (খ) গর্ভপত্র। 

৩.৮ প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য লেখো- (ক) বাহ্যিক প্রকাশ, (খ) জীবের ফিনোটাইপ নির্ধারণে ভূমিকা।

৩.৯ মেন্ডেল কীভাবে মটর গাছে ইতর পরাগযোগ (রেসিপ্রোকাল ক্রস) ঘটিয়েছিলেন ব্যাখ্যা করো।

৩.১০ একজন স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া রোগগ্রস্ত মহিলার সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কীরূপ?

৩.১১ 'যোগ্যতমের উদ্বর্তন' বলতে কী বোঝো?

৩.১২ খাদ্যের উৎস সম্পর্কে বার্তা প্রদানে মৌমাছির ওয়াগেল নৃত্যের ভূমিকা লেখো।

৩.১৩ সমসংস্থ অঙ্গ কী ধরনের বিবর্তনকে সমর্থন করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

৩.১৪ অ্যামোনিফিকেশন কাকে বলে? উদাহরণ দাও।

৩.১৫ স্মৃতিসৌধ ও মৃত্তিকার ওপরে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।

৩১৬ 'ক্রমবর্ধমান জনসংখ্যা দূষণের অন্যতম কারণ' সমর্থনে দুটি যুক্তি দাও।

৩.১৭ ভারতে গন্ডার হ্রাস পাওয়ার কারণ লেখো।


বিভাগ-ঘ'


৪) নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ একটি দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো (গ) সংজ্ঞাবহ স্নায়ু, (ঘ) চেষ্টীয় স্নায়ু।

অথবা, প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজনের সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী দশার চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) মেরু অঞ্চল, (খ) ক্রোমাটিড, (গ) সেন্ট্রোমিয়ার, (ঘ) ইন্টারজোনাল তত্ত্ব।

৪.২ কোশ বিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল, মাইটোকনড্রিয়ার ভূমিকা উল্লেখ করো। মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব লেখো।

অথবা, চিত্রসহ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলি বর্ণনা করো। 

নির্ণীত নিউক্লিয়াস বলতে কী বোঝো?

 ৪.৩ একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে F₂ জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হবে তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ণ থেকে মেন্ডেল যে সূত্রের প্রতিষ্ঠা করেন তা বিবৃত করো।

অথবা, বর্ণান্ধতার কারণ ও লক্ষণগুলি লেখো। ক্রিস-ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো?

৪.৪ পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো। আচরণ জীবের পক্ষে গুরুত্বপূর্ণ কেন? অথবা, মেরুদণ্ডী প্রাণীর ভূণগত সাদৃশ্যগুলি উল্লেখ করো। এর থেকে কী জানা যায়? সংযোগরক্ষাকারী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও।

৪.৫ নাইট্রোজেন চক্রের গুরুত্ব কী? গ্রিন হাউস গ্যাস কীভাবে বিশ্ব উন্নায়ন ঘটায়?

অথবা, জলদূষণের কারণ হিসেবে প্রদত্ত উৎসগুলির ভূমিকা উল্লেখ করো- (ক) কৃষিজ পণ্য, (খ) জীবাণু।  পপুলেশন বৃদ্ধির শর্তগুলি লেখো। 

৪.৬ জীববৈচিত্র্য হ্রাসের তিনটি কারণ আলোচনা করো। চাষের জমিতে অধিক পরিমাণ N₂-ঘটিত সার ব্যবহারের ফলে কী কী ক্ষতিসাধন হয়? 

অথবা, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি ও জলবায়ুর স্থিতাবস্থা রক্ষায় জীববৈচিত্র্যের অবদান সম্পর্কে লেখো।

জলাভূমির গুরুত্ব লেখো।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area