মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৪) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট-৪)২০২৫|| Madhyamik Life Science Suggestion (Part-4)
বিভাগ-'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ উদ্ভিদের কাণ্ড ও শাখাপ্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হল –
(ক) আলোক অনুকূলবর্তী চলন,
(খ) অভিকর্ষ অনুকূলবর্তী চলন,
(গ) আলোেক প্রতিকূলবর্তী চলন,
(ঘ) জল অনুকূলবর্তী চলন।
১.২ প্রদত্ত কোন কাজটি LH দ্বারা নিয়ন্ত্রিত হয়?-
(ক) ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা জোগানো,
(খ) দেহকোশে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে বিপাক হার বৃদ্ধি করা,
(গ) বিদীর্ণ ডিম্বথলিকে করপাস লিউটিয়ামে পরিণত করা ও তা থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা জোগানো,
(ঘ) নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকার গাত্র বরাবর ভেদ্যতা বাড়িয়ে জলের পুনঃশোষণ বৃদ্ধি করা।
১.৩ DNA-এর গঠনে প্রদত্ত কোল্টিন্ট সঠিক? -
(ক) A=T, G=C,
(খ) A=T, G=C,
(গ) T=C, A=C,
(ঘ) A=G, T=CI
১.৪ প্লাসমোডিয়ামের সাইজন্ট দশায় যেরূপ বিভাজন দেখা যায় তা হল-
(ক) পুনরুৎপাদন,
(খ) বহুবিভাজন,
(গ) খন্ডীভবন,
(ঘ) দ্বিবিভাজন।
১.৫ কোন গ্রন্থিকে 'বার্ধক্যের জৈব ঘড়ি' (Late Biological Clock) বলে?
(ক) পিটুইটারি,
(খ) পিনিয়াল,
(গ) থাইমাস,
(ঘ) থাইরয়েড।
১.৬ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো-
(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে,
(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম,
(গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম,
(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়।
১.৭ হিমোফিলিয়ার বাহক মাতার জিনোটাইপ হল-
(ক) xhxh,
(খ) xhxh+,
(গ) (st) xh+xh+,
(ঘ) xhy।
১.৮ বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলে -
(ক) হোমোঅ্যালিল,
(খ) হেটারোঅ্যালিল,
(গ) জিনোটাইপ,
(ঘ) ফিনোটাইপ।
১.৯ মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটি হল –
(ক) ইওহিপ্পাস,
(খ) মেরিচিপ্পাস,
(গ) মেসোহিপ্পাস,
(ঘ) ইকুয়াস।
১.১০ পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা-
(ক) 6,
(খ) 7,
(গ) ৪,
(ঘ) ৭।
১.১১ প্রদত্ত কোল্টিন্ট আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো-
(ক) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম,
(খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম,
(গ) একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম,
(ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম।
১.১২ প্রদত্ত শব্দগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও: (i) অ্যালগাল ব্লুম, (ii) ডিটারজেন্ট, (iii) BOD বৃদ্ধি (ক) (i)→(ii)→(ii),
(খ) (i)→(iii)→(ii),
(গ) (iii)→(ii)→(i),
(ঘ) (ii)(i)→(iii) ।
১.১৩ ত্বকের ক্যানসার সৃষ্টির জন্য দায়ী –
(ক) অ্যাফলাটক্সিন,
(খ) নিকোটিন,
(গ) পরাগরেণু,
(ঘ) UV রশ্মি।
১.১৪ সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হল – (ক) ৪টি,
(খ) 34টি,
(গ) 64টি,
(ঘ) চটি।
বিভাগ-'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি)
২.১ _____নামক উদ্ভিদ হরমোন প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যহত হয়।
২.২ কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে_______ বলে।
২.৩ জিনোটাইপের বাহ্যিক প্রকাশকে বলা হয়_______।
২.৪ বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী______।
২.৫ মিথোজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে_______ উৎসেচক বায়ুর গ্যাসীয় নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে।
২.৬ লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো সান্দ্র তরলটি হল________।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)
২.৭ হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটারি কোশ থেকে অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন হরমোন ক্ষরিত হয়।
২.৮ যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়।
২.৯ যকৃৎ ও প্লিহার বৃদ্ধি হিমোফিলিয়া রোগের একটি অন্যতম লক্ষণ।
২.১০ অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হল অভিযোজন।
২.১১ অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্ট SO₂ এবং NO₂ গ্যাস।
২.১২ সাইলেন্ট ভ্যালি পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো: পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, শ্রোণি পাখনা, পুচ্ছ পাখনা।
২.২০ গোঁফ-দাড়ি বেরোনো এবং শুক্রাণু উৎপাদনের জন্য দায়ী হরমোনের উৎস লেখো।
২.২১, নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : রাঙালু : মূলজ মুকুল ::_____ : পত্রজ মুকুল।
২.২২ সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস নিষেকের পর কীসে পরিণত হয়?
২.২৩ 22A + Y ক্রোমোজোম সেটবিশিষ্ট শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলনে সৃষ্ট ভ্রুণ কোন্ লিঙ্গের হবে?
২.২৪ মৌমাছিরা কখন 'ওয়াগেল' নৃত্য প্রদর্শন করে?
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: চিড়িয়াখানা, জিন ব্যাংক, এক্স-সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন।
২.২৬ ফ্ল্যাই অ্যাশ-এর একটি উৎসের নাম লেখো।
বিভাগ-'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:
৩.১. অগ্রস্থ প্রকটতার ক্ষেত্রে দুটি উদ্ভিদ হরমোনের ভূমিকা (ধনাত্মক এবং ঋণাত্মক) লেখো।
৩.২ 'LH ও ICSH জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে' বক্তব্যটির যথার্থতা বিচার করো।
৩.৩ মানব স্নায়ুতন্ত্রে CSF-এর ভূমিকা লেখো।
৩.৪ অ্যাডাকশন ও অ্যাবডাকশনের সংজ্ঞা দাও।
৩.৫ স্পাইরালাইজেশন বলতে কী বোঝো?
৩.৬ পরাগযোগের ক্ষেত্রে কোন্ পদ্ধতিটি অধিক সুবিধাজনক বলে তুমি মনে করো? যুক্তি দাও।
৩.৭ 'কোনো কোনো প্রাণী কোরকোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে" বক্তব্যটির যথার্থতা বিচার করো।
৩.৮ সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন?
৩.৯ বিষম সংকর জীব কীভাবে সৃষ্টি হতে পারে একটি উদাহরণের সাহায্যে দেখাও।
৩.১০ 'আক্রান্ত মায়ের পুত্রসন্তান থ্যালাসেমিয়ার তুলনায় হিমোফিলিয়ায়' বেশি আক্রান্ত হতে পারে।'- ব্যাখ্যা করো।
৩.১১ মেরুদন্ডী প্রাণীদের ভূণের বিকাশের দশায় যে সাধারণ বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা লেখো।
৩.১২ জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝো উদাহরণসহ লেখো।
৩.১৩ জরায়ুজ অঙ্কুরোদ্গম কীভাবে হ্যালোফাইট উদ্ভিদের অভিযোজনে সাহায্য করে?
৩.১৪ নাইট্রোজেন চক্রের প্রধান চারটি ধাপের নাম এবং প্রতি ধাপে অংশগ্রহণকারী একটি করে জীবাণুর নাম তালিকা আকারে লেখো।
৩.১৫ ইউট্রোফিকেশন বলতে কী বোঝো?
৩.১৬ ব্রংকাইটিসের নেপথ্যে পরিবেশ দূষণের ভূমিকা উল্লেখ করো।
৩.১৭. উল্লিখিত স্থানগুলিতে কোন্ কোন্ বিপন্ন প্রজাতি সংরক্ষণ করা হয় তা উল্লেখ করো: (ক) ভিতরকণিকা স্যাংচুয়ারি, (খ) কানহা জাতীয় উদ্যান, (গ) গির জাতীয় উদ্যান, (ঘ) সুন্দরবন সংরক্ষিত অঞ্চল।
৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:
৪.১ একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং তিরচিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করো।
অথবা, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) গৌণ অন্ততা খাঁজ, (খ) স্যাটেলাইট বডি, (গ) ক্রোমোনিমাটা, (ঘ) কাইনেটোকোর।
৪.২ দ্বিনিষেক কাকে বলে?
উল্লিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পতঙ্গপরাগী ও বায়ুপরাগী ফুলের পার্থক্য উদাহরণসহ উল্লেখ করো- (ক) ফুলের প্রকৃতি, (খ) গর্ভমুন্ডের প্রকৃতি, (গ) পুংস্তবকের প্রকৃতি।
অথবা, মাইটোসিস কোশ বিভাজনে প্রোফেজ এবং টেলোফেজ দশায় ঘটা তিনটি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো। একটি প্রাণীকোশে সেন্ট্রোজোম না থাকলে কোশ বিভাজনে কী অসুবিধা হবে?
৪.৩ একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে অপর একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে অপত্য মটর গাছের প্রকৃতি কী হবে তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও।
মেন্ডেলের সংকরায়ণ পরীক্ষায় ইমাসকুলেশনের প্রয়োজনীয়তা কী?
অথবা, যদি কন্যা সন্তান বর্ণান্ধ হয়, তাহলে মাতার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করো। ক্রিস-ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝায়?
৪.৪ ডারউইনবাদ অনুসারে উল্লিখিত তিনটি বিষয় আলোচনা করো: (ক) অস্তিত্বের জন্য সংগ্রাম, (খ) যোগ্যতমের উদ্বর্তন, (গ) প্রাকৃতিক নির্বাচন।
মানুষের ক্ষেত্রে অ্যাপেনডিক্সকে লুপ্তপ্রায় অঙ্গ বলা হয় কেন?
অথবা, রুই মাছের যে-কোনো তিনটি জলজ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলির এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো।
৪.৫ 'নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন পরস্পর বিপরীত প্রক্রিয়া' ব্যাখ্যা করো। জলদূষণের কুফলগুলি উল্লেখ করো।
অথবা, উল্লিখিত ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা করো: (ক) অরণ্য, (খ) বাসস্থান, (গ) খাদ্য উপাদান, (ঘ) জলাভূমি,(ঙ) জীবাশ্ম জ্বালানি।
৪.৬ রেড পান্ডা বিপন্ন প্রাণীতে পরিণত হওয়ার কী কী কারণ হতে পারে তা নির্ধারণ করো।
জীববৈচিত্র্য সংরক্ষণে IUCN Red List-এর গুরুত্ব ব্যাখ্যা করো।
অথবা, পৃথিবীর উন্নায়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।
প্রদত্ত ঘটনাগুলি ঘটলে কী কী ফল হতে পারে তা অনুমান করে লেখো: (ক) যে নদীর খাঁড়িতে কুমির দেখা যায় না সেখানে কুমিরের বাচ্চা পুনঃস্থাপন করা হল। (খ) কোনো উৎসব উপলক্ষে দীর্ঘস্থায়ী সুতীব্র আওয়াজ একজন বৃদ্ধ মানুষ শুনলেন। (গ) বারংবার নিষেধ করা সত্ত্বেও কোনো ধূমপায়ী ব্যক্তি তার অভ্যাস ত্যাগ করলেন না।